আজকের পত্রিকা ডেস্ক

রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্রীড়াঙ্গনে চলছে সংস্কার। যার মধ্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচনও আসন্ন। তবে এই নির্বাচনী প্রক্রিয়ায় আলোচনার জন্ম দিল খসড়া ভোটার তালিকা। যেটা বিওএ তৈরি করেছিল। যেখানে ফেডারেশনগুলো থেকে অপসারিত নয়জন সভাপতির নামও ছিল।
৯ জনের তালিকা পরবর্তীতে কাটছাঁট করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আর সেই কাটছাঁটে ভোটার তালিকা থেকে বাদ পড়েন বর্তমান মহাসচিব সৈয়দ শাহেদ রেজাও। এ দিকে পাল্টা চিঠিতে এনএসসিকে বিষয়টি বিবেচনার কথা জানায় বিওএ। সেই চিঠির সূত্র ধরে জাতীয় ক্রীড়া পরিষদ সাফ জানিয়ে দেয়, ২০২১ সালে শাহেদ রেজার কাউন্সিলর হওয়ার প্রক্রিয়াটি খতিয়ে দেখা প্রয়োজন। আর খতিয়ে দেখার জন্য গত ২১ অক্টোবর জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে বিওএ এর কাছে এই সংশ্লিষ্ট প্রমাণক প্রেরণের অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাদের কোনো সাড়া না পাওয়ায় ২৩ অক্টোবর পুনরায় আরেক চিঠিতে প্রমাণক পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করে এনএসসি।
এর আগে বিওএ ৭১ জনের খসড়া তালিকা করেছিল। কিন্তু নানা অভিযোগ ও আপত্তি থাকায় এনএসসি সেটি কমিয়ে ৫২ জন করে। খসড়া তালিকা বিতর্কিত হওয়ায় মহাসচিব শাহেদ রেজা এবং সহসভাপতি শেখ বশির আহমেদকে আলাদা চিঠি দিয়ে ক্রীড়াঙ্গনে সুশাসনের বিষয়টিও মনে করিয়ে দেন ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম।
বিওএ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকছেন জাতীয় ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম। ‘সর্বশেষ মহাসচিব’ ক্যাটাগরিতে শাহেদ রেজা ভোটার হতে পারেন না বলে অভিমত তাঁর।
যত দূর জানা গেল, বিওএর সভাপতির চেয়ারে বসবেন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। নির্বাচনী প্রক্রিয়ায় এই পদে তিনি একাই মনোনয়নপত্র কিনেছেন এবং জমা দিয়েছেন। আনুষ্ঠানিক কিছু প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার দিনই তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে।

রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্রীড়াঙ্গনে চলছে সংস্কার। যার মধ্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচনও আসন্ন। তবে এই নির্বাচনী প্রক্রিয়ায় আলোচনার জন্ম দিল খসড়া ভোটার তালিকা। যেটা বিওএ তৈরি করেছিল। যেখানে ফেডারেশনগুলো থেকে অপসারিত নয়জন সভাপতির নামও ছিল।
৯ জনের তালিকা পরবর্তীতে কাটছাঁট করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আর সেই কাটছাঁটে ভোটার তালিকা থেকে বাদ পড়েন বর্তমান মহাসচিব সৈয়দ শাহেদ রেজাও। এ দিকে পাল্টা চিঠিতে এনএসসিকে বিষয়টি বিবেচনার কথা জানায় বিওএ। সেই চিঠির সূত্র ধরে জাতীয় ক্রীড়া পরিষদ সাফ জানিয়ে দেয়, ২০২১ সালে শাহেদ রেজার কাউন্সিলর হওয়ার প্রক্রিয়াটি খতিয়ে দেখা প্রয়োজন। আর খতিয়ে দেখার জন্য গত ২১ অক্টোবর জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে বিওএ এর কাছে এই সংশ্লিষ্ট প্রমাণক প্রেরণের অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাদের কোনো সাড়া না পাওয়ায় ২৩ অক্টোবর পুনরায় আরেক চিঠিতে প্রমাণক পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করে এনএসসি।
এর আগে বিওএ ৭১ জনের খসড়া তালিকা করেছিল। কিন্তু নানা অভিযোগ ও আপত্তি থাকায় এনএসসি সেটি কমিয়ে ৫২ জন করে। খসড়া তালিকা বিতর্কিত হওয়ায় মহাসচিব শাহেদ রেজা এবং সহসভাপতি শেখ বশির আহমেদকে আলাদা চিঠি দিয়ে ক্রীড়াঙ্গনে সুশাসনের বিষয়টিও মনে করিয়ে দেন ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম।
বিওএ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকছেন জাতীয় ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম। ‘সর্বশেষ মহাসচিব’ ক্যাটাগরিতে শাহেদ রেজা ভোটার হতে পারেন না বলে অভিমত তাঁর।
যত দূর জানা গেল, বিওএর সভাপতির চেয়ারে বসবেন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। নির্বাচনী প্রক্রিয়ায় এই পদে তিনি একাই মনোনয়নপত্র কিনেছেন এবং জমা দিয়েছেন। আনুষ্ঠানিক কিছু প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার দিনই তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৪ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৯ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৯ ঘণ্টা আগে