নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় দলের ক্যাম্পের কারণেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের চারটি ম্যাচের সূচি এগিয়ে আনা হয়। শিরোপা মোহামেডান স্পোর্টিং ক্লাব নিশ্চিত করে ফেললেও রানার্সআপের লড়াইটি ঝুলে ছিল। শেষ রাউন্ডে গিয়ে বসুন্ধরা কিংসকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দুইয়ে থেকেই লিগ শেষ করেছে আবাহনী লিমিটেড। একইসঙ্গে খুলে গেল এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সম্ভাবনাও। মোহামেডান কোনো কারণে এএফসি ক্লাব লাইসেন্স করতে না পারলে সেই টুর্নামেন্টে খেলবে তারা।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ৩-০ গোলে হারিয়েছে আবাহনী। ২৪ মিনিটে আকাশী-নীলদের এগিয়ে দেন আসাদুজ্জামান বাবলু। বিরতির পর ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাফায়েল অগুস্তো। ৮৬ মিনিটে তৃতীয় গোলটি আসে মিরাজুল ইসলামের কাছ থেকে। ১৮ ম্যাচ শেষে ১০ জয়ে মারুফুল হকের দলের সংগ্রহ ৩৫ পয়েন্ট।
আবাহনী হারলে অবশ্য লিগ রানার্সআপ হওয়ার সুযোগ ছিল বসুন্ধরা কিংসের। তবে ঘরের মাঠে আজ ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-৩ গোলে হারিয়ে ৩২ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন শেখ মোরসালিন। এছাড়া গোলের দেখা পেয়েছেন রাকিব হোসেনও। ১১ গোল নিয়ে স্থানীয় ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোল নিয়ে লিগ শেষ করেন এই ফরোয়ার্ড। তাঁকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল আল-আমিনের সামনে। শেষ রাউন্ডের আগে ১০ গোল ছিল তাঁরও। কিন্তু পুলিশ এফসির এই ফরোয়ার্ড শেষ ম্যাচে পেলেন না গোলের দেখা।
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে পুলিশকে ৪-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। হ্যাটট্রিক করে লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন স্যামুয়েল বোয়াটেং। তাঁর সমান ১৯ গোল করে যৌথভাবে শীর্ষে আছেন সুলেমান দিয়াবাতে। যদিও বোয়াটেংকে ছোঁয়াটা সহজ ছিল না। ফকিরেরপুল ইয়ংমেন্সের বিপক্ষে একাই ৫ গোল করেন এই ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন মোহামেডানও লিগ শেষ করে ৬-১ গোলের দারুণ জয়ে।

জাতীয় দলের ক্যাম্পের কারণেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের চারটি ম্যাচের সূচি এগিয়ে আনা হয়। শিরোপা মোহামেডান স্পোর্টিং ক্লাব নিশ্চিত করে ফেললেও রানার্সআপের লড়াইটি ঝুলে ছিল। শেষ রাউন্ডে গিয়ে বসুন্ধরা কিংসকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দুইয়ে থেকেই লিগ শেষ করেছে আবাহনী লিমিটেড। একইসঙ্গে খুলে গেল এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সম্ভাবনাও। মোহামেডান কোনো কারণে এএফসি ক্লাব লাইসেন্স করতে না পারলে সেই টুর্নামেন্টে খেলবে তারা।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ৩-০ গোলে হারিয়েছে আবাহনী। ২৪ মিনিটে আকাশী-নীলদের এগিয়ে দেন আসাদুজ্জামান বাবলু। বিরতির পর ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাফায়েল অগুস্তো। ৮৬ মিনিটে তৃতীয় গোলটি আসে মিরাজুল ইসলামের কাছ থেকে। ১৮ ম্যাচ শেষে ১০ জয়ে মারুফুল হকের দলের সংগ্রহ ৩৫ পয়েন্ট।
আবাহনী হারলে অবশ্য লিগ রানার্সআপ হওয়ার সুযোগ ছিল বসুন্ধরা কিংসের। তবে ঘরের মাঠে আজ ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-৩ গোলে হারিয়ে ৩২ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন শেখ মোরসালিন। এছাড়া গোলের দেখা পেয়েছেন রাকিব হোসেনও। ১১ গোল নিয়ে স্থানীয় ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোল নিয়ে লিগ শেষ করেন এই ফরোয়ার্ড। তাঁকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল আল-আমিনের সামনে। শেষ রাউন্ডের আগে ১০ গোল ছিল তাঁরও। কিন্তু পুলিশ এফসির এই ফরোয়ার্ড শেষ ম্যাচে পেলেন না গোলের দেখা।
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে পুলিশকে ৪-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। হ্যাটট্রিক করে লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন স্যামুয়েল বোয়াটেং। তাঁর সমান ১৯ গোল করে যৌথভাবে শীর্ষে আছেন সুলেমান দিয়াবাতে। যদিও বোয়াটেংকে ছোঁয়াটা সহজ ছিল না। ফকিরেরপুল ইয়ংমেন্সের বিপক্ষে একাই ৫ গোল করেন এই ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন মোহামেডানও লিগ শেষ করে ৬-১ গোলের দারুণ জয়ে।

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
৯ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
১০ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
১০ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
১১ ঘণ্টা আগে