
দুই দশকেরও বেশি সময়ের কোচিং ক্যারিয়ার। ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করাটা এ আর এমনকি হোসে মরিনহোর জন্য! ডাক্তার যেমন রোগীর নাড়ি-জিহ্বা দেখে রোগ নির্ণয় করতে পারেন, কোচরাও নিজেদের অভিজ্ঞতা ও আবহ দেখেই ভবিষ্যদ্বাণী করে ফেলতে পারেন ম্যাচের।
তেমন এক ভবিষ্যদ্বাণী ফলে গেল মরিনহোর। রোমা কোচের এই ভবিষ্যদ্বাণী ফলে যাওয়ার বিষয়টি প্রকাশ্যে এনেছেন তাঁর প্রিয় শিষ্য পাওলো দিবালা। কী সেই ভবিষ্যদ্বাণী? ইউরোপা লিগে ফেইনুর্দের বিপক্ষে তাঁর দল রোমার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াবে বলে আগে থেকে জানিয়েছিলেন মরিনহো। আর সেটিই সত্যি হয়েছে।
শেষ আটের প্রথম লেগে নেদারল্যান্ডস সফরে ১-০ গোলে হেরেছিল রোমা। তবে স্তাদিও অলিম্পিকোতে ফিরতি লেগে ৪-১ গোলে ফেইনুর্দকে উড়িয়ে দিয়েছে রোমান গ্লাডিয়েটররা। ৪-২ গোলে এগিয়ে থেকে সেমিফাইনালও নিশ্চিত করেছে মরিনহোর শিষ্যরা। ম্যাচটি জমে ওঠে শেষ মুহূর্তে।
দুই দলের নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ২-১ গোলে। দুই লেগ মিলিয়ে গোল ব্যবধান তখন ২-২। শেষ চারের মীমাংসার জন্য ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই জয়সূচক দুই গোল করে রোমা। ১০১ মিনিটে স্টিফেন এল সারাউয়ির গোলের ৮ মিনিট পর লোরেঞ্জো পেল্লেগ্রিনির আরেক গোল। বাকি সময় চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি ফেইনুর্দ। উল্টো ১২০ মিনিটে লাল কার্ড দেখেন ডাচ ক্লাবটির স্ট্রাইকার সান্তিয়াগো হিমেনেজ।
রোমাকে অবশ্য রক্ষা করেছেন দিবালা। বাঁচা-মরার ম্যাচে ৬০ মিনিটে লিওনার্দো স্পিনাজ্জোলার গোলে এগিয়ে যায় ইতালিয়ান ক্লাবটি। কিন্তু ৮০ মিনিটে সমতায় ফেরে ফেইনুর্দ। এই ব্যবধান ধরে রাখতে পারলে দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থেকে শেষ চারে যেত তারা। কিন্তু ৮৯ মিনিটে রোমা শিবিরে স্বস্তি ফেরান দিবালা।
দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে অবদান রাখতে পেরে গুরু মরিনহোর ভবিষ্যদ্বাণী সবাইকে বলে দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। স্কাই স্পোর্ট ইতালিয়াকে দিবালা বলেছেন, ‘আমি মনে করি, মরিনহো, তাঁর ইতিহাস, ইউরোপে তিনি কী করেছেন এবং প্রত্যেক ক্লাবে তাঁর কাজ করেছেন সেসব সবাই জানেন। আমি মনে করি, তিন সবকিছু জিতেছেন। তাঁর মানসিকতা আপনাকে ইন্ধন দেবে। স্টেডিয়ামের ৬৫ হাজার দর্শক আমাদের বিশাল সাহায্য করেছে। তারা মাঠে অতিরিক্ত এক খেলোয়াড়ের মতো। আমি ভয় পেয়েছিলাম, যখন তারা (ফেইনুর্দ) সমতায় ফিরেছিল। তবে আমরা ম্যাচটি এগিয়ে নিয়ে গেছি এবং অতিরিক্ত সময়ে গড়িয়েছে খেলা।’

দুই দশকেরও বেশি সময়ের কোচিং ক্যারিয়ার। ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করাটা এ আর এমনকি হোসে মরিনহোর জন্য! ডাক্তার যেমন রোগীর নাড়ি-জিহ্বা দেখে রোগ নির্ণয় করতে পারেন, কোচরাও নিজেদের অভিজ্ঞতা ও আবহ দেখেই ভবিষ্যদ্বাণী করে ফেলতে পারেন ম্যাচের।
তেমন এক ভবিষ্যদ্বাণী ফলে গেল মরিনহোর। রোমা কোচের এই ভবিষ্যদ্বাণী ফলে যাওয়ার বিষয়টি প্রকাশ্যে এনেছেন তাঁর প্রিয় শিষ্য পাওলো দিবালা। কী সেই ভবিষ্যদ্বাণী? ইউরোপা লিগে ফেইনুর্দের বিপক্ষে তাঁর দল রোমার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াবে বলে আগে থেকে জানিয়েছিলেন মরিনহো। আর সেটিই সত্যি হয়েছে।
শেষ আটের প্রথম লেগে নেদারল্যান্ডস সফরে ১-০ গোলে হেরেছিল রোমা। তবে স্তাদিও অলিম্পিকোতে ফিরতি লেগে ৪-১ গোলে ফেইনুর্দকে উড়িয়ে দিয়েছে রোমান গ্লাডিয়েটররা। ৪-২ গোলে এগিয়ে থেকে সেমিফাইনালও নিশ্চিত করেছে মরিনহোর শিষ্যরা। ম্যাচটি জমে ওঠে শেষ মুহূর্তে।
দুই দলের নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ২-১ গোলে। দুই লেগ মিলিয়ে গোল ব্যবধান তখন ২-২। শেষ চারের মীমাংসার জন্য ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই জয়সূচক দুই গোল করে রোমা। ১০১ মিনিটে স্টিফেন এল সারাউয়ির গোলের ৮ মিনিট পর লোরেঞ্জো পেল্লেগ্রিনির আরেক গোল। বাকি সময় চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি ফেইনুর্দ। উল্টো ১২০ মিনিটে লাল কার্ড দেখেন ডাচ ক্লাবটির স্ট্রাইকার সান্তিয়াগো হিমেনেজ।
রোমাকে অবশ্য রক্ষা করেছেন দিবালা। বাঁচা-মরার ম্যাচে ৬০ মিনিটে লিওনার্দো স্পিনাজ্জোলার গোলে এগিয়ে যায় ইতালিয়ান ক্লাবটি। কিন্তু ৮০ মিনিটে সমতায় ফেরে ফেইনুর্দ। এই ব্যবধান ধরে রাখতে পারলে দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থেকে শেষ চারে যেত তারা। কিন্তু ৮৯ মিনিটে রোমা শিবিরে স্বস্তি ফেরান দিবালা।
দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে অবদান রাখতে পেরে গুরু মরিনহোর ভবিষ্যদ্বাণী সবাইকে বলে দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। স্কাই স্পোর্ট ইতালিয়াকে দিবালা বলেছেন, ‘আমি মনে করি, মরিনহো, তাঁর ইতিহাস, ইউরোপে তিনি কী করেছেন এবং প্রত্যেক ক্লাবে তাঁর কাজ করেছেন সেসব সবাই জানেন। আমি মনে করি, তিন সবকিছু জিতেছেন। তাঁর মানসিকতা আপনাকে ইন্ধন দেবে। স্টেডিয়ামের ৬৫ হাজার দর্শক আমাদের বিশাল সাহায্য করেছে। তারা মাঠে অতিরিক্ত এক খেলোয়াড়ের মতো। আমি ভয় পেয়েছিলাম, যখন তারা (ফেইনুর্দ) সমতায় ফিরেছিল। তবে আমরা ম্যাচটি এগিয়ে নিয়ে গেছি এবং অতিরিক্ত সময়ে গড়িয়েছে খেলা।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি। নিরাপত্তাইস্যুতে ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়েছে, সেই সিদ্ধান্তে এখনো অনড়। এবার ব্যাপারটি নিয়ে কথা বলতে ঢাকায় আইসিসির প্রতিনিধি দল আসতে পারে বলে শোনা যাচ্ছে।
১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ছন্দে আছেন শরীফুল ইসলাম। আজ দেশের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্টে নিজের সেরা বোলিং করলেন এই বাঁ হাতি পেসার। ঢাকা পর্বের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে বল হাতে পুরো আলোটাই নিজের দিকে টেনে নিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। দরজায় যখন কড়া নাড়ছে আইসিসি ইভেন্ট, তখনই বড় ধাক্কা খেল আফগানরা। বিশ্বকাপই শেষ হয়ে গেল নাভিন উল হকের।
২ ঘণ্টা আগে
শেষভাগে এসে পড়েছে ২০২৬ বিপিএল। লিগ পর্ব, প্লে-অফ পর্ব হিসাব করলে টুর্নামেন্টের বাকি ১০ ম্যাচ। ঠিক এই সময়েই অধিনায়ক পরিবর্তন করল রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের পরিবর্তে এখন রংপুরকে নেতৃত্ব দেবেন লিটন।
৩ ঘণ্টা আগে