ক্রীড়া ডেস্ক

দীর্ঘ সময় পর মাঠে ফেরা নেইমারকে এখন নিয়মিত দেখা যাচ্ছে সান্তোসের জার্সিতে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি অন্যান্য ব্যাপারেও নেইমার থাকেন আলাপ-আলোচনায়। কদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কোটি কোটি টাকা দামের ঘড়ি-জামা নিয়ে চলছে কথাবার্তা।
‘পদপাহ’ নামের এক পডকাস্টে কদিন আগে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলেন নেইমার। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র পরশু রাতে এক প্রতিবেদনে জানা গেছে, পডকাস্টে যেসব জামাকাপড়, ঘড়ি ও জুতা পরে এসেছেন, সেগুলোর দাম ব্রাজিলিয়ান ৬৬ লাখ রিয়াল। বাংলাদেশি হিসাবে সেটা ১৩ কোটি ৬১ লাখ টাকা। এই সাক্ষাৎকারে নেইমার প্রায় আড়াই লাখ টাকার লুই ভিঁতোর স্নিকার্স পরে এসেছেন। বালেনচিয়াগা ব্র্যান্ডের যে টি-শার্ট পরেন, সেটার দাম ১ লাখ ৫০ হাজার টাকা। তাছাড়া প্যান্টের দাম ১৪ লাখ টাকা এবং টুপির দাম ৭৮ হাজার টাকা। নেইমারের সাজসজ্জায় আলোচিত জিনিসটি ছিল রিচার্ড মিলের ঘড়ি। এর দাম বাংলাদেশি প্রায় ১৩ কোটি টাকা।
‘পদপাহ’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে নেইমার জানিয়েছেন, ২০১৩ সালে বায়ার্ন মিউনিখে প্রায় যোগ দিয়েই ফেলেছিলেন তিনি। এক যুগ আগের ঘটনা নিয়ে ৩৩ বছর বয়সী ব্রাজিলের ফরোয়ার্ড বলেন, ‘পেপ গার্দিওলার জন্য বায়ার্নে প্রায় চলেই গিয়েছিলাম আমি। তখন সুইজারল্যান্ডে পুসকাস পুরস্কার নিতে গিয়েছিলাম এবং নিজের ঘরেই ছিলাম আমি। রাত তখন প্রায় ২টা বাজে। বাবা তখন আমাকে ডেকেছিলেন। বাবার সঙ্গে গার্দিওলা, দোভাষী সেখানে ছিলেন। গার্দিওলা তখন বলেছিলেন যে তিনিই (গার্দিওলা) সেরা আমার জন্য।’
সান্তোসের হয়েই ক্লাব ক্যারিয়ারে অভিষেক হয় নেইমারের। ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত খেলার পর তিনি পাড়ি জমান বার্সেলোনায়। বার্সার পর প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আল হিলাল ঘুরে আবার ফিরেছেন সান্তোসে। মাঝে কেটে গেছে ১২ বছর। দীর্ঘ ১ যুগ পর সান্তোসে ফিরে ৬ ম্যাচ খেলে করেছেন ২ গোল। ৩ গোলে অ্যাসিস্ট করেছেন। এই ৬ ম্যাচের মধ্যে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জিতেছেন ৩ ম্যাচ, ১ ম্যাচ হেরেছেন ও বাকি ২ ম্যাচ ড্র হয়েছে।

দীর্ঘ সময় পর মাঠে ফেরা নেইমারকে এখন নিয়মিত দেখা যাচ্ছে সান্তোসের জার্সিতে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি অন্যান্য ব্যাপারেও নেইমার থাকেন আলাপ-আলোচনায়। কদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কোটি কোটি টাকা দামের ঘড়ি-জামা নিয়ে চলছে কথাবার্তা।
‘পদপাহ’ নামের এক পডকাস্টে কদিন আগে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলেন নেইমার। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র পরশু রাতে এক প্রতিবেদনে জানা গেছে, পডকাস্টে যেসব জামাকাপড়, ঘড়ি ও জুতা পরে এসেছেন, সেগুলোর দাম ব্রাজিলিয়ান ৬৬ লাখ রিয়াল। বাংলাদেশি হিসাবে সেটা ১৩ কোটি ৬১ লাখ টাকা। এই সাক্ষাৎকারে নেইমার প্রায় আড়াই লাখ টাকার লুই ভিঁতোর স্নিকার্স পরে এসেছেন। বালেনচিয়াগা ব্র্যান্ডের যে টি-শার্ট পরেন, সেটার দাম ১ লাখ ৫০ হাজার টাকা। তাছাড়া প্যান্টের দাম ১৪ লাখ টাকা এবং টুপির দাম ৭৮ হাজার টাকা। নেইমারের সাজসজ্জায় আলোচিত জিনিসটি ছিল রিচার্ড মিলের ঘড়ি। এর দাম বাংলাদেশি প্রায় ১৩ কোটি টাকা।
‘পদপাহ’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে নেইমার জানিয়েছেন, ২০১৩ সালে বায়ার্ন মিউনিখে প্রায় যোগ দিয়েই ফেলেছিলেন তিনি। এক যুগ আগের ঘটনা নিয়ে ৩৩ বছর বয়সী ব্রাজিলের ফরোয়ার্ড বলেন, ‘পেপ গার্দিওলার জন্য বায়ার্নে প্রায় চলেই গিয়েছিলাম আমি। তখন সুইজারল্যান্ডে পুসকাস পুরস্কার নিতে গিয়েছিলাম এবং নিজের ঘরেই ছিলাম আমি। রাত তখন প্রায় ২টা বাজে। বাবা তখন আমাকে ডেকেছিলেন। বাবার সঙ্গে গার্দিওলা, দোভাষী সেখানে ছিলেন। গার্দিওলা তখন বলেছিলেন যে তিনিই (গার্দিওলা) সেরা আমার জন্য।’
সান্তোসের হয়েই ক্লাব ক্যারিয়ারে অভিষেক হয় নেইমারের। ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত খেলার পর তিনি পাড়ি জমান বার্সেলোনায়। বার্সার পর প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আল হিলাল ঘুরে আবার ফিরেছেন সান্তোসে। মাঝে কেটে গেছে ১২ বছর। দীর্ঘ ১ যুগ পর সান্তোসে ফিরে ৬ ম্যাচ খেলে করেছেন ২ গোল। ৩ গোলে অ্যাসিস্ট করেছেন। এই ৬ ম্যাচের মধ্যে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জিতেছেন ৩ ম্যাচ, ১ ম্যাচ হেরেছেন ও বাকি ২ ম্যাচ ড্র হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
৮ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে