
পয়মন্ত রোলাঁ গারোয় কদিন আগেই নিজের ১৪ তম ফ্রেঞ্চ ওপেন ও ২২ তম গ্র্যান্ড স্লাম জিতেছেন রাফায়েল নাদাল। প্যারিসের প্রতীক আইফেল টাওয়ারে স্ত্রী জিসকা পেরেল্লোর হাতে শিরোপা তুলে দিয়ে ফ্রেমবন্দীও হয়েছেন।
এবার নাদালকে জীবনের সবচেয়ে বড় উপহার দিতে যাচ্ছেন জিসকা। প্রথমবার বাবা হতে যাচ্ছেন ৩৬ বছর বয়সী টেনিস নক্ষত্র। স্পেনের ম্যাগাজিন হোলা তেমনি বার্তা দিয়েছে।
স্ত্রী জিসকা ও বন্ধুদের নিয়ে এখন মায়োর্কায় ছুটি কাটাচ্ছেন নাদাল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে জিসকাকে ঢিলেঢালা পোশাকে দেখতে পাওয়ায় গুঞ্জন উঠেছে তিনি মা হতে চলেছেন।
হোলা তাদের প্রতিবেদনে লিখেছে, ‘প্যারিসের ফাইনালে (চ্যাম্পিয়নস লিগে রিয়াল-লিভারপুল মহারণ) জিসকা আরামদায়ক পোশাক পরেছিলেন। এবার তিনি ঢিলেঢালা পোশাকে মাতৃত্বের ইঙ্গিত দিয়েছেন।’
নাদাল ও জিসকা ১৪ বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৯ সালের অক্টোবরে বিয়ে করেন। ২০১৭ সালে নাদাল বলেছিলেন, ‘আমার পরিবার গঠনের ইচ্ছে আছে। শিশুদের আমি ভালোবাসি। আমার সন্তানেরা তাই করবে, যা তারা করতে চাইবে।’
তবে নাদাল বাবা হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন খেলোয়াড়ি জীবনকে বিদায় বলার পর। এর আগেই অবশ্য ঘর আলোকিত করতে আসছে নতুন সদস্য।
লাল দুর্গের রাজা নাদাল কদিন পরেই উইম্বলডনের প্রস্তুতি শুরু করবেন। তবে লন্ডনের সবুজ গালিচায় তাঁর খেলা নিয়ে সন্দেহ আছে। পায়ের চোটকে সঙ্গী করে ফ্রেঞ্চ ওপেন জেতা নাদাল পুরোপুরি সেরে উঠতে চাইলে নিতে হবে ইনজেকশন। সেটি করলে তাঁর পা অবশ হয়ে থাকতে পারে। সে কারণেই নাদাল বলেছিলেন, ‘শরীর ভালো থাকলে উইম্বলডনে খেলব।’

পয়মন্ত রোলাঁ গারোয় কদিন আগেই নিজের ১৪ তম ফ্রেঞ্চ ওপেন ও ২২ তম গ্র্যান্ড স্লাম জিতেছেন রাফায়েল নাদাল। প্যারিসের প্রতীক আইফেল টাওয়ারে স্ত্রী জিসকা পেরেল্লোর হাতে শিরোপা তুলে দিয়ে ফ্রেমবন্দীও হয়েছেন।
এবার নাদালকে জীবনের সবচেয়ে বড় উপহার দিতে যাচ্ছেন জিসকা। প্রথমবার বাবা হতে যাচ্ছেন ৩৬ বছর বয়সী টেনিস নক্ষত্র। স্পেনের ম্যাগাজিন হোলা তেমনি বার্তা দিয়েছে।
স্ত্রী জিসকা ও বন্ধুদের নিয়ে এখন মায়োর্কায় ছুটি কাটাচ্ছেন নাদাল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে জিসকাকে ঢিলেঢালা পোশাকে দেখতে পাওয়ায় গুঞ্জন উঠেছে তিনি মা হতে চলেছেন।
হোলা তাদের প্রতিবেদনে লিখেছে, ‘প্যারিসের ফাইনালে (চ্যাম্পিয়নস লিগে রিয়াল-লিভারপুল মহারণ) জিসকা আরামদায়ক পোশাক পরেছিলেন। এবার তিনি ঢিলেঢালা পোশাকে মাতৃত্বের ইঙ্গিত দিয়েছেন।’
নাদাল ও জিসকা ১৪ বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৯ সালের অক্টোবরে বিয়ে করেন। ২০১৭ সালে নাদাল বলেছিলেন, ‘আমার পরিবার গঠনের ইচ্ছে আছে। শিশুদের আমি ভালোবাসি। আমার সন্তানেরা তাই করবে, যা তারা করতে চাইবে।’
তবে নাদাল বাবা হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন খেলোয়াড়ি জীবনকে বিদায় বলার পর। এর আগেই অবশ্য ঘর আলোকিত করতে আসছে নতুন সদস্য।
লাল দুর্গের রাজা নাদাল কদিন পরেই উইম্বলডনের প্রস্তুতি শুরু করবেন। তবে লন্ডনের সবুজ গালিচায় তাঁর খেলা নিয়ে সন্দেহ আছে। পায়ের চোটকে সঙ্গী করে ফ্রেঞ্চ ওপেন জেতা নাদাল পুরোপুরি সেরে উঠতে চাইলে নিতে হবে ইনজেকশন। সেটি করলে তাঁর পা অবশ হয়ে থাকতে পারে। সে কারণেই নাদাল বলেছিলেন, ‘শরীর ভালো থাকলে উইম্বলডনে খেলব।’

ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এই সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা ও আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
৯ ঘণ্টা আগে
প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে এসে খুবই বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিল নোয়াখালী এক্সপ্রেস। টানা ৬ হারে খাদের কিনারার পৌঁছে যায় তারা। অবশেষে বিপিএলে প্রথম জয়ের দেখা পেল নোয়াখালী। আজ দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে হায়দার আলীর দল।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয় ঠিক কোথা থেকে আসে এনিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। গতকাল এক সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা বলার সময় বলেন, ‘আমাদের ৯০-৯৫ শতাংশ রাজস্ব কিন্তু আইসিসি থেকে আসে, তাই সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ সফরে গত নভেম্বর-ডিসেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আয়ারল্যান্ড। সে সিরিজের দল নিয়েই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে আইরিশরা। আজ ছোট সংস্করণের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
৯ ঘণ্টা আগে