
না, অস্ট্রেলিয়ান ওপেনে ‘আলকারাস-জোকোভিচ’ স্বপ্নের ফাইনাল হচ্ছে না। ফাইনাল থেকে একধাপ দূরে থাকতেই বছরের প্রথম গ্র্যান্ড স্লাম থেকে ছিটকে গেলেন কার্লোস আলকারাস। গতকাল কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় বাছাই স্প্যানিশ এই তারকাকে হারিয়ে দিয়েছেন ষষ্ঠ বাছাই জার্মানির আলেক্সান্দার জভেরভ। জিতছেন ৬-১,৬-৩, ৬-৭ (২),৬-৪ গেমে।
প্রথম দুই সেটে জভেরভের দুর্দান্ত পারফরম্যান্সের কাছে পাত্তা পাননি আলকারাস। তৃতীয় সেটে স্প্যানিশ তারকা ঘুরে দাঁড়ালে মনে করা হয়েছিল, এবার দেখা যাবে সেরাটা। কিন্তু সেটি আর হয়নি। কোয়ার্টার ফাইনালটি পাঁচ সেটে যাওয়ার আগেই হেরে গিয়ে মাঠ ছাড়েন পুরুষ টেনিসে জোকোভির-রাজের সবচেয়ে বড় চ্যালেঞ্জার আলকারাস।
সেমিফাইনালে জভেরভ খেলবেন রাশিয়ার দানিল মেদভেদেভের বিপক্ষে। পেশাদার সার্কিটে এটাই হবে দুই প্রতিযোগীর প্রথম সাক্ষাৎ। তবে এটা গ্র্যান্ড স্লামে জভেরভের সপ্তম সেমিফাইনাল। আগের ছয় সেমিফাইনালের মাত্র একটিতেই জিতে ফাইনালে উঠেছিলেন জভেরভ। ২০২০ সালের ইউএস ওপেনে। আলকারাসকে হারিয়ে দেওয়ার পর এবার আরেকটি ফাইনালের স্বপ্ন তাঁর চোখে, হয়তো শিরোপাও।
ছয় বছর আগে জোকোভিচকে হারিয়ে এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস জিতেছিলেন জভেরভ। তখন তাঁর খেলা দেখে তাঁকে টেনিসের ভবিষ্য’ হিসেবে ব্যাখ্যা মূল্যায়ন করেছিলেন জার্মান কিংবদন্তি বরিস বেকার। কিন্তু ‘কুঁড়ি’ থেকে ফুল হয়ে ফোটা হয়নি ২৬ বছর বয়সী জভেরভের। অস্ট্রেলিয়ান ওপেন জিতে কী এবার ফুল হয়ে ফুটতে পারবেন! অপেক্ষা আর দুই ম্যাচের।

না, অস্ট্রেলিয়ান ওপেনে ‘আলকারাস-জোকোভিচ’ স্বপ্নের ফাইনাল হচ্ছে না। ফাইনাল থেকে একধাপ দূরে থাকতেই বছরের প্রথম গ্র্যান্ড স্লাম থেকে ছিটকে গেলেন কার্লোস আলকারাস। গতকাল কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় বাছাই স্প্যানিশ এই তারকাকে হারিয়ে দিয়েছেন ষষ্ঠ বাছাই জার্মানির আলেক্সান্দার জভেরভ। জিতছেন ৬-১,৬-৩, ৬-৭ (২),৬-৪ গেমে।
প্রথম দুই সেটে জভেরভের দুর্দান্ত পারফরম্যান্সের কাছে পাত্তা পাননি আলকারাস। তৃতীয় সেটে স্প্যানিশ তারকা ঘুরে দাঁড়ালে মনে করা হয়েছিল, এবার দেখা যাবে সেরাটা। কিন্তু সেটি আর হয়নি। কোয়ার্টার ফাইনালটি পাঁচ সেটে যাওয়ার আগেই হেরে গিয়ে মাঠ ছাড়েন পুরুষ টেনিসে জোকোভির-রাজের সবচেয়ে বড় চ্যালেঞ্জার আলকারাস।
সেমিফাইনালে জভেরভ খেলবেন রাশিয়ার দানিল মেদভেদেভের বিপক্ষে। পেশাদার সার্কিটে এটাই হবে দুই প্রতিযোগীর প্রথম সাক্ষাৎ। তবে এটা গ্র্যান্ড স্লামে জভেরভের সপ্তম সেমিফাইনাল। আগের ছয় সেমিফাইনালের মাত্র একটিতেই জিতে ফাইনালে উঠেছিলেন জভেরভ। ২০২০ সালের ইউএস ওপেনে। আলকারাসকে হারিয়ে দেওয়ার পর এবার আরেকটি ফাইনালের স্বপ্ন তাঁর চোখে, হয়তো শিরোপাও।
ছয় বছর আগে জোকোভিচকে হারিয়ে এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস জিতেছিলেন জভেরভ। তখন তাঁর খেলা দেখে তাঁকে টেনিসের ভবিষ্য’ হিসেবে ব্যাখ্যা মূল্যায়ন করেছিলেন জার্মান কিংবদন্তি বরিস বেকার। কিন্তু ‘কুঁড়ি’ থেকে ফুল হয়ে ফোটা হয়নি ২৬ বছর বয়সী জভেরভের। অস্ট্রেলিয়ান ওপেন জিতে কী এবার ফুল হয়ে ফুটতে পারবেন! অপেক্ষা আর দুই ম্যাচের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আজকের মধ্যে বিসিবিকে জানাতে হবে, তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকে এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি। গতকাল রাতেই বিসিবির নীতি-নির্ধারকদের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসার কথা ছিল।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বৃহস্পতিবারের মধ্যে বিসিবিকে জানাতে হবে তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকেই এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি, আজ রাতেই বিসিবির নীতিনির্ধারকেরা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসেছিলেন।
৪ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে বিপিএল ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। তবে প্রথম কোয়ালিফায়ারের সেই ম্যাচ হারের পরও ফের সুযোগ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের হাতে মাত্র ২৪ ঘণ্টা। আগামীকাল দুবাই সময় বিকেল ৫টার মধ্যে বিসিবি জানিয়ে দিতে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না। এই ইস্যুতে শুরু থেকে বিসিবি এগোচ্ছে সরকারের নির্দেশনা মেনে। আজকের বোর্ড সভা শেষে আইসিসি জানিয়ে দিয়েছে, বিসিবি তাদের সরকারের সঙ্গে আলোচনা করে যেন এক দিনের মধ্যে জানায়
৭ ঘণ্টা আগে