Ajker Patrika

২০৩০ বিশ্বকাপে ৬৪ দল খেলানো নিয়ে কী ভাবছে ফিফা

ক্রীড়া ডেস্ক    
২০৩০ বিশ্বকাপ ৬৪ দল নিয়ে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত
২০৩০ বিশ্বকাপ ৬৪ দল নিয়ে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ হয়েছিল উরুগুয়েতে। ফুটবল বিশ্বকাপের শত বছর পূর্তি হতে এখনো বাকি ৫ বছর। এই টুর্নামেন্টে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দেওয়া হয়েছে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা এখন এটা নিয়ে চিন্তাভাবনা করছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ জানিয়েছে, উরুগুয়ের ফিফা কাউন্সিলের এক সদস্য ৫ মার্চ ফিফার বৈঠকে ২০৩০ বিশ্বকাপ ৬৪ দল নিয়ে আয়োজনের প্রস্তাব দেন। ফুটবল সংশ্লিষ্ট অনেকেই এটা নিয়ে আশঙ্কা করেছেন। শঙ্কাটা মূলত টুর্নামেন্ট আয়োজন করা নিয়ে। কারণ, ২০৩০ বিশ্বকাপ হবে তিনটি ভিন্ন মহাদেশে। মূল আয়োজক থাকছে স্পেন, পর্তুগাল ও মরোক্কা। আর বিশ্বকাপ আয়োজনের ১০০ বছর পূর্তি উপলক্ষে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতেও হবে ম্যাচ।

২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা ৬৪ করানোর ব্যাপার নাকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো প্রস্তাব বিবেচনা করে দেখবেন বলে শোনা যাচ্ছে। ফিফার এক মুখপাত্র ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ানকে’ বলেছেন, ‘২০৩০ সালে ফিফা বিশ্বকাপের শত বছর পূর্তিতে ৬৪ দল খেলোনার একটা প্রস্তাব দেওয়া হয়েছে। ৫ মার্চের ফিফা কাউন্সিলের সভায় স্বতঃস্ফূর্তভাবে দেওয়া হয়েছিল এই প্রস্তাব। কাউন্সিলের কোনো সদস্যের দেওয়া প্রস্তাব বিশ্লেষণ করে দেখা ফিফার দায়িত্ব।’

প্রথমবারের মতো ৩২ দলের ফুটবল বিশ্বকাপ হয়েছে ১৯৯৮ সালে। ফ্রান্সে অনুষ্ঠিত সেই বিশ্বকাপ থেকে শুরু করে ২০২২ পর্যন্ত বিশ্বকাপ হয়েছে ৩২ দল নিয়েছে। ২০২৬ বিশ্বকাপে ৩২ থেকে দল সংখ্যা বেড়ে হচ্ছে ৪৮। আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত হবে ২৩তম বিশ্বকাপ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ এই টুর্নামেন্ট হবে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো এই তিন দেশে।

২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজকও এরই মধ্যে ঠিক হয়ে গেছে। ৯ বছর পর এই বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব। দেশটির পাঁচ শহরের ১৫ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২৫ তম ফুটবল বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ আয়োজনে রাজধানী রিয়াদে থাকবে ৮ স্টেডিয়াম। বাকি চার শহর হলো—জেদ্দা, আল খোবার, আভা এবং নিওম। এখন পর্যন্ত অনুষ্ঠিত ২২ বিশ্বকাপের মধ্যে সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। চারবার করে শিরোপা জিতেছে ইতালি ও জার্মানি। আর্জেন্টিনা তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। যার সবশেষটি এসেছে ২০২২ বিশ্বকাপে। ফ্রান্স, উরুগুয়ে জিতেছে দুটি করে শিরোপা। ইংল্যান্ড, স্পেন একবার করে চ্যাম্পিয়ন হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

নিউজিল্যান্ডের কাছে বাজে হারের ‘বদলা’ নেবেই পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত