
ছেলেদের সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড তো নোভাক জোকোভিচ করে ফেলেছেন অনেক আগেই। জোকোর কাছে গত রাতের ইউএস ওপেনের ফাইনাল ছিল রেকর্ডটা সমৃদ্ধ করার। আরও একটু স্পষ্ট করে বললে, ছেলে-মেয়ে সব মিলিয়ে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে ভাগ বসানোর। জোকোভিচ তাতে সফলও হয়েছেন।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে এবার জোকোভিচের প্রতিপক্ষ ছিলেন দানিলো মেদভেদেভ। সরাসরি সেটে হেসেখেলে জিতেছেন জোকো ঠিকই। এই ম্যাচে লড়েছিলেন মেদভেদেভও। দ্বিতীয় সেটের নিষ্পত্তি হয়েছিল টাইব্রেকারে। টাইব্রেকারে সেই সেট মেদভেদেভ জিতলে লড়াইটা আরও জমত। শেষ পর্যন্ত ৬-৩,৭-৬, ৬-৩ গেমে জিতেছেন জোকো।
২০২৩ ইউএস ওপেন জিতে এখন পর্যন্ত ২৪টি গ্র্যান্ড স্লাম জিতেছেন। জোকোর মতো মেয়েদের এককেও মার্গারেট কোর্ট জিতেছেন ২৪টি গ্র্যান্ড স্লাম। অন্যদিকে জোকোর বয়স হয়ে গেছে ৩৬ বছর। ইউএস ওপেন সহ এই বছরে জিতেছেন তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। বয়স যে শুধুই একটি সংখ্যা, সেটার প্রমাণ তিনি দেখিয়ে যাচ্ছেন। ম্যাচ শেষে সার্বিয়ান টেনিস তারকা বলেন, ‘গ্র্যান্ড স্লাম কতটি জিততে চাই, সেই সংখ্যা এখন নির্দিষ্ট করে বলতে পারছি না। সেরা অবস্থায় থেকে যে খেলছি, তা আমি এখনো জানি। সেরা টুর্নামেন্টগুলো জিতেছি। এমনকি সেরা ফর্মে থাকলেও খেলা ছাড়তে চাই না।’
শিষ্য জোকোর জয়ে ভীষণ উচ্ছ্বসিত কোচ গোরান ইভানিসেভিচ। ইভানিসেভিচ বলেন, ‘খেলাধুলার ইতিহাসে অন্যতম সেরা অর্জন এটি। আমরা শুধু টেনিস নিয়েই কথা বলছি না। খেলাধুলা নিয়েই কথা বলছি। যদি সে ২৫টা জিততে পারে, তাহলে ২৬টা কেন নয়? সে সবসময়ই আরও পেতে চায়।’
উইম্বলডন জিতলে গতকালই মার্গারেট কোর্টকে ছাড়িয়ে যেতে পারতেন জোকো। তবে এ বছরের জুলাইয়ে জোকোকে হারিয়ে উইম্বলডন জিতে চমক দেখান কার্লোস আলকারাস। জোকোর পর ছেলেদের তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ ২২টি গ্র্যান্ড স্লাম জিতেছেন রাফায়েল নাদাল। আর ২০টি গ্র্যান্ড স্লাম জিতে গত বছর অবসরে গেছেন রজার ফেদেরার। ছেলেদের এককে সর্বোচ্চ ৩৬ বার ফাইনাল খেলার রেকর্ডও জোকোভিচের।

ছেলেদের সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড তো নোভাক জোকোভিচ করে ফেলেছেন অনেক আগেই। জোকোর কাছে গত রাতের ইউএস ওপেনের ফাইনাল ছিল রেকর্ডটা সমৃদ্ধ করার। আরও একটু স্পষ্ট করে বললে, ছেলে-মেয়ে সব মিলিয়ে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে ভাগ বসানোর। জোকোভিচ তাতে সফলও হয়েছেন।
আর্থার অ্যাশ স্টেডিয়ামে এবার জোকোভিচের প্রতিপক্ষ ছিলেন দানিলো মেদভেদেভ। সরাসরি সেটে হেসেখেলে জিতেছেন জোকো ঠিকই। এই ম্যাচে লড়েছিলেন মেদভেদেভও। দ্বিতীয় সেটের নিষ্পত্তি হয়েছিল টাইব্রেকারে। টাইব্রেকারে সেই সেট মেদভেদেভ জিতলে লড়াইটা আরও জমত। শেষ পর্যন্ত ৬-৩,৭-৬, ৬-৩ গেমে জিতেছেন জোকো।
২০২৩ ইউএস ওপেন জিতে এখন পর্যন্ত ২৪টি গ্র্যান্ড স্লাম জিতেছেন। জোকোর মতো মেয়েদের এককেও মার্গারেট কোর্ট জিতেছেন ২৪টি গ্র্যান্ড স্লাম। অন্যদিকে জোকোর বয়স হয়ে গেছে ৩৬ বছর। ইউএস ওপেন সহ এই বছরে জিতেছেন তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। বয়স যে শুধুই একটি সংখ্যা, সেটার প্রমাণ তিনি দেখিয়ে যাচ্ছেন। ম্যাচ শেষে সার্বিয়ান টেনিস তারকা বলেন, ‘গ্র্যান্ড স্লাম কতটি জিততে চাই, সেই সংখ্যা এখন নির্দিষ্ট করে বলতে পারছি না। সেরা অবস্থায় থেকে যে খেলছি, তা আমি এখনো জানি। সেরা টুর্নামেন্টগুলো জিতেছি। এমনকি সেরা ফর্মে থাকলেও খেলা ছাড়তে চাই না।’
শিষ্য জোকোর জয়ে ভীষণ উচ্ছ্বসিত কোচ গোরান ইভানিসেভিচ। ইভানিসেভিচ বলেন, ‘খেলাধুলার ইতিহাসে অন্যতম সেরা অর্জন এটি। আমরা শুধু টেনিস নিয়েই কথা বলছি না। খেলাধুলা নিয়েই কথা বলছি। যদি সে ২৫টা জিততে পারে, তাহলে ২৬টা কেন নয়? সে সবসময়ই আরও পেতে চায়।’
উইম্বলডন জিতলে গতকালই মার্গারেট কোর্টকে ছাড়িয়ে যেতে পারতেন জোকো। তবে এ বছরের জুলাইয়ে জোকোকে হারিয়ে উইম্বলডন জিতে চমক দেখান কার্লোস আলকারাস। জোকোর পর ছেলেদের তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ ২২টি গ্র্যান্ড স্লাম জিতেছেন রাফায়েল নাদাল। আর ২০টি গ্র্যান্ড স্লাম জিতে গত বছর অবসরে গেছেন রজার ফেদেরার। ছেলেদের এককে সর্বোচ্চ ৩৬ বার ফাইনাল খেলার রেকর্ডও জোকোভিচের।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৭ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৮ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১২ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৩ ঘণ্টা আগে