
কাঠমান্ডুর রঙ্গশালায় তখন উৎসবের আমেজ। আনন্দটা বাংলাদেশ নারী দলের টানা দুবার সাফের শিরোপাজয়ের। সাবিনা খাতুনরা বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে দিয়েছেন ল্যাপ অব অনার। উৎসবমুখর রাতে অসংখ্য ক্যামেরার লেন্স স্বাভাবিকভাবেই ছিল সাফজয়ীদের দিকেই ফোকাস করা।
বাংলাদেশের শিরোপাজয়ের পর ঋতুপর্ণা চাকমার চোখে-মুখে দেখা গেছে উচ্ছ্বাস। থাকবে না-ই বা কেন? এবারের সাফে তিনিই হয়েছেন টুর্নামেন্টের সেরা ফুটবলার। পেয়েছেন ৫০ হাজার নেপালি রুপি অর্থ পুরস্কার। ম্যাচ শেষে তাঁর কাছে প্রশ্ন—পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন? টুর্নামেন্ট-সেরা খেলোয়াড় বললেন, ‘সতীর্থদের খাওয়াব। বাকি টাকা দিয়ে মায়ের জন্য কিছু জিনিস নিয়ে যাব।’
‘নেপাল, নেপাল’ স্লোগান ও নেপালের পতাকা হাতে দর্শকের ভিড় দেখা গেছে কাঠমান্ডুর রঙ্গশালা স্টেডিয়ামে। একটা পর্যায়ে ম্যাচ ছিল ১-১ সমতায়। ৮০ মিনিটে দুর্দান্ত এক গোলে বাংলাদেশকে এগিয়ে নেন ঋতুপর্ণা। গোলের পর চুপ করে থাকার ভঙ্গিতে উদ্যাপন করেন তিনি। কেন এই উদ্যাপন, সেই ব্যাখ্যায় ঋতুপর্ণা বলেন, ‘আজকে আমার চিন্তাভাবনা ছিল যে যদি গোল করতে পারি, তাহলে এই উদ্যাপন করব। তাদের চুপ করানোর জন্যই এমন উদ্যাপন করেছি (চুপ করে থাকার ভঙ্গিতে উদ্যাপন)।’
এবারের সাফে ঋতুপর্ণা করেছেন ২ গোল। সেটার চেয়েও বড় ‘ইমপ্যাক্ট’ তিনি রেখেছেন গোল বানিয়ে দেওয়ার ক্ষেত্রে। টুর্নামেন্ট-সেরা খেলোয়াড় হওয়ার অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি যে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হব, এটা কখনো ভাবিনি। এটা পেয়েছি আপনাদের দোয়ায়। খুব ভালো লাগছে।’
অপরাজিত হয়েই এবারের নারী সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ। সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ টুর্নামেন্টে করেছে ১৩ গোল। হজম করেছে ৪ গোল।

কাঠমান্ডুর রঙ্গশালায় তখন উৎসবের আমেজ। আনন্দটা বাংলাদেশ নারী দলের টানা দুবার সাফের শিরোপাজয়ের। সাবিনা খাতুনরা বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে দিয়েছেন ল্যাপ অব অনার। উৎসবমুখর রাতে অসংখ্য ক্যামেরার লেন্স স্বাভাবিকভাবেই ছিল সাফজয়ীদের দিকেই ফোকাস করা।
বাংলাদেশের শিরোপাজয়ের পর ঋতুপর্ণা চাকমার চোখে-মুখে দেখা গেছে উচ্ছ্বাস। থাকবে না-ই বা কেন? এবারের সাফে তিনিই হয়েছেন টুর্নামেন্টের সেরা ফুটবলার। পেয়েছেন ৫০ হাজার নেপালি রুপি অর্থ পুরস্কার। ম্যাচ শেষে তাঁর কাছে প্রশ্ন—পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন? টুর্নামেন্ট-সেরা খেলোয়াড় বললেন, ‘সতীর্থদের খাওয়াব। বাকি টাকা দিয়ে মায়ের জন্য কিছু জিনিস নিয়ে যাব।’
‘নেপাল, নেপাল’ স্লোগান ও নেপালের পতাকা হাতে দর্শকের ভিড় দেখা গেছে কাঠমান্ডুর রঙ্গশালা স্টেডিয়ামে। একটা পর্যায়ে ম্যাচ ছিল ১-১ সমতায়। ৮০ মিনিটে দুর্দান্ত এক গোলে বাংলাদেশকে এগিয়ে নেন ঋতুপর্ণা। গোলের পর চুপ করে থাকার ভঙ্গিতে উদ্যাপন করেন তিনি। কেন এই উদ্যাপন, সেই ব্যাখ্যায় ঋতুপর্ণা বলেন, ‘আজকে আমার চিন্তাভাবনা ছিল যে যদি গোল করতে পারি, তাহলে এই উদ্যাপন করব। তাদের চুপ করানোর জন্যই এমন উদ্যাপন করেছি (চুপ করে থাকার ভঙ্গিতে উদ্যাপন)।’
এবারের সাফে ঋতুপর্ণা করেছেন ২ গোল। সেটার চেয়েও বড় ‘ইমপ্যাক্ট’ তিনি রেখেছেন গোল বানিয়ে দেওয়ার ক্ষেত্রে। টুর্নামেন্ট-সেরা খেলোয়াড় হওয়ার অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি যে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হব, এটা কখনো ভাবিনি। এটা পেয়েছি আপনাদের দোয়ায়। খুব ভালো লাগছে।’
অপরাজিত হয়েই এবারের নারী সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ। সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ টুর্নামেন্টে করেছে ১৩ গোল। হজম করেছে ৪ গোল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে কি না, সেই অনিশ্চয়তা এখনো কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের মতে লিটন দাস-তানজিদ হাসান তামিমরা বিশ্বকাপ না খেলতে পারলে বোর্ডের কোনো ক্ষতি হবে না।
৩৪ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
২ ঘণ্টা আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
৩ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
৩ ঘণ্টা আগে