
আন্দ্রেয়া জাগের টেনিসের ক্যারিয়ার খুব একটা বড় নয়। ছোট এই ক্যারিয়ারে আমেরিকান সাবেক এই টেনিস খেলোয়াড় যৌন হেনস্তার শিকার হয়েছিলেন অন্তত ৩০ বার! সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিযোগ তুলেছেন আশির দশকের অন্যতম সেরা এই খেলোয়াড়।
যাঁর দ্বারা এতবার যৌন নিপীড়নের শিকার হয়েছেন, তিনি আবার পুরুষ নন, একজন নারী। সেই নারী ছিলেন ডব্লিউটিএর একজন কর্মকর্তা। জাগের ছাড়তে বাধ্য হয়েছিলেন টেনিস।
ক্যারিয়ারে কখনো গ্র্যান্ড স্লামের শিরোপা জেতা হয়নি জাগেরের। গ্র্যান্ড স্লামের বাইরে শিরোপা জিতেছেন ১০টি। মার্কিন সাবেক টেনিস তারকা সাক্ষাৎকারে বলেছেন, ‘৩০ বার যৌন নিপীড়ন করা সেই নারী বেশির ভাগ সময়ই আমার সঙ্গে লকার রুমে এ কাজ করত। ক্যারিয়ারের শুরুর দিকে এসব ঘটনা ঘটেছিল। একপ্রকার বাধ্য হয়ে শৌচালয়ে জামা-কাপড় বদলাতাম। নইলে সুযোগ পেলেই সেই নারী আমার শরীরের বিভিন্ন জায়গায় হাত দিত।’
জাগের আরও বলেছেন, ‘ওই নারীর নির্দেশেই সংস্থার কর্মীরা আমাকে মাদক খাইয়ে তাঁর বাড়িতে পৌঁছে দিতেন। এরপর তিনি নানা রকম আপত্তিকর আচরণ করতেন। জোর করে আমাকে চুমু দিতেন। নিজেকে রক্ষা করতে তাই টেনিসের কোনো পার্টিতেই যেতাম না।’
সাক্ষাৎকারে জাগের একজন ফিজিওথেরাপিস্টের নামেও অভিযোগ তুলেছেন। নারী টেনিসের সাবেক ২ নম্বর তারকা বলেছেন, ‘ফিজিওর সঙ্গে একজন খেলোয়াড়ের সম্পর্ক ছিল। কুঁচকির ব্যথা নিয়ে তার কাছে গিয়েছিলাম। সে চিকিৎসার নামে আমার গোপনাঙ্গে হাত দিত। এমনটা কয়েকবার হওয়ার পর তার কাছেও যাওয়া বন্ধ করি। টেনিস জগতে আমার একটা বাজে অবস্থা তৈরি হয়েছিল।’
মাত্র ১৪ বছর বয়সে ১৯৮০ সালে পেশাদার টেনিসে পা পড়েছিল জাগেরের। পেশাদার টেনিস খেলেছেন মাত্র পাঁচ বছর। ১৯৮২ সালের ফ্রেঞ্চ ওপেন ও ১৯৮৩ সালের উইম্বলডনে রানার্সআপ হয়েছিলেন। ১৯৮৫ সালে অবসর নেন কাঁধের চোটের কাছে হার মেনে। মাত্র ১৯ বছরে জাগেরের অবসর নিয়ে সে সময় অনেকে অবাকও হয়েছিলেন। তবে আসল সত্যটা জানা গেল এত দিন পর!

আন্দ্রেয়া জাগের টেনিসের ক্যারিয়ার খুব একটা বড় নয়। ছোট এই ক্যারিয়ারে আমেরিকান সাবেক এই টেনিস খেলোয়াড় যৌন হেনস্তার শিকার হয়েছিলেন অন্তত ৩০ বার! সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিযোগ তুলেছেন আশির দশকের অন্যতম সেরা এই খেলোয়াড়।
যাঁর দ্বারা এতবার যৌন নিপীড়নের শিকার হয়েছেন, তিনি আবার পুরুষ নন, একজন নারী। সেই নারী ছিলেন ডব্লিউটিএর একজন কর্মকর্তা। জাগের ছাড়তে বাধ্য হয়েছিলেন টেনিস।
ক্যারিয়ারে কখনো গ্র্যান্ড স্লামের শিরোপা জেতা হয়নি জাগেরের। গ্র্যান্ড স্লামের বাইরে শিরোপা জিতেছেন ১০টি। মার্কিন সাবেক টেনিস তারকা সাক্ষাৎকারে বলেছেন, ‘৩০ বার যৌন নিপীড়ন করা সেই নারী বেশির ভাগ সময়ই আমার সঙ্গে লকার রুমে এ কাজ করত। ক্যারিয়ারের শুরুর দিকে এসব ঘটনা ঘটেছিল। একপ্রকার বাধ্য হয়ে শৌচালয়ে জামা-কাপড় বদলাতাম। নইলে সুযোগ পেলেই সেই নারী আমার শরীরের বিভিন্ন জায়গায় হাত দিত।’
জাগের আরও বলেছেন, ‘ওই নারীর নির্দেশেই সংস্থার কর্মীরা আমাকে মাদক খাইয়ে তাঁর বাড়িতে পৌঁছে দিতেন। এরপর তিনি নানা রকম আপত্তিকর আচরণ করতেন। জোর করে আমাকে চুমু দিতেন। নিজেকে রক্ষা করতে তাই টেনিসের কোনো পার্টিতেই যেতাম না।’
সাক্ষাৎকারে জাগের একজন ফিজিওথেরাপিস্টের নামেও অভিযোগ তুলেছেন। নারী টেনিসের সাবেক ২ নম্বর তারকা বলেছেন, ‘ফিজিওর সঙ্গে একজন খেলোয়াড়ের সম্পর্ক ছিল। কুঁচকির ব্যথা নিয়ে তার কাছে গিয়েছিলাম। সে চিকিৎসার নামে আমার গোপনাঙ্গে হাত দিত। এমনটা কয়েকবার হওয়ার পর তার কাছেও যাওয়া বন্ধ করি। টেনিস জগতে আমার একটা বাজে অবস্থা তৈরি হয়েছিল।’
মাত্র ১৪ বছর বয়সে ১৯৮০ সালে পেশাদার টেনিসে পা পড়েছিল জাগেরের। পেশাদার টেনিস খেলেছেন মাত্র পাঁচ বছর। ১৯৮২ সালের ফ্রেঞ্চ ওপেন ও ১৯৮৩ সালের উইম্বলডনে রানার্সআপ হয়েছিলেন। ১৯৮৫ সালে অবসর নেন কাঁধের চোটের কাছে হার মেনে। মাত্র ১৯ বছরে জাগেরের অবসর নিয়ে সে সময় অনেকে অবাকও হয়েছিলেন। তবে আসল সত্যটা জানা গেল এত দিন পর!

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৪ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৯ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৯ ঘণ্টা আগে