
জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন শুরুর একাদশে হয়ে পড়েছিলেন ব্রাত্য। অনেক ম্যাচে বদলি হিসেবেও নামানো হতো না তাঁকে। ক্ষোভে–অভিমানে গত বছর তাই মাদ্রিদ ছেড়েছিলেন হামেস রদ্রিগেজ।
প্রিয় গুরু কার্লো আনচেলোত্তির ডাকে সাড়া দিয়ে নাম লিখিয়েছিলেন এভারটনে। সেই আনচেলত্তি এভারটন ছেড়ে আবার রিয়ালের কোচ হওয়ায় এখন আর ইংলিশ ক্লাবটিতে মন বসছে না কলম্বিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার হামেসের।
এভারটনে এক বছর না কাটাতেই পুরো ৩৬০ ডিগ্রি ঘুরে গেছেন ২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী হামেস। সেটা এতটাই যে, পরের ম্যাচে এভারটনের প্রতিপক্ষ কে; তা জানার বিন্দুমাত্র আগ্রহ নেই তাঁর! আচরণ দিয়েই যেন বুঝিয়ে দিতে চাইছেন লিভারপুলের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবটির হয়ে আর মাঠে নামার ইচ্ছে নেই ৩০ বছর বয়সী তারকার।
ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে ৩–১ গোলে জিতেছে এভারটন। আইসোলেশনে থাকায় ওই ম্যাচ খেলতে পারেননি হামেস।
আগামীকাল দ্বিতীয় ম্যাচে মার্সেলো বিয়েলসার লিডস ইউনাইটেডের মুখোমুখি হবে এভারটন। এ ম্যাচ খেলতে কোনো বাধা না থাকলেও হামেস গো ধরে বসে আছেন।
একটি লাইভ স্ট্রিমিংয়ে যুক্ত হয়ে হামেস বলেছেন, ‘এ সপ্তাহে আমি আর নামছি না। হয়তো এই ক্লাবের হয়ে আর কখনো নয়। আমি তো ভিডিও গেমস খেলেই দিন পার করছি। কার বিপক্ষে খেলা তাও জানি না। আচ্ছা, কেউ আমাকে বলতে পারবেন পরের ম্যাচের প্রতিপক্ষ কে?’
স্পোর্টস মেইল জানাচ্ছে, হামেসকে কিনতে আগ্রহ দেখিয়েছে এফসি পোর্তো। ২০০৪ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতা পর্তুগিজ ক্লাবটি কলম্বিয়ান তারকাকে এত বেতন দিতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন অবশ্য থেকেই যায়।
হামেসের পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী হলেও এখনো উচ্চ বেতনভোগী খেলোয়াড়দের একজন তিনি। বসে বসে খেয়েও এভারটনের থেকে সপ্তাহে ২ কোটি ৫৫ লাখ টাকা বেতন বুঝে নেন তিনি!

জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন শুরুর একাদশে হয়ে পড়েছিলেন ব্রাত্য। অনেক ম্যাচে বদলি হিসেবেও নামানো হতো না তাঁকে। ক্ষোভে–অভিমানে গত বছর তাই মাদ্রিদ ছেড়েছিলেন হামেস রদ্রিগেজ।
প্রিয় গুরু কার্লো আনচেলোত্তির ডাকে সাড়া দিয়ে নাম লিখিয়েছিলেন এভারটনে। সেই আনচেলত্তি এভারটন ছেড়ে আবার রিয়ালের কোচ হওয়ায় এখন আর ইংলিশ ক্লাবটিতে মন বসছে না কলম্বিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার হামেসের।
এভারটনে এক বছর না কাটাতেই পুরো ৩৬০ ডিগ্রি ঘুরে গেছেন ২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী হামেস। সেটা এতটাই যে, পরের ম্যাচে এভারটনের প্রতিপক্ষ কে; তা জানার বিন্দুমাত্র আগ্রহ নেই তাঁর! আচরণ দিয়েই যেন বুঝিয়ে দিতে চাইছেন লিভারপুলের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবটির হয়ে আর মাঠে নামার ইচ্ছে নেই ৩০ বছর বয়সী তারকার।
ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে ৩–১ গোলে জিতেছে এভারটন। আইসোলেশনে থাকায় ওই ম্যাচ খেলতে পারেননি হামেস।
আগামীকাল দ্বিতীয় ম্যাচে মার্সেলো বিয়েলসার লিডস ইউনাইটেডের মুখোমুখি হবে এভারটন। এ ম্যাচ খেলতে কোনো বাধা না থাকলেও হামেস গো ধরে বসে আছেন।
একটি লাইভ স্ট্রিমিংয়ে যুক্ত হয়ে হামেস বলেছেন, ‘এ সপ্তাহে আমি আর নামছি না। হয়তো এই ক্লাবের হয়ে আর কখনো নয়। আমি তো ভিডিও গেমস খেলেই দিন পার করছি। কার বিপক্ষে খেলা তাও জানি না। আচ্ছা, কেউ আমাকে বলতে পারবেন পরের ম্যাচের প্রতিপক্ষ কে?’
স্পোর্টস মেইল জানাচ্ছে, হামেসকে কিনতে আগ্রহ দেখিয়েছে এফসি পোর্তো। ২০০৪ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতা পর্তুগিজ ক্লাবটি কলম্বিয়ান তারকাকে এত বেতন দিতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন অবশ্য থেকেই যায়।
হামেসের পারফরম্যান্সের গ্রাফ নিম্নমুখী হলেও এখনো উচ্চ বেতনভোগী খেলোয়াড়দের একজন তিনি। বসে বসে খেয়েও এভারটনের থেকে সপ্তাহে ২ কোটি ৫৫ লাখ টাকা বেতন বুঝে নেন তিনি!

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
২০ মিনিট আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
১ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদে কেন টিকতে পারলেন না জাভি আলোনসো। রিয়ালের ‘ঘরের ছেলে’ জাবি আলোনসো কোচ হিসেবে যদি টিকতে না পারেন, তাহলে বাইরে থেকে আসা কোচ কীভাবে কাজ করবেন বার্নাব্যুতে!
১ ঘণ্টা আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১৩ ঘণ্টা আগে