
কিংবদন্তি খেলোয়াড়দের সঙ্গে তরুণদের তুলনা তো নতুন কিছু নয়। ক্রিকেট, ফুটবলসহ বেশিরভাগ খেলায় ঐতিহ্যবাহী দল, ক্লাবগুলোতে এমন তুলনা হয়ে থাকে। রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পে আসার পর অনেকেই ক্রিস্টিয়ানো রোনালদোর উত্তরসূরী মনে করেন তাঁকে (এমবাপ্পে)। তবে এমবাপ্পে জানালেন, ঐতিহ্যবাহী ক্লাবে নিজের স্বকীয়তা ধরে রাখতে চান।
সান্টিয়াগো বার্নাব্যুতে গত রাতে লা লিগায় রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ছিল রিয়াল বেতিস। এমবাপ্পের জোড়া গোলে মাদ্রিদ জেতে ২-০ গোলে। যেখানে ৬৭ মিনিটে ফেদেরিকো ভালভার্দের অ্যাসিস্টে প্রথম গোলটি করেন এমবাপ্পে। দ্বিতীয় গোল এমবাপ্পে করেন পেনাল্টি থেকে। লা লিগায় প্রথমবার গোল পাওয়ার পর এমবাপ্পেকে জিজ্ঞেস করা হয়, রোনালদোর ছায়া তিনি (এমবাপ্পে) নিজের মধ্যে দেখতে পান কি না। এমবাপ্পে তখন বলেন, ‘রোনালদোকে নিয়ে ভাবছি না। তার প্রতি সম্মান রেখেই আমি বলছি সেটা। সবাই আপনারা জানেন যে এখানে কিলিয়ান হতে এসেছি।’
রিয়ালে নিজের অভিষেক ম্যাচেই গোলের দেখা পান এমবাপ্পে। উয়েফা সুপার কাপে আতালান্তার বিপক্ষে গোলটি করেন তিনি। তবে লা লিগায় গোলের দেখা পেলেন চতুর্থ ম্যাচে এসে। স্প্যানিশ লিগটিতে গোলের হালখাতা খোলার পর এমবাপ্পে বলেন, ‘এটা দারুণ এক মুহূর্ত। ঐতিহাসিক এই স্টেডিয়ামে গোল করতে মুখিয়ে ছিলাম। বিশ্বেরই সেরা স্টেডিয়াম এটা। আমার ক্যারিয়ারে অসংখ্য গোল করেছি। আরও করব। তিন ম্যাচে গোল না পাওয়া আমার জন্য বড় ব্যাপার ছিল। তবে ঠিক আছে। সতীর্থদের ব্যাপারে আত্মবিশ্বাস ছিল।’
চ্যাম্পিয়নস লিগ, লা লিগা দুটিতেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তবে ২০২৪-২৫ লা লিগায় তাদের শুরুটা ভালো হয়নি। প্রথম তিন ম্যাচে মাত্র ১ ম্যাচ জিতেছিল ‘রয়্যাল মাদ্রিদ’। বাকি দুই ম্যাচ করেছিল ড্র। নিজের গোলের চেয়েও গত রাতে দলের জয়কে এগিয়ে রাখছেন এমবাপ্পে, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে জয়। লাস পালমাস ম্যাচের পর আমাদের জিততেই হতো। যদিও আমরা কঠিন এক প্রতিপক্ষের বিপক্ষে খেলেছি। যেখানে সবাই আমাদের প্রতিপক্ষ। তবে আমরা রিয়াল মাদ্রিদ এবং শেষ পর্যন্ত জিতেছি।’
পিএসজি থেকে এবারই রিয়াল মাদ্রিদে এসেছেন এমবাপ্পে। ফরাসি ক্লাবটির হয়ে কোনোবার চ্যাম্পিয়নস লিগ না জেতা হলেও ৬ বার লিগ ওয়ান, ৪ বার ফ্রেঞ্চ কাপ জিতেছেন। অন্যদিকে রোনালদো ইউরোপ পর্ব শেষে গত দেড় বছর সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। পর্তুগিজ তারকা লা লিগায় ২৯২ ম্যাচে করেছিলেন ৩১১ গোল।

কিংবদন্তি খেলোয়াড়দের সঙ্গে তরুণদের তুলনা তো নতুন কিছু নয়। ক্রিকেট, ফুটবলসহ বেশিরভাগ খেলায় ঐতিহ্যবাহী দল, ক্লাবগুলোতে এমন তুলনা হয়ে থাকে। রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পে আসার পর অনেকেই ক্রিস্টিয়ানো রোনালদোর উত্তরসূরী মনে করেন তাঁকে (এমবাপ্পে)। তবে এমবাপ্পে জানালেন, ঐতিহ্যবাহী ক্লাবে নিজের স্বকীয়তা ধরে রাখতে চান।
সান্টিয়াগো বার্নাব্যুতে গত রাতে লা লিগায় রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ছিল রিয়াল বেতিস। এমবাপ্পের জোড়া গোলে মাদ্রিদ জেতে ২-০ গোলে। যেখানে ৬৭ মিনিটে ফেদেরিকো ভালভার্দের অ্যাসিস্টে প্রথম গোলটি করেন এমবাপ্পে। দ্বিতীয় গোল এমবাপ্পে করেন পেনাল্টি থেকে। লা লিগায় প্রথমবার গোল পাওয়ার পর এমবাপ্পেকে জিজ্ঞেস করা হয়, রোনালদোর ছায়া তিনি (এমবাপ্পে) নিজের মধ্যে দেখতে পান কি না। এমবাপ্পে তখন বলেন, ‘রোনালদোকে নিয়ে ভাবছি না। তার প্রতি সম্মান রেখেই আমি বলছি সেটা। সবাই আপনারা জানেন যে এখানে কিলিয়ান হতে এসেছি।’
রিয়ালে নিজের অভিষেক ম্যাচেই গোলের দেখা পান এমবাপ্পে। উয়েফা সুপার কাপে আতালান্তার বিপক্ষে গোলটি করেন তিনি। তবে লা লিগায় গোলের দেখা পেলেন চতুর্থ ম্যাচে এসে। স্প্যানিশ লিগটিতে গোলের হালখাতা খোলার পর এমবাপ্পে বলেন, ‘এটা দারুণ এক মুহূর্ত। ঐতিহাসিক এই স্টেডিয়ামে গোল করতে মুখিয়ে ছিলাম। বিশ্বেরই সেরা স্টেডিয়াম এটা। আমার ক্যারিয়ারে অসংখ্য গোল করেছি। আরও করব। তিন ম্যাচে গোল না পাওয়া আমার জন্য বড় ব্যাপার ছিল। তবে ঠিক আছে। সতীর্থদের ব্যাপারে আত্মবিশ্বাস ছিল।’
চ্যাম্পিয়নস লিগ, লা লিগা দুটিতেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তবে ২০২৪-২৫ লা লিগায় তাদের শুরুটা ভালো হয়নি। প্রথম তিন ম্যাচে মাত্র ১ ম্যাচ জিতেছিল ‘রয়্যাল মাদ্রিদ’। বাকি দুই ম্যাচ করেছিল ড্র। নিজের গোলের চেয়েও গত রাতে দলের জয়কে এগিয়ে রাখছেন এমবাপ্পে, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে জয়। লাস পালমাস ম্যাচের পর আমাদের জিততেই হতো। যদিও আমরা কঠিন এক প্রতিপক্ষের বিপক্ষে খেলেছি। যেখানে সবাই আমাদের প্রতিপক্ষ। তবে আমরা রিয়াল মাদ্রিদ এবং শেষ পর্যন্ত জিতেছি।’
পিএসজি থেকে এবারই রিয়াল মাদ্রিদে এসেছেন এমবাপ্পে। ফরাসি ক্লাবটির হয়ে কোনোবার চ্যাম্পিয়নস লিগ না জেতা হলেও ৬ বার লিগ ওয়ান, ৪ বার ফ্রেঞ্চ কাপ জিতেছেন। অন্যদিকে রোনালদো ইউরোপ পর্ব শেষে গত দেড় বছর সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। পর্তুগিজ তারকা লা লিগায় ২৯২ ম্যাচে করেছিলেন ৩১১ গোল।

নতুন বছরে সবার চোখ থাকবে ফিফা বিশ্বকাপে। তবে এই বৈশ্বিক ফুটবলযজ্ঞের বছরে রয়েছে ছেলেদের ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ । ফুটবলে আছে মেয়েদের এশিয়ান কাপ এবং অনূর্ধ্ব -২০ মেয়েদের এশিয়ান কাপও । ফিফা বিশ্বকাপে বাংলাদেশ দর্শক হলেও এসব বৈশ্বিক টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
বিদায় নিল ২০২৫। এল ২০২৬। বিদায়ী বছরের শেষ দিনে আফ্রিকা কাপ অব নেশনসের গ্রুপ পর্ব শেষ হয়েছে। তাতে নির্ধারিত হয়েছে ২০২৫-২৬ আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) শেষ ষোলোর লাইনআপ।
১ ঘণ্টা আগে
নতুন বছরে সবার চোখ থাকবে ফিফা বিশ্বকাপে । তবে এই বৈশ্বিক ফুটবলযজ্ঞের বছরে রয়েছে ছেলেদের ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ । ফুটবলে আছে মেয়েদের এশিয়ান কাপ এবং অনূর্ধ্ব -২০ মেয়েদের এশিয়ান কাপও । ফিফা বিশ্বকাপে বাংলাদেশ দর্শক হলেও এসব বৈশ্বিক টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ ।
১ ঘণ্টা আগে
২০২৫ সাল শেষে এল ২০২৬। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নতুন বছরকে বরণ করে নিয়েছেন দেশবাসী। গান বাজনার পাশাপাশি আতশবাজি, পটকা ফুটিয়ে গত রাতে অনেকে উদযাপন করেছেন ‘থার্টি ফার্স্ট নাইট’। কিন্তু দেশে শোকের পরিবেশে নতুন বছরের আগমন উপলক্ষ্যে এমন জমকালো আয়োজন মেনে নিতে পারছেন না।
২ ঘণ্টা আগে