নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের বিপক্ষে খেলতে অবশেষে চলেই এল সিঙ্গাপুর ফুটবল দল। বাংলাদেশ সময় গতকাল রাত ১১টা ৩০ মিনিটে ঢাকা বিমানবন্দরে নেমেছে দলটি। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে পরশু তারা মুখোমুখি হবে।
ঢাকায় পা রাখার সঙ্গে সঙ্গেই ব্যস্ততা শুরু সিঙ্গাপুর ফুটবল দলের। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ বিকেল ৪টায় উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন ফিল্ডে অনুশীলন শুরু করবে সফরকারীরা। সূচি অনুযায়ী সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত চলবে অনুশীলন। ম্যাচের ভেন্যুতে সিঙ্গাপুর ফুটবল দল অনুশীলন করবে আগামীকাল। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে ৬টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে অনুশীলন। এই ভেন্যুতে পরশু বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ।
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে গতকাল রওনা দেওয়ার আগে চাঙ্গি বিমানবন্দরে সিঙ্গাপুর দলের একটি বহর ছবি তুলেছে।
রাত পৌনে ১১টায় ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও ৪৫ মিনিট দেরি হয়েছে। সিঙ্গাপুর দলে যোগ দেওয়ার কথা ফারহান জুলকিফলির। গতি, ড্রিবলিং ও প্লেমেকিং সক্ষমতা দিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য আছে জুলফিকলির। সিঙ্গাপুরের হয়ে ছয় ম্যাচে করেছেন ১ গোল।
সিঙ্গাপুর দলের ম্যানেজারসহ দুজন পরশু রাতেই ঢাকায় এসেছেন। ঢাকার জাতীয় স্টেডিয়াম গতকাল পরিদর্শন করেছেন ম্যানেজার। বাংলাদেশে আসার আগে সিঙ্গাপুর গত বৃহস্পতিবার প্রীতি ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়েছে।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে ৪ জুন প্রীতি ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। গোল দুটি করেছেন হামজা চৌধুরী ও সোহেল রানা। প্রীতি ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজেই আছে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে সব দলেরই ১ পয়েন্ট। মার্চে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। একই সমীকরণ নিয়ে মাঠ ছেড়েছিল হংকং-সিঙ্গাপুরও।
সিঙ্গাপুর ফুটবল দলের অনুশীলনের সূচি
৮ জুন
ভেন্যু: আর্মড পুলিশ ব্যাটালিয়ন ফিল্ড
বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত
৯ জুন
ভেন্যু: ঢাকা জাতীয় স্টেডিয়াম
বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট পর্যন্ত
১০ জুন
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ
ভেন্যু: ঢাকা জাতীয় স্টেডিয়াম
ম্যাচ শুরু: সন্ধ্যা ৭টা
বাংলাদেশের বিপক্ষে খেলতে অবশেষে চলেই এল সিঙ্গাপুর ফুটবল দল। বাংলাদেশ সময় গতকাল রাত ১১টা ৩০ মিনিটে ঢাকা বিমানবন্দরে নেমেছে দলটি। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে পরশু তারা মুখোমুখি হবে।
ঢাকায় পা রাখার সঙ্গে সঙ্গেই ব্যস্ততা শুরু সিঙ্গাপুর ফুটবল দলের। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ বিকেল ৪টায় উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন ফিল্ডে অনুশীলন শুরু করবে সফরকারীরা। সূচি অনুযায়ী সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত চলবে অনুশীলন। ম্যাচের ভেন্যুতে সিঙ্গাপুর ফুটবল দল অনুশীলন করবে আগামীকাল। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে ৬টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে অনুশীলন। এই ভেন্যুতে পরশু বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ।
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে গতকাল রওনা দেওয়ার আগে চাঙ্গি বিমানবন্দরে সিঙ্গাপুর দলের একটি বহর ছবি তুলেছে।
রাত পৌনে ১১টায় ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও ৪৫ মিনিট দেরি হয়েছে। সিঙ্গাপুর দলে যোগ দেওয়ার কথা ফারহান জুলকিফলির। গতি, ড্রিবলিং ও প্লেমেকিং সক্ষমতা দিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য আছে জুলফিকলির। সিঙ্গাপুরের হয়ে ছয় ম্যাচে করেছেন ১ গোল।
সিঙ্গাপুর দলের ম্যানেজারসহ দুজন পরশু রাতেই ঢাকায় এসেছেন। ঢাকার জাতীয় স্টেডিয়াম গতকাল পরিদর্শন করেছেন ম্যানেজার। বাংলাদেশে আসার আগে সিঙ্গাপুর গত বৃহস্পতিবার প্রীতি ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়েছে।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে ৪ জুন প্রীতি ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। গোল দুটি করেছেন হামজা চৌধুরী ও সোহেল রানা। প্রীতি ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজেই আছে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে সব দলেরই ১ পয়েন্ট। মার্চে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। একই সমীকরণ নিয়ে মাঠ ছেড়েছিল হংকং-সিঙ্গাপুরও।
সিঙ্গাপুর ফুটবল দলের অনুশীলনের সূচি
৮ জুন
ভেন্যু: আর্মড পুলিশ ব্যাটালিয়ন ফিল্ড
বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত
৯ জুন
ভেন্যু: ঢাকা জাতীয় স্টেডিয়াম
বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট পর্যন্ত
১০ জুন
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ
ভেন্যু: ঢাকা জাতীয় স্টেডিয়াম
ম্যাচ শুরু: সন্ধ্যা ৭টা
আগামী মৌসুমে সিরি আ চ্যাম্পিয়ন নাপোলির হয়ে খেলবেন কেভিন ডি ব্রুইনা। দল বদলে ফ্রি এজেন্ট হিসেবে দুই বছরের চুক্তিতে গতকাল বুধবার ইতালিয়ান ক্লাবটিতে যোগ দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে নাপোলি লিখেছে, ‘আমাদের একজন হতে পেরে কেভিন গর্বিত।’
১২ ঘণ্টা আগেপ্রথম দিন বল হাতে নায়ক ছিলেন কাগিসো রাবাদা। তিনি পাঁচ উইকেট তুলে নিলে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিন প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয়ে গিয়েছিল ২১২ রানে। গতকাল যে যন্ত্রণা নিয়ে অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স তাঁদের ব্যাটারদের একের পর এক আউট হতে দেখেছেন, সেই যন্ত্রণা আজ দ্বিতীয় দিন তিনি ফিরিয়ে দিল
১৪ ঘণ্টা আগেনাজমুল হোসেন শান্তকে সরিয়ে গত মাসে টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। ওয়ানডে নেতৃত্বও হারিয়েছেন শান্ত। তাঁর জায়গায় নতুন ওয়ানডে অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। আপাতত ১ বছরের মেয়াদে অধিনায়ক করা হয়েছে মিরাজকে। আজ সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশদ ব্যাখ্যা...
১৪ ঘণ্টা আগে১১ জুলাই থেকে ঢাকায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ। তবে এই প্রতিযোগিতায় খেলবে না ভারত। নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে তারা। ফলে স্বাগতিক বাংলাদেশসহ ভুটান, নেপাল ও শ্রীলঙ্কা খেলবে বয়সভিত্তিক এই টুর্নামেন্টে।
১৬ ঘণ্টা আগে