Ajker Patrika

মোহামেডানকে হারিয়ে রহমতগঞ্জের চমক

আজকের পত্রিকা ডেস্ক­
মোহামেডান-রহমগঞ্জের ম্যাচের দৃশ্য। ছবি: বাফুফে
মোহামেডান-রহমগঞ্জের ম্যাচের দৃশ্য। ছবি: বাফুফে

প্রিমিয়ার লিগে ১০ জন নিয়ে বসুন্ধরা কিংসকে হারিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে আজ ফেডারেশন কাপে সেই ১০ জনের মোহামেডানকে ১-০ গোলে হারাল রহমতগঞ্জ।

কিংস অ্যারেনায় একের পর এক আক্রমণ করেও রহমতগঞ্জের জাল খুঁজে পায়নি মোহামেডানের ফুটবলাররা। উল্টো ১০ জনে পরিণত হওয়ার আগেই এক গোল হজম করে তারা। ম্যাচের একমাত্র গোলটি করেন রহমতগঞ্জের রাজন।

এদিন ৮৩ মিনিটে অনেকটাই ধারার বিপরীতে গোল পায় রহমতগঞ্জ। বক্সে ঢুকে রাজন হাওলাদার কাটব্যাক করলে এক ডিফেন্ডার প্রতিহত করেন। ফিরতি বলে ৬ গজের ঠিক বাইরে থেকে কোনাকুনি শটে এক ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করেন রাজন। যদিও তার আগে বেশ কয়েকবার সুযোগ তৈরি করেও গোল আদায় করতে পারেনি মোহামেডান।

এদিকে দিনের আরেক ম্যাচে জয় পেয়েছে আবাহনী। বিদেশি ফুটবলার ছাড়ায় চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারিয়েছে মারুফুল হকের দল। আজ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনীর হয়ে একটি করে গোল করেছেন ইয়াসিন, ইব্রাহিম ও সুমন রেজা।

যদিও চট্টগ্রাম আবাহনীর সময়টা মোটেও ভালো যাচ্ছে না। জোড়াতালি দিয়ে দল গড়ায় মাঠেও তার ছাপ স্পষ্ট। প্রিমিয়ার লিগেও হারের বৃত্তে তারা। এবার ফেডারেশন কাপের শুরুটাও হলো বাজেভাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত