
কাঠমান্ডুর রঙ্গশালায় তখন উৎসবের আমেজ। আনন্দটা বাংলাদেশ নারী দলের টানা দুবার সাফের শিরোপাজয়ের। সাবিনা খাতুনরা বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে দিয়েছেন ল্যাপ অব অনার। উৎসবমুখর রাতে অসংখ্য ক্যামেরার লেন্স স্বাভাবিকভাবেই ছিল সাফজয়ীদের দিকেই ফোকাস করা।
বাংলাদেশের শিরোপাজয়ের পর ঋতুপর্ণা চাকমার চোখে-মুখে দেখা গেছে উচ্ছ্বাস। থাকবে না-ই বা কেন? এবারের সাফে তিনিই হয়েছেন টুর্নামেন্টের সেরা ফুটবলার। পেয়েছেন ৫০ হাজার নেপালি রুপি অর্থ পুরস্কার। ম্যাচ শেষে তাঁর কাছে প্রশ্ন—পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন? টুর্নামেন্ট-সেরা খেলোয়াড় বললেন, ‘সতীর্থদের খাওয়াব। বাকি টাকা দিয়ে মায়ের জন্য কিছু জিনিস নিয়ে যাব।’
‘নেপাল, নেপাল’ স্লোগান ও নেপালের পতাকা হাতে দর্শকের ভিড় দেখা গেছে কাঠমান্ডুর রঙ্গশালা স্টেডিয়ামে। একটা পর্যায়ে ম্যাচ ছিল ১-১ সমতায়। ৮০ মিনিটে দুর্দান্ত এক গোলে বাংলাদেশকে এগিয়ে নেন ঋতুপর্ণা। গোলের পর চুপ করে থাকার ভঙ্গিতে উদ্যাপন করেন তিনি। কেন এই উদ্যাপন, সেই ব্যাখ্যায় ঋতুপর্ণা বলেন, ‘আজকে আমার চিন্তাভাবনা ছিল যে যদি গোল করতে পারি, তাহলে এই উদ্যাপন করব। তাদের চুপ করানোর জন্যই এমন উদ্যাপন করেছি (চুপ করে থাকার ভঙ্গিতে উদ্যাপন)।’
এবারের সাফে ঋতুপর্ণা করেছেন ২ গোল। সেটার চেয়েও বড় ‘ইমপ্যাক্ট’ তিনি রেখেছেন গোল বানিয়ে দেওয়ার ক্ষেত্রে। টুর্নামেন্ট-সেরা খেলোয়াড় হওয়ার অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি যে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হব, এটা কখনো ভাবিনি। এটা পেয়েছি আপনাদের দোয়ায়। খুব ভালো লাগছে।’
অপরাজিত হয়েই এবারের নারী সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ। সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ টুর্নামেন্টে করেছে ১৩ গোল। হজম করেছে ৪ গোল।

কাঠমান্ডুর রঙ্গশালায় তখন উৎসবের আমেজ। আনন্দটা বাংলাদেশ নারী দলের টানা দুবার সাফের শিরোপাজয়ের। সাবিনা খাতুনরা বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে দিয়েছেন ল্যাপ অব অনার। উৎসবমুখর রাতে অসংখ্য ক্যামেরার লেন্স স্বাভাবিকভাবেই ছিল সাফজয়ীদের দিকেই ফোকাস করা।
বাংলাদেশের শিরোপাজয়ের পর ঋতুপর্ণা চাকমার চোখে-মুখে দেখা গেছে উচ্ছ্বাস। থাকবে না-ই বা কেন? এবারের সাফে তিনিই হয়েছেন টুর্নামেন্টের সেরা ফুটবলার। পেয়েছেন ৫০ হাজার নেপালি রুপি অর্থ পুরস্কার। ম্যাচ শেষে তাঁর কাছে প্রশ্ন—পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন? টুর্নামেন্ট-সেরা খেলোয়াড় বললেন, ‘সতীর্থদের খাওয়াব। বাকি টাকা দিয়ে মায়ের জন্য কিছু জিনিস নিয়ে যাব।’
‘নেপাল, নেপাল’ স্লোগান ও নেপালের পতাকা হাতে দর্শকের ভিড় দেখা গেছে কাঠমান্ডুর রঙ্গশালা স্টেডিয়ামে। একটা পর্যায়ে ম্যাচ ছিল ১-১ সমতায়। ৮০ মিনিটে দুর্দান্ত এক গোলে বাংলাদেশকে এগিয়ে নেন ঋতুপর্ণা। গোলের পর চুপ করে থাকার ভঙ্গিতে উদ্যাপন করেন তিনি। কেন এই উদ্যাপন, সেই ব্যাখ্যায় ঋতুপর্ণা বলেন, ‘আজকে আমার চিন্তাভাবনা ছিল যে যদি গোল করতে পারি, তাহলে এই উদ্যাপন করব। তাদের চুপ করানোর জন্যই এমন উদ্যাপন করেছি (চুপ করে থাকার ভঙ্গিতে উদ্যাপন)।’
এবারের সাফে ঋতুপর্ণা করেছেন ২ গোল। সেটার চেয়েও বড় ‘ইমপ্যাক্ট’ তিনি রেখেছেন গোল বানিয়ে দেওয়ার ক্ষেত্রে। টুর্নামেন্ট-সেরা খেলোয়াড় হওয়ার অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি যে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হব, এটা কখনো ভাবিনি। এটা পেয়েছি আপনাদের দোয়ায়। খুব ভালো লাগছে।’
অপরাজিত হয়েই এবারের নারী সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ। সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ টুর্নামেন্টে করেছে ১৩ গোল। হজম করেছে ৪ গোল।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে