
গোল করে আকাশের দিকে তাকালেন ক্রিস্টিয়ানো রোনালদো। দুই হাত প্রসারিত করেন। চোখও ছলছল করছিল পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের। দূর আকাশের তারা হয়ে যাওয়া বাবার কথা রোনালদো স্মরণ করলেন এভাবেই।
রোনালদো এমন উদ্যাপন করেন আল আওয়াল পার্কে গত রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগে। আল রাইয়ানের বিপক্ষে ৭৬ মিনিটে বাঁ পায়ের দুর্দান্ত শটে লক্ষ্য ভেদ করেন পর্তুগিজ ফরোয়ার্ড। তাঁকে অ্যাসিস্ট করেন আল নাসর ফরোয়ার্ড আবদুর রহমান ঘারিব। কেন দুহাত প্রসারিত করে আকাশের দিকে উদ্ যাপন, সেটা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রোনালদো। কারণ গতকাল তাঁর বাবা হোসে দিনিস অ্যাভেইরোর ৭১তম জন্মদিন ছিল। তবে তিনি না ফেরার দেশে চলে গেছেন ২০০৫ সালে। ম্যাচ শেষে রোনালদো বলেন, ‘আজকের এই গোলের ভিন্ন রকম এক মাহাত্ম্য রয়েছে। আমার ইচ্ছা যদি আমার বাবা বেঁচে থাকতেন। কারণ আজ তাঁর জন্মদিন।’
রোনালদোর এমন আবেগপ্রবণ হওয়া ম্যাচটি শেষ পর্যন্ত জিতেছে আল নাসর। এএফসি চ্যাম্পিয়নস লিগে ‘বি’ গ্রুপের ম্যাচটিতে আল রাইয়ানকে ২-১ গোলে হারিয়েছেন রোনালদোরা। ম্যাচ শেষে পর্তুগিজ ফরোয়ার্ড তাঁদের কিছু মুহূর্তের ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘কঠোর পরিশ্রম দারুণ কাজে দেয়। এটা ধরে রাখতে হবে।’
ম্যাচে প্রথমার্ধের অতিরিক্ত ১ মিনিটে গোল করেন আল নাসর ফরোয়ার্ড সাদিও মানে। তাঁকে গোল করতে সহায়তা করেন সুলতান আল ঘান্নাম। দ্বিতীয়ার্ধে রোনালদোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর। আল রাইয়ান ব্যবধান কমিয়েছে ৮৭ মিনিটে। গোলটি করেন দলের স্ট্রাইকার আল রাইয়ান।
ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হওয়ায় এএফসি চ্যাম্পিয়নস লিগে আল শোর্তার বিপক্ষে গত ১৬ সেপ্টেম্বর খেলতে পারেননি রোনালদো। সেই ম্যাচটি আল নাসর ১-১ গোলে ড্র করেছিল। একই অসুস্থতায় গত সোমবার কিংস কাপে আল হাজেমের বিপক্ষেও তাঁর খেলা হয়নি। সৌদি প্রো লিগে আল ওয়েহদার বিপক্ষে ম্যাচ দিয়ে ফেরেন ২৭ সেপ্টেম্বর। ফেরার ম্যাচেই গোলের দেখা পেয়েছিলেন রোনালদো।

গোল করে আকাশের দিকে তাকালেন ক্রিস্টিয়ানো রোনালদো। দুই হাত প্রসারিত করেন। চোখও ছলছল করছিল পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের। দূর আকাশের তারা হয়ে যাওয়া বাবার কথা রোনালদো স্মরণ করলেন এভাবেই।
রোনালদো এমন উদ্যাপন করেন আল আওয়াল পার্কে গত রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগে। আল রাইয়ানের বিপক্ষে ৭৬ মিনিটে বাঁ পায়ের দুর্দান্ত শটে লক্ষ্য ভেদ করেন পর্তুগিজ ফরোয়ার্ড। তাঁকে অ্যাসিস্ট করেন আল নাসর ফরোয়ার্ড আবদুর রহমান ঘারিব। কেন দুহাত প্রসারিত করে আকাশের দিকে উদ্ যাপন, সেটা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রোনালদো। কারণ গতকাল তাঁর বাবা হোসে দিনিস অ্যাভেইরোর ৭১তম জন্মদিন ছিল। তবে তিনি না ফেরার দেশে চলে গেছেন ২০০৫ সালে। ম্যাচ শেষে রোনালদো বলেন, ‘আজকের এই গোলের ভিন্ন রকম এক মাহাত্ম্য রয়েছে। আমার ইচ্ছা যদি আমার বাবা বেঁচে থাকতেন। কারণ আজ তাঁর জন্মদিন।’
রোনালদোর এমন আবেগপ্রবণ হওয়া ম্যাচটি শেষ পর্যন্ত জিতেছে আল নাসর। এএফসি চ্যাম্পিয়নস লিগে ‘বি’ গ্রুপের ম্যাচটিতে আল রাইয়ানকে ২-১ গোলে হারিয়েছেন রোনালদোরা। ম্যাচ শেষে পর্তুগিজ ফরোয়ার্ড তাঁদের কিছু মুহূর্তের ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘কঠোর পরিশ্রম দারুণ কাজে দেয়। এটা ধরে রাখতে হবে।’
ম্যাচে প্রথমার্ধের অতিরিক্ত ১ মিনিটে গোল করেন আল নাসর ফরোয়ার্ড সাদিও মানে। তাঁকে গোল করতে সহায়তা করেন সুলতান আল ঘান্নাম। দ্বিতীয়ার্ধে রোনালদোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর। আল রাইয়ান ব্যবধান কমিয়েছে ৮৭ মিনিটে। গোলটি করেন দলের স্ট্রাইকার আল রাইয়ান।
ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হওয়ায় এএফসি চ্যাম্পিয়নস লিগে আল শোর্তার বিপক্ষে গত ১৬ সেপ্টেম্বর খেলতে পারেননি রোনালদো। সেই ম্যাচটি আল নাসর ১-১ গোলে ড্র করেছিল। একই অসুস্থতায় গত সোমবার কিংস কাপে আল হাজেমের বিপক্ষেও তাঁর খেলা হয়নি। সৌদি প্রো লিগে আল ওয়েহদার বিপক্ষে ম্যাচ দিয়ে ফেরেন ২৭ সেপ্টেম্বর। ফেরার ম্যাচেই গোলের দেখা পেয়েছিলেন রোনালদো।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে