
ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ব অ্যাথলেটিক সংস্থা। গতকাল এক বিবৃতিতে সব ধরনের প্রতিযোগিতায় রুশ ও বেলারুশের অ্যাথলেটদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে গত পরশু কাতার বিশ্বকাপ থেকে ভ্লাদিমির পুতিনের দেশকে বহিষ্কার করেছে ফিফা। ফুটবলের পর এবার অ্যাথলেটিকসেও এল নিষেধাজ্ঞা।
বিশ্ব অ্যাথলেটিক সংস্থার সভাপতি সেবাস্তিয়ান জানিয়েছেন, ‘এই পরিস্থিতিতে আমরা চুপ থাকতে পারি না।’ তিনি বলেছেন, ‘এই যুদ্ধ থামাতে আমাদেরও এগিয়ে আসতে হবে। আমরা চুপ করে বসে থাকতে পারি না এই পরিস্থিতিতে।’ আর বিবৃতিতে বলা হয়েছে, ‘রাশিয়া ও বেলারুশের সমস্ত অ্যাথলেট, সাপোর্ট স্টাফ ও কর্মকর্তাদের বিশ্ব অ্যাথলেটিক সিরিজের প্রতিযোগিতা থেকে নির্বাসিত করা হচ্ছে।’
শুধু অ্যাথলেটিকস নয়; আন্তর্জাতিক স্কেটিং সংস্থা ঘোষণা দিয়েছে, আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় রুশ ও বেলারুশের স্কেটারদের অংশ নিতে দেওয়া হবে না। আন্তর্জাতিক হকি সংস্থা জানিয়েছে, আসন্ন মহিলা জুনিয়র বিশ্বকাপ হকিতেও অংশ নিতে দেওয়া হবে না রুশদের। এদিকে জার্মানির ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা রুশ ফুটবল সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করেছে। ম্যানচেস্টার ইউনাইটেড তাদের রাশিয়ান বিমান স্পনসর এরোফ্লটের সঙ্গে চুক্তি বাতিল করেছে।
এই যুদ্ধ থামানোর আহ্বান জানাচ্ছেন ক্রীড়াঙ্গনের তারকারাও। নারী টেনিস তারকা আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা লিখেছেন, ‘যা ঘটছে, তা দেখে আমি আতঙ্কিত। যুদ্ধ থামাতেই হবে।’ দানিল মেদভেদেভ, আইস হকির কিংবদন্তি আলেক্স ওভেচকিনসহ একাধিক রুশ খেলোয়াড় তাঁদের দেশকে যুদ্ধ থামানোর অনুরোধ করেছেন।

ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ব অ্যাথলেটিক সংস্থা। গতকাল এক বিবৃতিতে সব ধরনের প্রতিযোগিতায় রুশ ও বেলারুশের অ্যাথলেটদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে গত পরশু কাতার বিশ্বকাপ থেকে ভ্লাদিমির পুতিনের দেশকে বহিষ্কার করেছে ফিফা। ফুটবলের পর এবার অ্যাথলেটিকসেও এল নিষেধাজ্ঞা।
বিশ্ব অ্যাথলেটিক সংস্থার সভাপতি সেবাস্তিয়ান জানিয়েছেন, ‘এই পরিস্থিতিতে আমরা চুপ থাকতে পারি না।’ তিনি বলেছেন, ‘এই যুদ্ধ থামাতে আমাদেরও এগিয়ে আসতে হবে। আমরা চুপ করে বসে থাকতে পারি না এই পরিস্থিতিতে।’ আর বিবৃতিতে বলা হয়েছে, ‘রাশিয়া ও বেলারুশের সমস্ত অ্যাথলেট, সাপোর্ট স্টাফ ও কর্মকর্তাদের বিশ্ব অ্যাথলেটিক সিরিজের প্রতিযোগিতা থেকে নির্বাসিত করা হচ্ছে।’
শুধু অ্যাথলেটিকস নয়; আন্তর্জাতিক স্কেটিং সংস্থা ঘোষণা দিয়েছে, আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় রুশ ও বেলারুশের স্কেটারদের অংশ নিতে দেওয়া হবে না। আন্তর্জাতিক হকি সংস্থা জানিয়েছে, আসন্ন মহিলা জুনিয়র বিশ্বকাপ হকিতেও অংশ নিতে দেওয়া হবে না রুশদের। এদিকে জার্মানির ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা রুশ ফুটবল সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করেছে। ম্যানচেস্টার ইউনাইটেড তাদের রাশিয়ান বিমান স্পনসর এরোফ্লটের সঙ্গে চুক্তি বাতিল করেছে।
এই যুদ্ধ থামানোর আহ্বান জানাচ্ছেন ক্রীড়াঙ্গনের তারকারাও। নারী টেনিস তারকা আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা লিখেছেন, ‘যা ঘটছে, তা দেখে আমি আতঙ্কিত। যুদ্ধ থামাতেই হবে।’ দানিল মেদভেদেভ, আইস হকির কিংবদন্তি আলেক্স ওভেচকিনসহ একাধিক রুশ খেলোয়াড় তাঁদের দেশকে যুদ্ধ থামানোর অনুরোধ করেছেন।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৮ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৯ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৯ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১২ ঘণ্টা আগে