
টোকিও অলিম্পিককে ঘিরে শঙ্কা বাড়ছে প্রতিদিন। অলিম্পিকের ভিলেজে আগের দিন একজন করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল। যদিও তিনি অ্যাথলেট ছিলেন না। পরে অলিম্পিক কমিটি বিষয়টি নিশ্চিত করে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে। এবার জানা গেছে, ভিলেজে দুই অ্যাথলেটের করোনা আক্রান্তের খবর।
অলিম্পিক শুরু হচ্ছে আগামী শুক্রবার। হাতে আছে আর পাঁচ দিন। দুই অ্যাথলেটসহ এ নিয়ে অলিম্পিকের ভিলেজে করোনা আক্রান্ত হলেন মোট তিনজন। অলিম্পিক কমিটি জানিয়েছে, তিনজনই একই দেশের। তবে তাঁদের ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে পরিচয় গোপন রাখা হয়েছে। তিনজনই এর মধ্যে আলাদা আলাদা রুমে কোয়ারেন্টিনে ঢুকে পড়েছেন। তাঁদের সঙ্গে আরও যাঁরা আছেন সবাইকে কোয়ারেন্টিনে থাকার কথা জানিয়েছে অলিম্পিক কমিটি।
এ মাসের শুরু থেকে এ পর্যন্ত অলিম্পিক সংশ্লিষ্ট মোট ৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কাল নিজেদের দুশ্চিন্তার কথাও জানিয়েছিলেন টোকিও ২০২০ অলিম্পিকের প্রধান নির্বাহী তোশিরো মুতো। অ্যাথলেটদের নিয়ে মুতো বলেছেন, ‘যে অ্যাথলেটরা জাপানে আসছেন, তারা সম্ভবত চিন্তায় পড়ে গেছেন। আমি সেটা বুঝতে পারছি।’
ঝুঁকি যতটা সম্ভব কমানোর চেষ্টা করা হচ্ছে বলে আজও জানিয়েছে অলিম্পিক কমিটি। যাঁরা করোনা আক্রান্ত হচ্ছেন, একই সঙ্গে আক্রান্তের আগে যাঁরা তাঁদের সংস্পর্শে আসছেন সবাইকে দ্রুততম সময়ে আলাদা করে ঝুঁকি কমানোর কথা বলছেন কর্মকর্তারা। আক্রান্তের হার একবারে শূন্যের কোটায় নিয়ে আসা সম্ভব নয় বলছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নির্বাহী পরিচালক ক্রিস্টোফি দুবি। দুবি বলেছেন, ‘আমি মনে করি, আমরা একদম করোনামুক্ত—এ কথা বলতে পারব না। এটা থেকে নিরাপদ থাকা, সেটা ভিন্ন ব্যাপার। এখন সচেতন থাকাই একমাত্র উপায়।’

টোকিও অলিম্পিককে ঘিরে শঙ্কা বাড়ছে প্রতিদিন। অলিম্পিকের ভিলেজে আগের দিন একজন করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল। যদিও তিনি অ্যাথলেট ছিলেন না। পরে অলিম্পিক কমিটি বিষয়টি নিশ্চিত করে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে। এবার জানা গেছে, ভিলেজে দুই অ্যাথলেটের করোনা আক্রান্তের খবর।
অলিম্পিক শুরু হচ্ছে আগামী শুক্রবার। হাতে আছে আর পাঁচ দিন। দুই অ্যাথলেটসহ এ নিয়ে অলিম্পিকের ভিলেজে করোনা আক্রান্ত হলেন মোট তিনজন। অলিম্পিক কমিটি জানিয়েছে, তিনজনই একই দেশের। তবে তাঁদের ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে পরিচয় গোপন রাখা হয়েছে। তিনজনই এর মধ্যে আলাদা আলাদা রুমে কোয়ারেন্টিনে ঢুকে পড়েছেন। তাঁদের সঙ্গে আরও যাঁরা আছেন সবাইকে কোয়ারেন্টিনে থাকার কথা জানিয়েছে অলিম্পিক কমিটি।
এ মাসের শুরু থেকে এ পর্যন্ত অলিম্পিক সংশ্লিষ্ট মোট ৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কাল নিজেদের দুশ্চিন্তার কথাও জানিয়েছিলেন টোকিও ২০২০ অলিম্পিকের প্রধান নির্বাহী তোশিরো মুতো। অ্যাথলেটদের নিয়ে মুতো বলেছেন, ‘যে অ্যাথলেটরা জাপানে আসছেন, তারা সম্ভবত চিন্তায় পড়ে গেছেন। আমি সেটা বুঝতে পারছি।’
ঝুঁকি যতটা সম্ভব কমানোর চেষ্টা করা হচ্ছে বলে আজও জানিয়েছে অলিম্পিক কমিটি। যাঁরা করোনা আক্রান্ত হচ্ছেন, একই সঙ্গে আক্রান্তের আগে যাঁরা তাঁদের সংস্পর্শে আসছেন সবাইকে দ্রুততম সময়ে আলাদা করে ঝুঁকি কমানোর কথা বলছেন কর্মকর্তারা। আক্রান্তের হার একবারে শূন্যের কোটায় নিয়ে আসা সম্ভব নয় বলছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নির্বাহী পরিচালক ক্রিস্টোফি দুবি। দুবি বলেছেন, ‘আমি মনে করি, আমরা একদম করোনামুক্ত—এ কথা বলতে পারব না। এটা থেকে নিরাপদ থাকা, সেটা ভিন্ন ব্যাপার। এখন সচেতন থাকাই একমাত্র উপায়।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১৩ মিনিট আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১৬ মিনিট আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
৪৪ মিনিট আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
১ ঘণ্টা আগে