নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের বিপক্ষে খেলতে অবশেষে চলেই এল সিঙ্গাপুর ফুটবল দল। বাংলাদেশ সময় গতকাল রাত ১১টা ৩০ মিনিটে ঢাকা বিমানবন্দরে নেমেছে দলটি। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে পরশু তারা মুখোমুখি হবে।
ঢাকায় পা রাখার সঙ্গে সঙ্গেই ব্যস্ততা শুরু সিঙ্গাপুর ফুটবল দলের। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ বিকেল ৪টায় উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন ফিল্ডে অনুশীলন শুরু করবে সফরকারীরা। সূচি অনুযায়ী সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত চলবে অনুশীলন। ম্যাচের ভেন্যুতে সিঙ্গাপুর ফুটবল দল অনুশীলন করবে আগামীকাল। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে ৬টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে অনুশীলন। এই ভেন্যুতে পরশু বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ।
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে গতকাল রওনা দেওয়ার আগে চাঙ্গি বিমানবন্দরে সিঙ্গাপুর দলের একটি বহর ছবি তুলেছে।
রাত পৌনে ১১টায় ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও ৪৫ মিনিট দেরি হয়েছে। সিঙ্গাপুর দলে যোগ দেওয়ার কথা ফারহান জুলকিফলির। গতি, ড্রিবলিং ও প্লেমেকিং সক্ষমতা দিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য আছে জুলফিকলির। সিঙ্গাপুরের হয়ে ছয় ম্যাচে করেছেন ১ গোল।
সিঙ্গাপুর দলের ম্যানেজারসহ দুজন পরশু রাতেই ঢাকায় এসেছেন। ঢাকার জাতীয় স্টেডিয়াম গতকাল পরিদর্শন করেছেন ম্যানেজার। বাংলাদেশে আসার আগে সিঙ্গাপুর গত বৃহস্পতিবার প্রীতি ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়েছে।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে ৪ জুন প্রীতি ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। গোল দুটি করেছেন হামজা চৌধুরী ও সোহেল রানা। প্রীতি ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজেই আছে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে সব দলেরই ১ পয়েন্ট। মার্চে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। একই সমীকরণ নিয়ে মাঠ ছেড়েছিল হংকং-সিঙ্গাপুরও।
সিঙ্গাপুর ফুটবল দলের অনুশীলনের সূচি
৮ জুন
ভেন্যু: আর্মড পুলিশ ব্যাটালিয়ন ফিল্ড
বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত
৯ জুন
ভেন্যু: ঢাকা জাতীয় স্টেডিয়াম
বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট পর্যন্ত
১০ জুন
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ
ভেন্যু: ঢাকা জাতীয় স্টেডিয়াম
ম্যাচ শুরু: সন্ধ্যা ৭টা

বাংলাদেশের বিপক্ষে খেলতে অবশেষে চলেই এল সিঙ্গাপুর ফুটবল দল। বাংলাদেশ সময় গতকাল রাত ১১টা ৩০ মিনিটে ঢাকা বিমানবন্দরে নেমেছে দলটি। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে পরশু তারা মুখোমুখি হবে।
ঢাকায় পা রাখার সঙ্গে সঙ্গেই ব্যস্ততা শুরু সিঙ্গাপুর ফুটবল দলের। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ বিকেল ৪টায় উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন ফিল্ডে অনুশীলন শুরু করবে সফরকারীরা। সূচি অনুযায়ী সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত চলবে অনুশীলন। ম্যাচের ভেন্যুতে সিঙ্গাপুর ফুটবল দল অনুশীলন করবে আগামীকাল। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে ৬টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে অনুশীলন। এই ভেন্যুতে পরশু বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ।
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে গতকাল রওনা দেওয়ার আগে চাঙ্গি বিমানবন্দরে সিঙ্গাপুর দলের একটি বহর ছবি তুলেছে।
রাত পৌনে ১১টায় ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও ৪৫ মিনিট দেরি হয়েছে। সিঙ্গাপুর দলে যোগ দেওয়ার কথা ফারহান জুলকিফলির। গতি, ড্রিবলিং ও প্লেমেকিং সক্ষমতা দিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য আছে জুলফিকলির। সিঙ্গাপুরের হয়ে ছয় ম্যাচে করেছেন ১ গোল।
সিঙ্গাপুর দলের ম্যানেজারসহ দুজন পরশু রাতেই ঢাকায় এসেছেন। ঢাকার জাতীয় স্টেডিয়াম গতকাল পরিদর্শন করেছেন ম্যানেজার। বাংলাদেশে আসার আগে সিঙ্গাপুর গত বৃহস্পতিবার প্রীতি ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়েছে।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে ৪ জুন প্রীতি ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। গোল দুটি করেছেন হামজা চৌধুরী ও সোহেল রানা। প্রীতি ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজেই আছে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে সব দলেরই ১ পয়েন্ট। মার্চে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। একই সমীকরণ নিয়ে মাঠ ছেড়েছিল হংকং-সিঙ্গাপুরও।
সিঙ্গাপুর ফুটবল দলের অনুশীলনের সূচি
৮ জুন
ভেন্যু: আর্মড পুলিশ ব্যাটালিয়ন ফিল্ড
বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত
৯ জুন
ভেন্যু: ঢাকা জাতীয় স্টেডিয়াম
বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট পর্যন্ত
১০ জুন
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ
ভেন্যু: ঢাকা জাতীয় স্টেডিয়াম
ম্যাচ শুরু: সন্ধ্যা ৭টা

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। রাজকোটে আজ ভারতের বিপক্ষে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে সফরকারীরা। ১১৭ বলে ১১ চার ও ২ ছক্কায় হার না মানা ১৩১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল।
৮ ঘণ্টা আগে
কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই আবারও দৃশ্যপটে নাজমুল। আজ বিকেলে মিরপুরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবির অর্থ বিভাগের চেয়ারম্যান।
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ খালেদা জিয়ার স্মরণে বিসিবিতে দোয়া মাহফিল শেষে বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন।
৯ ঘণ্টা আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
১০ ঘণ্টা আগে