নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চীনে গত মাসে আর্চারি বিশ্বকাপের দ্বিতীয় পর্বে ভরাডুবি হয়েছে বাংলাদেশের তিরন্দাজদের। র্যাঙ্কিং বাড়ানোর লক্ষ্য নিয়ে গেলেও কেউই উঠতে পারেননি কোয়ার্টার ফাইনালে। সেই হতাশা ভুলে এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় পর্বে বাংলাদেশের তিরন্দাজদের পদকের মঞ্চে দেখতে চান কোচ মার্টিন ফ্রেডরিখ।
এশিয়া কাপ খেলতে আজ সকালে সিঙ্গাপুরের উদ্দেশে উড়াল দেবেন বাংলাদেশের ১৪ আর্চার। রিকার্ভ পুরুষে খেলবেন আব্দুর রহমান আলিফ, রামকৃষ্ণ সাহা, রাকিব মিয়া ও সাগর ইসলাম। রিকার্ভ নারী ইভেন্টে প্রতিনিধিত্ব করবেন শুধু মনিরা আক্তার। কম্পাউন্ড পুরুষ ও নারী বিভাগে রয়েছেন হিমু বাছাড়, নেওয়াজ আহমেদ রাকিব, সোহেল রানা, বন্যা আক্তার, পুষ্পিতা জামান ও কুলসুম আক্তার মনি।
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ সর্বশেষ পদক জিতেছিল গত বছর বাগদাদে। দুটি রুপা ও দুটি ব্রোঞ্জ—সবগুলো এসেছে দলগত ইভেন্টে। এরপর এশিয়া কাপের চারটি পর্ব গেলেও পদকের দেখা পায়নি বাংলাদেশ। সিঙ্গাপুরে প্রত্যাশা নিয়ে ফ্রেডরিখ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সব ক্যাটাগরিতে পদক জেতার সম্ভাবনা রয়েছে। দুটি পদকও যদি জিততে পারি, তাহলে খুশি থাকব। আমাদের লক্ষ্য তাই পদকের মঞ্চে থাকার।’
এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টে বাংলাদেশ সর্বশেষ সোনা জিতেছে দুই বছর আগে চায়নিজ তাইপেতে। কোচের কাছে সেই আক্ষেপ ঘোচানোর পথটা বেশ কঠিন মনে হচ্ছে। তিনি বলেন, ‘কোনো কিছুই অসম্ভব নয়। তবে বিশ্বাস রাখতে পারেন, আমরা আমাদের সেরাটা দেব।’
দলীয় ইভেন্টের পাশাপাশি ব্যক্তিগত ইভেন্টেও পদক জয়ের সম্ভাবনা দেখছেন ফ্রেডরিখ, ‘আমাদের রিকার্ভ পুরুষ দল ও কম্পাউন্ড মিশ্র দলের এবার ভালো সম্ভাবনা রয়েছে পদক জেতার। একই সঙ্গে ব্যক্তিগত ইভেন্টেও কয়েকজন খেলোয়াড়ের সুযোগ আছে।’
পুরুষ রিকার্ভে চার তিরন্দাজ থাকলেও নারীতে শুধু একজন। এর আগে দিয়া সিদ্দিকী ও নাসরিন আক্তাররা ছিলেন পরিচিত মুখ। কিন্তু এখন নারী রিকার্ভ ইভেন্টে ভালো মানের আর্চার খুঁজে পাচ্ছেন না ফ্রেডরিখ। উন্নত জীবনের আশায় স্বামী রোমান সানাকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন দিয়া। নাসরিন আক্তার, বিউটি রায়ও আর্চারিতে ধারাবাহিক নন। তাই কোচের কণ্ঠে হতাশা ঝরল। তিনি বলেন, ‘বর্তমানে অন্যদের সার্বিক পারফরম্যান্স যথেষ্ট উচ্চমানের নয়, যাতে রিকার্ভে পূর্ণাঙ্গ নারী দল পাঠানো যায়। তবে মনিরা আন্তর্জাতিক মানের আর্চার এবং তাঁর সামর্থ্য রয়েছে রিকার্ভ মিশ্র দলের হয়ে খেলার।’
মার্টিন ফ্রেডরিখের সহকারী হিসেবে যাচ্ছেন হাসান ও রিনা চাকমা। এবারই প্রথম আন্তর্জাতিক ইভেন্টে নারী কোচ পাচ্ছে আর্চারি দল। ১৫ জুন থেকে সিঙ্গাপুরের বুকিত গোম্বাকে শুরু হবে এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় পর্ব। যদিও প্রথম দিন তদারকিতেই কেটে যাবে। পরের দিন থেকে শুরু হবে বাছাইপর্ব। টুর্নামেন্টের পর্দা নামবে ২০ জুন।

চীনে গত মাসে আর্চারি বিশ্বকাপের দ্বিতীয় পর্বে ভরাডুবি হয়েছে বাংলাদেশের তিরন্দাজদের। র্যাঙ্কিং বাড়ানোর লক্ষ্য নিয়ে গেলেও কেউই উঠতে পারেননি কোয়ার্টার ফাইনালে। সেই হতাশা ভুলে এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় পর্বে বাংলাদেশের তিরন্দাজদের পদকের মঞ্চে দেখতে চান কোচ মার্টিন ফ্রেডরিখ।
এশিয়া কাপ খেলতে আজ সকালে সিঙ্গাপুরের উদ্দেশে উড়াল দেবেন বাংলাদেশের ১৪ আর্চার। রিকার্ভ পুরুষে খেলবেন আব্দুর রহমান আলিফ, রামকৃষ্ণ সাহা, রাকিব মিয়া ও সাগর ইসলাম। রিকার্ভ নারী ইভেন্টে প্রতিনিধিত্ব করবেন শুধু মনিরা আক্তার। কম্পাউন্ড পুরুষ ও নারী বিভাগে রয়েছেন হিমু বাছাড়, নেওয়াজ আহমেদ রাকিব, সোহেল রানা, বন্যা আক্তার, পুষ্পিতা জামান ও কুলসুম আক্তার মনি।
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ সর্বশেষ পদক জিতেছিল গত বছর বাগদাদে। দুটি রুপা ও দুটি ব্রোঞ্জ—সবগুলো এসেছে দলগত ইভেন্টে। এরপর এশিয়া কাপের চারটি পর্ব গেলেও পদকের দেখা পায়নি বাংলাদেশ। সিঙ্গাপুরে প্রত্যাশা নিয়ে ফ্রেডরিখ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সব ক্যাটাগরিতে পদক জেতার সম্ভাবনা রয়েছে। দুটি পদকও যদি জিততে পারি, তাহলে খুশি থাকব। আমাদের লক্ষ্য তাই পদকের মঞ্চে থাকার।’
এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টে বাংলাদেশ সর্বশেষ সোনা জিতেছে দুই বছর আগে চায়নিজ তাইপেতে। কোচের কাছে সেই আক্ষেপ ঘোচানোর পথটা বেশ কঠিন মনে হচ্ছে। তিনি বলেন, ‘কোনো কিছুই অসম্ভব নয়। তবে বিশ্বাস রাখতে পারেন, আমরা আমাদের সেরাটা দেব।’
দলীয় ইভেন্টের পাশাপাশি ব্যক্তিগত ইভেন্টেও পদক জয়ের সম্ভাবনা দেখছেন ফ্রেডরিখ, ‘আমাদের রিকার্ভ পুরুষ দল ও কম্পাউন্ড মিশ্র দলের এবার ভালো সম্ভাবনা রয়েছে পদক জেতার। একই সঙ্গে ব্যক্তিগত ইভেন্টেও কয়েকজন খেলোয়াড়ের সুযোগ আছে।’
পুরুষ রিকার্ভে চার তিরন্দাজ থাকলেও নারীতে শুধু একজন। এর আগে দিয়া সিদ্দিকী ও নাসরিন আক্তাররা ছিলেন পরিচিত মুখ। কিন্তু এখন নারী রিকার্ভ ইভেন্টে ভালো মানের আর্চার খুঁজে পাচ্ছেন না ফ্রেডরিখ। উন্নত জীবনের আশায় স্বামী রোমান সানাকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন দিয়া। নাসরিন আক্তার, বিউটি রায়ও আর্চারিতে ধারাবাহিক নন। তাই কোচের কণ্ঠে হতাশা ঝরল। তিনি বলেন, ‘বর্তমানে অন্যদের সার্বিক পারফরম্যান্স যথেষ্ট উচ্চমানের নয়, যাতে রিকার্ভে পূর্ণাঙ্গ নারী দল পাঠানো যায়। তবে মনিরা আন্তর্জাতিক মানের আর্চার এবং তাঁর সামর্থ্য রয়েছে রিকার্ভ মিশ্র দলের হয়ে খেলার।’
মার্টিন ফ্রেডরিখের সহকারী হিসেবে যাচ্ছেন হাসান ও রিনা চাকমা। এবারই প্রথম আন্তর্জাতিক ইভেন্টে নারী কোচ পাচ্ছে আর্চারি দল। ১৫ জুন থেকে সিঙ্গাপুরের বুকিত গোম্বাকে শুরু হবে এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় পর্ব। যদিও প্রথম দিন তদারকিতেই কেটে যাবে। পরের দিন থেকে শুরু হবে বাছাইপর্ব। টুর্নামেন্টের পর্দা নামবে ২০ জুন।

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
৭ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
১০ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
১১ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১২ ঘণ্টা আগে