
চোটের কারণে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মাঠে নামতে পারেননি আনহেল দি মারিয়া। তাঁকে ছাড়াই অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে মাঠের খেলায় দি মারিয়াকে ঠিকই অনুভব করেছে দল।
দি মারিয়ার জায়গায় অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুর একাদশে খেলেছেন পাপু গোমেজ। পিএসজি স্ট্রাইকারের মতো সেভাবে প্রভাব রাখতে পারেননি এই মিডফিল্ডার। তাই কোয়ার্টার ফাইনালে সুস্থ দি মারিয়াকেই দলে দেখতে চান সমর্থকেরা। আগামী শুক্রবার শক্তিশালী নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।
তবে শেষ আটে দি মারিয়া খেলাবেন কি না, তা স্পষ্ট হওয়া গেল না। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বললেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে আনহেল খেলার জন্য ছিল না। তাকে পুরো সময় বেঞ্চে রাখা হয়েছে আকর্ষণের জন্য। আশা করি যত দিন যাবে, সে উন্নতি করবে এবং খেলায় ফিরতে পারবে।’
তবে গুঞ্জন রয়েছে, নেদারল্যান্ডসের বিপক্ষে দি মারিয়াকে পুরোপুরি ফিট পেতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামানো হয়নি। গ্রুপ পর্বে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৫৯ মিনিটে এই স্ট্রাইকারকে তুলে নেন স্কালোনি। দলের সেরা একজন ফুটবলারকে এভাবে তুলে নেওয়ায়, তখনই শুরু হয় আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশাও প্রকাশ করেন সমর্থকেরা।
তবে ম্যাচ শেষে স্কালোনি বিষয়টি পরিষ্কার করেছিলেন, ‘দি মারিয়া ঊরুর পেশিতে ব্যথা অনুভব করছিল, তাই আমরা তাকে তুলে আনি।’
বড় কোনো প্রতিযোগিতা আর দি মারিয়ার চোট নতুন কিছু নয়। গুরুত্বপূর্ণ সময়ে আর্জেন্টিনা আগেও তাঁকে অনেকবার পায়নি। যখনই আবার পেয়েছে, তখনই শিরোপা জিতেছে। কোপা আমেরিকা ও ফিনালিসিমার ট্রফি জয়ে দি মারিয়ার গুরুত্বপূর্ণ অবদান ছিল।

চোটের কারণে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মাঠে নামতে পারেননি আনহেল দি মারিয়া। তাঁকে ছাড়াই অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে মাঠের খেলায় দি মারিয়াকে ঠিকই অনুভব করেছে দল।
দি মারিয়ার জায়গায় অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুর একাদশে খেলেছেন পাপু গোমেজ। পিএসজি স্ট্রাইকারের মতো সেভাবে প্রভাব রাখতে পারেননি এই মিডফিল্ডার। তাই কোয়ার্টার ফাইনালে সুস্থ দি মারিয়াকেই দলে দেখতে চান সমর্থকেরা। আগামী শুক্রবার শক্তিশালী নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।
তবে শেষ আটে দি মারিয়া খেলাবেন কি না, তা স্পষ্ট হওয়া গেল না। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বললেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে আনহেল খেলার জন্য ছিল না। তাকে পুরো সময় বেঞ্চে রাখা হয়েছে আকর্ষণের জন্য। আশা করি যত দিন যাবে, সে উন্নতি করবে এবং খেলায় ফিরতে পারবে।’
তবে গুঞ্জন রয়েছে, নেদারল্যান্ডসের বিপক্ষে দি মারিয়াকে পুরোপুরি ফিট পেতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামানো হয়নি। গ্রুপ পর্বে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৫৯ মিনিটে এই স্ট্রাইকারকে তুলে নেন স্কালোনি। দলের সেরা একজন ফুটবলারকে এভাবে তুলে নেওয়ায়, তখনই শুরু হয় আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশাও প্রকাশ করেন সমর্থকেরা।
তবে ম্যাচ শেষে স্কালোনি বিষয়টি পরিষ্কার করেছিলেন, ‘দি মারিয়া ঊরুর পেশিতে ব্যথা অনুভব করছিল, তাই আমরা তাকে তুলে আনি।’
বড় কোনো প্রতিযোগিতা আর দি মারিয়ার চোট নতুন কিছু নয়। গুরুত্বপূর্ণ সময়ে আর্জেন্টিনা আগেও তাঁকে অনেকবার পায়নি। যখনই আবার পেয়েছে, তখনই শিরোপা জিতেছে। কোপা আমেরিকা ও ফিনালিসিমার ট্রফি জয়ে দি মারিয়ার গুরুত্বপূর্ণ অবদান ছিল।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৬ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৮ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৮ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৯ ঘণ্টা আগে