
ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ব অ্যাথলেটিক সংস্থা। গতকাল এক বিবৃতিতে সব ধরনের প্রতিযোগিতায় রুশ ও বেলারুশের অ্যাথলেটদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে গত পরশু কাতার বিশ্বকাপ থেকে ভ্লাদিমির পুতিনের দেশকে বহিষ্কার করেছে ফিফা। ফুটবলের পর এবার অ্যাথলেটিকসেও এল নিষেধাজ্ঞা।
বিশ্ব অ্যাথলেটিক সংস্থার সভাপতি সেবাস্তিয়ান জানিয়েছেন, ‘এই পরিস্থিতিতে আমরা চুপ থাকতে পারি না।’ তিনি বলেছেন, ‘এই যুদ্ধ থামাতে আমাদেরও এগিয়ে আসতে হবে। আমরা চুপ করে বসে থাকতে পারি না এই পরিস্থিতিতে।’ আর বিবৃতিতে বলা হয়েছে, ‘রাশিয়া ও বেলারুশের সমস্ত অ্যাথলেট, সাপোর্ট স্টাফ ও কর্মকর্তাদের বিশ্ব অ্যাথলেটিক সিরিজের প্রতিযোগিতা থেকে নির্বাসিত করা হচ্ছে।’
শুধু অ্যাথলেটিকস নয়; আন্তর্জাতিক স্কেটিং সংস্থা ঘোষণা দিয়েছে, আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় রুশ ও বেলারুশের স্কেটারদের অংশ নিতে দেওয়া হবে না। আন্তর্জাতিক হকি সংস্থা জানিয়েছে, আসন্ন মহিলা জুনিয়র বিশ্বকাপ হকিতেও অংশ নিতে দেওয়া হবে না রুশদের। এদিকে জার্মানির ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা রুশ ফুটবল সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করেছে। ম্যানচেস্টার ইউনাইটেড তাদের রাশিয়ান বিমান স্পনসর এরোফ্লটের সঙ্গে চুক্তি বাতিল করেছে।
এই যুদ্ধ থামানোর আহ্বান জানাচ্ছেন ক্রীড়াঙ্গনের তারকারাও। নারী টেনিস তারকা আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা লিখেছেন, ‘যা ঘটছে, তা দেখে আমি আতঙ্কিত। যুদ্ধ থামাতেই হবে।’ দানিল মেদভেদেভ, আইস হকির কিংবদন্তি আলেক্স ওভেচকিনসহ একাধিক রুশ খেলোয়াড় তাঁদের দেশকে যুদ্ধ থামানোর অনুরোধ করেছেন।

ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ব অ্যাথলেটিক সংস্থা। গতকাল এক বিবৃতিতে সব ধরনের প্রতিযোগিতায় রুশ ও বেলারুশের অ্যাথলেটদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আগে গত পরশু কাতার বিশ্বকাপ থেকে ভ্লাদিমির পুতিনের দেশকে বহিষ্কার করেছে ফিফা। ফুটবলের পর এবার অ্যাথলেটিকসেও এল নিষেধাজ্ঞা।
বিশ্ব অ্যাথলেটিক সংস্থার সভাপতি সেবাস্তিয়ান জানিয়েছেন, ‘এই পরিস্থিতিতে আমরা চুপ থাকতে পারি না।’ তিনি বলেছেন, ‘এই যুদ্ধ থামাতে আমাদেরও এগিয়ে আসতে হবে। আমরা চুপ করে বসে থাকতে পারি না এই পরিস্থিতিতে।’ আর বিবৃতিতে বলা হয়েছে, ‘রাশিয়া ও বেলারুশের সমস্ত অ্যাথলেট, সাপোর্ট স্টাফ ও কর্মকর্তাদের বিশ্ব অ্যাথলেটিক সিরিজের প্রতিযোগিতা থেকে নির্বাসিত করা হচ্ছে।’
শুধু অ্যাথলেটিকস নয়; আন্তর্জাতিক স্কেটিং সংস্থা ঘোষণা দিয়েছে, আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় রুশ ও বেলারুশের স্কেটারদের অংশ নিতে দেওয়া হবে না। আন্তর্জাতিক হকি সংস্থা জানিয়েছে, আসন্ন মহিলা জুনিয়র বিশ্বকাপ হকিতেও অংশ নিতে দেওয়া হবে না রুশদের। এদিকে জার্মানির ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা রুশ ফুটবল সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করেছে। ম্যানচেস্টার ইউনাইটেড তাদের রাশিয়ান বিমান স্পনসর এরোফ্লটের সঙ্গে চুক্তি বাতিল করেছে।
এই যুদ্ধ থামানোর আহ্বান জানাচ্ছেন ক্রীড়াঙ্গনের তারকারাও। নারী টেনিস তারকা আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা লিখেছেন, ‘যা ঘটছে, তা দেখে আমি আতঙ্কিত। যুদ্ধ থামাতেই হবে।’ দানিল মেদভেদেভ, আইস হকির কিংবদন্তি আলেক্স ওভেচকিনসহ একাধিক রুশ খেলোয়াড় তাঁদের দেশকে যুদ্ধ থামানোর অনুরোধ করেছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
৩ মিনিট আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
৩৭ মিনিট আগে
ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
১ ঘণ্টা আগে
ক্রিকেটের হালহকিকত যাঁরা জানেন, তাঁদের কাছে বৈভব সূর্যবংশী নামটাও অজানা নয়। তাঁর বয়স সবে ১৪; মুখাবয়বে এখনো শৈশবের ছোঁয়া। কিন্তু এই বয়সেই ক্রিকেটের এই বিস্ময় বালক ব্যাট হাতে আগুনের হলকা তুলছেন। যুব ক্রিকেট তো বটেই, তাঁর ব্যাটিং দক্ষতা আইপিএলের কল্যাণেও ক্রিকেটপ্রেমীদের জানা। সেই সূর্যবংশীদের বিপক্ষে
২ ঘণ্টা আগে