
চ্যাম্পিয়নস লিগ এলেই রিয়াল মাদ্রিদকে দেখা যায় ভিন্ন রূপে। ১০ জনের চেলসির বিপক্ষে গতকাল কোয়ার্টার ফাইনালে সহজ জয়ই পেয়েছে রিয়াল। তবে এই ম্যাচে রিয়ালের গোল কম হয়েছে বলে মনে করছেন কার্লো আনচেলত্তি।
সান্টিয়াগো বার্নাব্যুতে গতকাল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ-চেলসি। দ্বিতীয়ার্ধে হঠাৎ করে খেলোয়াড়ের সংখ্যা কমে যায় চেলসির। ৫৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বেন চিলওয়েল। রিয়াল স্ট্রাইকার রদ্রিগোর জার্সি ধরে সজোরে টান দিয়েছেন চিলওয়েল। ১০ জনের এই চেলসির বিপক্ষে ২-০ গোলের জয় পায় রিয়াল। যেখানে ২১ মিনিটে গোল করেন করিম বেনজেমা এবং ৭৪ মিনিটে গোল করেন মার্কো আসেনসিও। এই ম্যাচে আরও গোলের আশা করেছেন আনচেলত্তি। রিয়াল কোচ বলেন, ‘আমরা লিড নিতে চেয়েছিলাম এবং লিড পেয়েছি। তাদের ১০ জনের বিপক্ষে আমাদের আরও ভালো করা উচিত ছিল। কিন্ত শেষের দিকে আমাদের শক্তি কিছুটা ফুরিয়ে এসেছিল। তবে আমাদের সন্তুষ্ট থাকতে হবে।
গতকাল চেলসির বিপক্ষে বেশ দাপটের সঙ্গে খেলেছে রিয়াল। বল দখলে রেখেছিল ৫৭ শতাংশ এবং প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ১০টি শট করেছিল। কিন্তু কাজে লাগাতে পেরেছে দুটি। আনচেলত্তির মতে, দ্বিতীয় লেগে লড়াই বেশ কঠিন হবে। যেখানে ফিরতি লেগ হবে স্টামফোর্ড ফ্রিজে। রিয়াল কোচের ভাষ্য, ‘আমাদের আবারও ভুগতে হবে কারণ চেলসি বেশ দারুণ দল। আমাদের আরও ৯০ মিনিট লড়তে হবে। স্ট্যামফোর্ড ব্রিজে আমাদের এই পারফরম্যান্সের পুনরাবৃত্তি ঘটাতে হবে।’

চ্যাম্পিয়নস লিগ এলেই রিয়াল মাদ্রিদকে দেখা যায় ভিন্ন রূপে। ১০ জনের চেলসির বিপক্ষে গতকাল কোয়ার্টার ফাইনালে সহজ জয়ই পেয়েছে রিয়াল। তবে এই ম্যাচে রিয়ালের গোল কম হয়েছে বলে মনে করছেন কার্লো আনচেলত্তি।
সান্টিয়াগো বার্নাব্যুতে গতকাল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ-চেলসি। দ্বিতীয়ার্ধে হঠাৎ করে খেলোয়াড়ের সংখ্যা কমে যায় চেলসির। ৫৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বেন চিলওয়েল। রিয়াল স্ট্রাইকার রদ্রিগোর জার্সি ধরে সজোরে টান দিয়েছেন চিলওয়েল। ১০ জনের এই চেলসির বিপক্ষে ২-০ গোলের জয় পায় রিয়াল। যেখানে ২১ মিনিটে গোল করেন করিম বেনজেমা এবং ৭৪ মিনিটে গোল করেন মার্কো আসেনসিও। এই ম্যাচে আরও গোলের আশা করেছেন আনচেলত্তি। রিয়াল কোচ বলেন, ‘আমরা লিড নিতে চেয়েছিলাম এবং লিড পেয়েছি। তাদের ১০ জনের বিপক্ষে আমাদের আরও ভালো করা উচিত ছিল। কিন্ত শেষের দিকে আমাদের শক্তি কিছুটা ফুরিয়ে এসেছিল। তবে আমাদের সন্তুষ্ট থাকতে হবে।
গতকাল চেলসির বিপক্ষে বেশ দাপটের সঙ্গে খেলেছে রিয়াল। বল দখলে রেখেছিল ৫৭ শতাংশ এবং প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ১০টি শট করেছিল। কিন্তু কাজে লাগাতে পেরেছে দুটি। আনচেলত্তির মতে, দ্বিতীয় লেগে লড়াই বেশ কঠিন হবে। যেখানে ফিরতি লেগ হবে স্টামফোর্ড ফ্রিজে। রিয়াল কোচের ভাষ্য, ‘আমাদের আবারও ভুগতে হবে কারণ চেলসি বেশ দারুণ দল। আমাদের আরও ৯০ মিনিট লড়তে হবে। স্ট্যামফোর্ড ব্রিজে আমাদের এই পারফরম্যান্সের পুনরাবৃত্তি ঘটাতে হবে।’

বিকেলে আজ সাংবাদিকদের সামনে বেফাঁস মন্তব্য করে বসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। এবার তাঁর পদত্যাগের দাবি উঠেছে। যদি তিনি পদত্যাগ না করেন, তাহলে খেলা বন্ধের হুমকি দিয়েছেন ক্রিকেটাররা।
১৯ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন। তাঁর এই বক্তব্যের পর দুঃখপ্রকাশ করেছে বিসিবি। এমনকি সেই পরিচালকের বিরুদ্ধে ব্য
৩৫ মিনিট আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে কি না, সেই অনিশ্চয়তা এখনো কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের মতে লিটন দাস-তানজিদ হাসান তামিমরা বিশ্বকাপ না খেলতে পারলে বোর্ডের কোনো ক্ষতি হবে না।
২ ঘণ্টা আগে