নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারী লিগ শেষ হওয়ার পর তিন দিনের ছুটি নিয়ে সিরাজগঞ্জে নিজের বাড়ি গিয়েছিলেন নারী সাফজয়ী ডিফেন্ডার আঁখি খাতুন। এরপর দেড় মাস ধরে জাতীয় দলের ক্যাম্পে না ফেরায় আঁখির বিরুদ্ধে ব্যবস্থার নেওয়া হবে বলে জানিয়েছেন বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
জানা গেছে, গত ডিসেম্বরে বসুন্ধরা কিংসের হয়ে লিগ জয়ের পর ছুটিতে যান আঁখি। এরপর দেড় মাসেও ক্যাম্পে না ফেরায় কারণ দর্শানো নোটিশ পাঠানো হয় তাঁকে। কিন্তু আঁখির কাছ থেকে কোনো জবাব আসেনি বলে জানিয়েছেন নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন। জাতীয় দলের দীর্ঘদেহী ও নির্ভরযোগ্য এই ডিফেন্ডারের এমন আচরণে হতাশ ছোটন। বলেছেন, ‘আমরা সব সময় যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তাঁর থেকে কোনো সাড়া পাইনি। দুই দিনের ছুটির কথা বলে দেড় মাস হয়ে গেছে। একজন পেশাদার খেলোয়াড়ের কাছ থেকে এমন আচরণ হতাশাজনক।’
নোটিশের জবাব না দেওয়ায় জাতীয় দলের ক্যাম্পে জায়গা হারাতে পারেন আঁখি। আগামী এপ্রিলে শুরু হবে অলিম্পিকের বাছাইপর্ব। মার্চে আছে নারী দলের ফিফা উইন্ডো। এসব ম্যাচে আঁখিকে নাও খেলানো হতে পারে বলে ইঙ্গিত মাহফুজা আক্তার কিরণের। বললেন, ‘এখন আঁখি আসতে না চাইলে ওকে কি গলায় দড়ি ধরে নিয়ে আসব? তিন দিনের ছুটির কথা বলে একটা খেলোয়াড় দেড়-দুই মাস ক্যাম্পে নেই, এটা কী পেশাদার খেলোয়াড়ের আচরণ হতে পারে? ওকে চিঠি দেওয়া হয়েছে, কোনো জবাব নেই। এখন বাফুফে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ওকে ভবিষ্যতে ক্যাম্পে নাও দেখা যেতে পারে!’
কেন ক্যাম্পের বাইরে আঁখি সেই উত্তর জানতে যোগাযোগ করা হয়েছিল তাঁর সঙ্গে। জবাবে এই ডিফেন্ডার বলেছেন, ‘ক্যাম্পে নেই কারণ আম্মু অসুস্থ। তাই ছুটি নিয়েছি। আমার পরিবারে এমন কেউ নেই যে আমার মা কে দেখাশোনা করবে। তাই আমাকে থাকতে হচ্ছে। সামনে আমার মা কে অপারেশন করাতে হবে। সেটা নিয়েই ডাক্তারের সঙ্গে আলোচনা করছি। ডাক্তার তারিখ নির্ধারণ করলেই অপারেশন করে ফেলব। তবে ক্যাম্পে কবে ফিরব সেই সিদ্ধান্ত নিইনি।’
ক্যাম্পে না ফিরলে আনুচিং মগিনি, সাজেদা খাতুনদের দলে দেখা যেতে পারে আঁখি খাতুনকেও। পারফরম্যান্স ভালো না হওয়ায় জাতীয় দলের ক্যাম্প থেকে বাদ পড়েছেন আনুচিং ও সাজেদা। অভিমানে ফুটবলকে বিদায় বলেছেন দুই ফুটবলার। ঠিক সময়ে ক্যাম্পে যোগ না দেওয়ায় একই হুমকিতে আছেন এখন আঁখিও!

নারী লিগ শেষ হওয়ার পর তিন দিনের ছুটি নিয়ে সিরাজগঞ্জে নিজের বাড়ি গিয়েছিলেন নারী সাফজয়ী ডিফেন্ডার আঁখি খাতুন। এরপর দেড় মাস ধরে জাতীয় দলের ক্যাম্পে না ফেরায় আঁখির বিরুদ্ধে ব্যবস্থার নেওয়া হবে বলে জানিয়েছেন বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
জানা গেছে, গত ডিসেম্বরে বসুন্ধরা কিংসের হয়ে লিগ জয়ের পর ছুটিতে যান আঁখি। এরপর দেড় মাসেও ক্যাম্পে না ফেরায় কারণ দর্শানো নোটিশ পাঠানো হয় তাঁকে। কিন্তু আঁখির কাছ থেকে কোনো জবাব আসেনি বলে জানিয়েছেন নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন। জাতীয় দলের দীর্ঘদেহী ও নির্ভরযোগ্য এই ডিফেন্ডারের এমন আচরণে হতাশ ছোটন। বলেছেন, ‘আমরা সব সময় যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তাঁর থেকে কোনো সাড়া পাইনি। দুই দিনের ছুটির কথা বলে দেড় মাস হয়ে গেছে। একজন পেশাদার খেলোয়াড়ের কাছ থেকে এমন আচরণ হতাশাজনক।’
নোটিশের জবাব না দেওয়ায় জাতীয় দলের ক্যাম্পে জায়গা হারাতে পারেন আঁখি। আগামী এপ্রিলে শুরু হবে অলিম্পিকের বাছাইপর্ব। মার্চে আছে নারী দলের ফিফা উইন্ডো। এসব ম্যাচে আঁখিকে নাও খেলানো হতে পারে বলে ইঙ্গিত মাহফুজা আক্তার কিরণের। বললেন, ‘এখন আঁখি আসতে না চাইলে ওকে কি গলায় দড়ি ধরে নিয়ে আসব? তিন দিনের ছুটির কথা বলে একটা খেলোয়াড় দেড়-দুই মাস ক্যাম্পে নেই, এটা কী পেশাদার খেলোয়াড়ের আচরণ হতে পারে? ওকে চিঠি দেওয়া হয়েছে, কোনো জবাব নেই। এখন বাফুফে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ওকে ভবিষ্যতে ক্যাম্পে নাও দেখা যেতে পারে!’
কেন ক্যাম্পের বাইরে আঁখি সেই উত্তর জানতে যোগাযোগ করা হয়েছিল তাঁর সঙ্গে। জবাবে এই ডিফেন্ডার বলেছেন, ‘ক্যাম্পে নেই কারণ আম্মু অসুস্থ। তাই ছুটি নিয়েছি। আমার পরিবারে এমন কেউ নেই যে আমার মা কে দেখাশোনা করবে। তাই আমাকে থাকতে হচ্ছে। সামনে আমার মা কে অপারেশন করাতে হবে। সেটা নিয়েই ডাক্তারের সঙ্গে আলোচনা করছি। ডাক্তার তারিখ নির্ধারণ করলেই অপারেশন করে ফেলব। তবে ক্যাম্পে কবে ফিরব সেই সিদ্ধান্ত নিইনি।’
ক্যাম্পে না ফিরলে আনুচিং মগিনি, সাজেদা খাতুনদের দলে দেখা যেতে পারে আঁখি খাতুনকেও। পারফরম্যান্স ভালো না হওয়ায় জাতীয় দলের ক্যাম্প থেকে বাদ পড়েছেন আনুচিং ও সাজেদা। অভিমানে ফুটবলকে বিদায় বলেছেন দুই ফুটবলার। ঠিক সময়ে ক্যাম্পে যোগ না দেওয়ায় একই হুমকিতে আছেন এখন আঁখিও!

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
১ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
২ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৩ ঘণ্টা আগে