
আল-বাইত স্টেডিয়ামে কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হলো ২০২২ ফুটবল বিশ্বকাপ। ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে স্বাগতিকেরা। কাতার কোচ ফেলিক্স স্যানচেজ মনে করেন, জয়টা ইকুয়েডরের প্রাপ্য ছিল।
গতকাল ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে ইকুয়েডর। তিন মিনিটেই গোলের দেখা পেত ইকুয়েডর। কিন্তু অফসাইডে এনার ভ্যালেন্সিয়ার গোলটা বাতিল হয়ে যায়। তবে ১৬ মিনিটে পেনাল্টি থেকেই গোল করেন ভ্যালেন্সিয়া। আর ৩১ মিনিটে ইকুয়েডরের এই ফরোয়ার্ড দারুণ এক হেডে ব্যবধান দ্বিগুণ করেন। পুরো ম্যাচে ইকুয়েডর তিনটা শট করেছিল কাতারের গোলপোস্টকে লক্ষ্য করে। কিন্তু স্বাগতিক কাতার প্রতিপক্ষের লক্ষ্য বরাবর একটা শটও নিতে পারেনি। জয়ী দলকে অভিনন্দন জানিয়ে স্যানচেজ বলেন, জানিয়ে কাতার কোচ বলেন, ‘অজুহাত দেওয়ার কিছু নেই। জয়টা তাদের (ইকুয়েডর) প্রাপ্য। তাদেরকে অভিনন্দন জানাতেই হচ্ছে। আমরা এখান থেকে শিখছি এবং আমি নিশ্চিত পরের ম্যাচে আমরা ভালো কিছু করতে পারব।’
দেশ ও দল-দুই হিসেবেই গতকাল কাতারের অভিষেক হলো ফুটবল বিশ্বকাপে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত কাতারের সমর্থনে দর্শকরা গ্যালারিতে গলা ফাটাচ্ছিলেন। স্বাগতিক দর্শকদের এমন বাঁধভাঙা উচ্ছ্বাস মুগ্ধ করেছে স্যানচেজকে। কাতার কোচ বলেন, ‘অসাধারণ পরিবেশে খেলা হয়েছে। এই ম্যাচ নিয়ে দর্শকদের অনেক আগ্রহ ছিল। টুর্নামেন্টের শেষ পর্যন্ত তারা আমাদের সমর্থন দেবে।’
২৫ নভেম্বর সেনেগালের বিপক্ষে মাঠে নামবে কাতার। আর ২৯ নভেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে স্বাগতিকেরা।

আল-বাইত স্টেডিয়ামে কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হলো ২০২২ ফুটবল বিশ্বকাপ। ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে স্বাগতিকেরা। কাতার কোচ ফেলিক্স স্যানচেজ মনে করেন, জয়টা ইকুয়েডরের প্রাপ্য ছিল।
গতকাল ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে ইকুয়েডর। তিন মিনিটেই গোলের দেখা পেত ইকুয়েডর। কিন্তু অফসাইডে এনার ভ্যালেন্সিয়ার গোলটা বাতিল হয়ে যায়। তবে ১৬ মিনিটে পেনাল্টি থেকেই গোল করেন ভ্যালেন্সিয়া। আর ৩১ মিনিটে ইকুয়েডরের এই ফরোয়ার্ড দারুণ এক হেডে ব্যবধান দ্বিগুণ করেন। পুরো ম্যাচে ইকুয়েডর তিনটা শট করেছিল কাতারের গোলপোস্টকে লক্ষ্য করে। কিন্তু স্বাগতিক কাতার প্রতিপক্ষের লক্ষ্য বরাবর একটা শটও নিতে পারেনি। জয়ী দলকে অভিনন্দন জানিয়ে স্যানচেজ বলেন, জানিয়ে কাতার কোচ বলেন, ‘অজুহাত দেওয়ার কিছু নেই। জয়টা তাদের (ইকুয়েডর) প্রাপ্য। তাদেরকে অভিনন্দন জানাতেই হচ্ছে। আমরা এখান থেকে শিখছি এবং আমি নিশ্চিত পরের ম্যাচে আমরা ভালো কিছু করতে পারব।’
দেশ ও দল-দুই হিসেবেই গতকাল কাতারের অভিষেক হলো ফুটবল বিশ্বকাপে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত কাতারের সমর্থনে দর্শকরা গ্যালারিতে গলা ফাটাচ্ছিলেন। স্বাগতিক দর্শকদের এমন বাঁধভাঙা উচ্ছ্বাস মুগ্ধ করেছে স্যানচেজকে। কাতার কোচ বলেন, ‘অসাধারণ পরিবেশে খেলা হয়েছে। এই ম্যাচ নিয়ে দর্শকদের অনেক আগ্রহ ছিল। টুর্নামেন্টের শেষ পর্যন্ত তারা আমাদের সমর্থন দেবে।’
২৫ নভেম্বর সেনেগালের বিপক্ষে মাঠে নামবে কাতার। আর ২৯ নভেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে স্বাগতিকেরা।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৫ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৬ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৬ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৮ ঘণ্টা আগে