
ঢাকা: এবার ফ্রেঞ্চ ওপেনের বড় আকর্ষণ তাহলে কি সেমিফাইনালের জন্যই জমা! কাল শেষ আটে ইতালির মাত্তেও বেরেত্তিনিকে ৬-৩, ৬-২, ৬-৭ (৫-৭), ৭-৫ গেমে হারিয়ে নোভাক জোকোভিচ পৌঁছেছেন ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে। তার আগে দিয়েগো শোয়ার্তজমানকে হারিয়ে শেষ চারে পৌঁছেছেন রাফায়েল নাদালও। কাল সেমিফাইনালে মুখোমুখি টেনিসের দুই মহাতারকা নাদাল-জোকোভিচ। তাহলে কি সেমিফাইনালই এবারের ফ্রেঞ্চ ওপেন শিরোপা নির্ধারণ করে দেবে?
কাল বেরেত্তিনির বিপক্ষে প্রথম দুই সেট (৬-৩, ৬-২) সহজেই জিতেছিলেন জোকোভিচ। তৃতীয় সেটে সার্বিয়ান তারকাকে বড় চ্যালেঞ্জই জানান বেরেত্তিনি। তৃতীয় সেট গড়ায় টাইব্রেকে। টাইব্রেকারে ৭-৫ গেমে জিতে সেটটি জেতেন বেরেত্তিনি। জোকোভিচের অলস খেলায় ম্যাচটা একটু দীর্ঘায়িত হয়েছে। এরই মধ্যে ফ্রান্সে রাত্রিকালীন কারফিউ চলায় দর্শক মাঠ ছেড়ে চলে যাওয়ার আগে দুই খেলোয়াড়কে দুয়ো দিয়ে যান। ফাঁকা মাঠে চতুর্থ সেট ৭-৫ গেমে জিতে উল্লাসে মাতেন জোকোভিচ।
দিনের আরেক ম্যাচে জয় পেয়েছেন নাদাল। আর্জেন্টাইন তারকা দিয়েগো শোয়ার্তজমানকে ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-০ গেমে হারিয়ে ‘লাল দুর্গের রাজা’ পৌঁছে গেলেন ফ্রেঞ্চ ওপেনের শেষ চারে।
গতবার রোঁলা গারোঁর ফাইনালে মুখোমুখি হয়েছিলেন নাদাল-জোকোভিচ। জোকোভিচকে সরাসরি সেটে হারিয়ে (৬-০, ৬-২, ৭-৫ গেমে) নিজের ১৩তম ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন নাদাল। গত ফাইনালের জয়ের স্মৃতি সেমিফাইনালে নাদালকে যেমন অনুপ্রেরণা জোগাবে, জোকোভিচের সামনে থাকছে গতবারের ‘প্রতিশোধ’ নেওয়ার সুযোগ। সেমিফাইনালেই যেহেতু টুর্নামেন্টের সবচেয়ে বড় দুই তারকা মুখোমুখি হয়ে যাচ্ছেন, এই সেমিফাইনাল বিজয়ীর কারও হাতে শিরোপা উঠে যাওয়ার সম্ভাবনাটাই প্রবল।

ঢাকা: এবার ফ্রেঞ্চ ওপেনের বড় আকর্ষণ তাহলে কি সেমিফাইনালের জন্যই জমা! কাল শেষ আটে ইতালির মাত্তেও বেরেত্তিনিকে ৬-৩, ৬-২, ৬-৭ (৫-৭), ৭-৫ গেমে হারিয়ে নোভাক জোকোভিচ পৌঁছেছেন ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে। তার আগে দিয়েগো শোয়ার্তজমানকে হারিয়ে শেষ চারে পৌঁছেছেন রাফায়েল নাদালও। কাল সেমিফাইনালে মুখোমুখি টেনিসের দুই মহাতারকা নাদাল-জোকোভিচ। তাহলে কি সেমিফাইনালই এবারের ফ্রেঞ্চ ওপেন শিরোপা নির্ধারণ করে দেবে?
কাল বেরেত্তিনির বিপক্ষে প্রথম দুই সেট (৬-৩, ৬-২) সহজেই জিতেছিলেন জোকোভিচ। তৃতীয় সেটে সার্বিয়ান তারকাকে বড় চ্যালেঞ্জই জানান বেরেত্তিনি। তৃতীয় সেট গড়ায় টাইব্রেকে। টাইব্রেকারে ৭-৫ গেমে জিতে সেটটি জেতেন বেরেত্তিনি। জোকোভিচের অলস খেলায় ম্যাচটা একটু দীর্ঘায়িত হয়েছে। এরই মধ্যে ফ্রান্সে রাত্রিকালীন কারফিউ চলায় দর্শক মাঠ ছেড়ে চলে যাওয়ার আগে দুই খেলোয়াড়কে দুয়ো দিয়ে যান। ফাঁকা মাঠে চতুর্থ সেট ৭-৫ গেমে জিতে উল্লাসে মাতেন জোকোভিচ।
দিনের আরেক ম্যাচে জয় পেয়েছেন নাদাল। আর্জেন্টাইন তারকা দিয়েগো শোয়ার্তজমানকে ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-০ গেমে হারিয়ে ‘লাল দুর্গের রাজা’ পৌঁছে গেলেন ফ্রেঞ্চ ওপেনের শেষ চারে।
গতবার রোঁলা গারোঁর ফাইনালে মুখোমুখি হয়েছিলেন নাদাল-জোকোভিচ। জোকোভিচকে সরাসরি সেটে হারিয়ে (৬-০, ৬-২, ৭-৫ গেমে) নিজের ১৩তম ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন নাদাল। গত ফাইনালের জয়ের স্মৃতি সেমিফাইনালে নাদালকে যেমন অনুপ্রেরণা জোগাবে, জোকোভিচের সামনে থাকছে গতবারের ‘প্রতিশোধ’ নেওয়ার সুযোগ। সেমিফাইনালেই যেহেতু টুর্নামেন্টের সবচেয়ে বড় দুই তারকা মুখোমুখি হয়ে যাচ্ছেন, এই সেমিফাইনাল বিজয়ীর কারও হাতে শিরোপা উঠে যাওয়ার সম্ভাবনাটাই প্রবল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
২৫ মিনিট আগে
প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ হোসেন। লেগ স্পিন জাদুতে ব্যাটারদের পরাস্ত করছেন বারবার। দুর্দান্ত বোলিংয়ে সতীর্থদের প্রশংসা কুড়োচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার।
৩৩ মিনিট আগে
তিন বছর পর আবার দেখা হচ্ছে সাদিও মানে ও মোহামেদ সালাহর। তবে একই দলে নয়, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকা কাপ অব ফাইনালে ওঠার লড়াইয়ে সেনেগাল ও মিসর মুখোমুখি আজ। এই সেমিফাইনালে দুই দেশের জার্সিতে নামবেন সাবেক লিভারপুল সতীর্থ এই দুই তারকা। দিনের অন্য সেমিফাইনালে সুপার ইগল নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বা
১ ঘণ্টা আগে
অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
১ ঘণ্টা আগে