Ajker Patrika

ফুটবলের পর অ্যাথলেটিকসেও নিষেধাজ্ঞা পেল রাশিয়া

আপডেট : ০২ মার্চ ২০২২, ১২: ২৮
ফুটবলের পর অ্যাথলেটিকসেও নিষেধাজ্ঞা পেল রাশিয়া

ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ব অ্যাথলেটিক সংস্থা। গতকাল এক বিবৃতিতে সব ধরনের প্রতিযোগিতায় রুশ ও বেলারুশের অ্যাথলেটদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে গত পরশু কাতার বিশ্বকাপ থেকে ভ্লাদিমির পুতিনের দেশকে বহিষ্কার করেছে ফিফা। ফুটবলের পর এবার অ্যাথলেটিকসেও এল নিষেধাজ্ঞা। 

বিশ্ব অ্যাথলেটিক সংস্থার সভাপতি সেবাস্তিয়ান জানিয়েছেন, ‘এই পরিস্থিতিতে আমরা চুপ থাকতে পারি না।’ তিনি বলেছেন, ‘এই যুদ্ধ থামাতে আমাদেরও এগিয়ে আসতে হবে। আমরা চুপ করে বসে থাকতে পারি না এই পরিস্থিতিতে।’  আর বিবৃতিতে বলা হয়েছে, ‘রাশিয়া ও বেলারুশের সমস্ত অ্যাথলেট, সাপোর্ট স্টাফ ও কর্মকর্তাদের বিশ্ব অ্যাথলেটিক সিরিজের প্রতিযোগিতা থেকে নির্বাসিত করা হচ্ছে।’ 

শুধু অ্যাথলেটিকস নয়; আন্তর্জাতিক স্কেটিং সংস্থা ঘোষণা দিয়েছে, আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় রুশ ও বেলারুশের স্কেটারদের অংশ নিতে দেওয়া হবে না। আন্তর্জাতিক হকি সংস্থা জানিয়েছে, আসন্ন মহিলা জুনিয়র বিশ্বকাপ হকিতেও অংশ নিতে দেওয়া হবে না রুশদের। এদিকে জার্মানির ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা রুশ ফুটবল সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করেছে। ম্যানচেস্টার ইউনাইটেড তাদের রাশিয়ান বিমান স্পনসর এরোফ্লটের সঙ্গে চুক্তি বাতিল করেছে। 

এই যুদ্ধ থামানোর আহ্বান জানাচ্ছেন ক্রীড়াঙ্গনের তারকারাও। নারী টেনিস তারকা আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা লিখেছেন, ‘যা ঘটছে, তা দেখে আমি আতঙ্কিত। যুদ্ধ থামাতেই হবে।’  দানিল মেদভেদেভ, আইস হকির কিংবদন্তি আলেক্স ওভেচকিনসহ একাধিক রুশ খেলোয়াড় তাঁদের দেশকে যুদ্ধ থামানোর অনুরোধ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত