
আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে গতকাল আল নাসরের আশা প্রায় শেষের পথে। প্রতিপক্ষ জামালেকের জয় বলতে গেলে অনেকটাই নিশ্চিত। এমন অবস্থায় দলকে বাঁচালেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরকে কোয়ার্টার ফাইনালে তুললেন পর্তুগিজ এই ফুটবল তারকা। করলেন এক কীর্তিও।
কিং ফাহাদ স্টেডিয়ামে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ‘সি’ গ্রুপের ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল আল নাসর ও জামালেক। গোলশূন্য ড্রয়ে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধ শুরুর অল্প সময়েই এগিয়ে যায় জামালেক। ৫৩ মিনিটে পেনাল্টিতে গোল করেন জামালেকের রাইট উইঙ্গার আহমেদ সায়েদ। ১-০ গোলে অনেকক্ষণ এগিয়ে ছিল জামালেক। ৮৭ মিনিটে আল নাসরকে সমতায় ফেরান রোনালদো। ঘিসলাইন কোনানের ক্রস থেকে হেডে গোল করেন রোনালদো। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে ডান পা ছাড়া ৩০০ গোল করেন পর্তুগিজ এই তারকা ফুটবলার। পেশাদার ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত ৮৪০ গোলের অধিকাংশই রোনালদো করেন ডান পায়ে।
জামালেক-আল নাসর ম্যাচ গতকাল ১-১ গোলে ড্র হয়েছিল। তাতে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে ৩ ম্যাচে ১ জয় ও ২ ড্রয়ে ৫ পয়েন্টে ‘সি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে গ্রুপ পর্ব শেষ করে আল নাসর। ৭ পয়েন্টে ‘সি’ গ্রুপের শীর্ষ দল আল শাবাব। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল খেলবে কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ার পর আল নাসর ফরোয়ার্ড রোনালদো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ‘উঠে গেছি। দল দারুণ খেলেছে।’ প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে পরশু টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে আল নাসরের প্রতিপক্ষ রাজা কাসাব্লাঙ্কা।
এ বছরের শুরুতেই আল নাসরে খেলা শুরু করেন রোনালদো। সৌদি ক্লাবের হয়ে এখন পর্যন্ত ২২ ম্যাচ খেলে করেছেন ১৬ গোল। পর্তুগিজ এই ফরোয়ার্ড অ্যাসিস্ট করেছেন ২ গোলে।

আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে গতকাল আল নাসরের আশা প্রায় শেষের পথে। প্রতিপক্ষ জামালেকের জয় বলতে গেলে অনেকটাই নিশ্চিত। এমন অবস্থায় দলকে বাঁচালেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরকে কোয়ার্টার ফাইনালে তুললেন পর্তুগিজ এই ফুটবল তারকা। করলেন এক কীর্তিও।
কিং ফাহাদ স্টেডিয়ামে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ‘সি’ গ্রুপের ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল আল নাসর ও জামালেক। গোলশূন্য ড্রয়ে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধ শুরুর অল্প সময়েই এগিয়ে যায় জামালেক। ৫৩ মিনিটে পেনাল্টিতে গোল করেন জামালেকের রাইট উইঙ্গার আহমেদ সায়েদ। ১-০ গোলে অনেকক্ষণ এগিয়ে ছিল জামালেক। ৮৭ মিনিটে আল নাসরকে সমতায় ফেরান রোনালদো। ঘিসলাইন কোনানের ক্রস থেকে হেডে গোল করেন রোনালদো। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে ডান পা ছাড়া ৩০০ গোল করেন পর্তুগিজ এই তারকা ফুটবলার। পেশাদার ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত ৮৪০ গোলের অধিকাংশই রোনালদো করেন ডান পায়ে।
জামালেক-আল নাসর ম্যাচ গতকাল ১-১ গোলে ড্র হয়েছিল। তাতে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে ৩ ম্যাচে ১ জয় ও ২ ড্রয়ে ৫ পয়েন্টে ‘সি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে গ্রুপ পর্ব শেষ করে আল নাসর। ৭ পয়েন্টে ‘সি’ গ্রুপের শীর্ষ দল আল শাবাব। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল খেলবে কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ার পর আল নাসর ফরোয়ার্ড রোনালদো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ‘উঠে গেছি। দল দারুণ খেলেছে।’ প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে পরশু টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে আল নাসরের প্রতিপক্ষ রাজা কাসাব্লাঙ্কা।
এ বছরের শুরুতেই আল নাসরে খেলা শুরু করেন রোনালদো। সৌদি ক্লাবের হয়ে এখন পর্যন্ত ২২ ম্যাচ খেলে করেছেন ১৬ গোল। পর্তুগিজ এই ফরোয়ার্ড অ্যাসিস্ট করেছেন ২ গোলে।

দারুণ ছুটছিলেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে রেকর্ড গড়ে যাচ্ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তাঁর এই সুসময়ে বাদ সাধল হাঁটুর চোট। এমবাপ্পের চোটে বড় দুশিন্তায় পড়ল রিয়াল মাদ্রিদ।
২ ঘণ্টা আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
৩ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
৩ ঘণ্টা আগে