Ajker Patrika

এবারও স্প্যানিশ গণমাধ্যমে বসুন্ধরার শিরোপা জয়ের খবর

আপডেট : ১৯ জুলাই ২০২২, ১৫: ১৮
এবারও স্প্যানিশ গণমাধ্যমে বসুন্ধরার শিরোপা জয়ের খবর

স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের অধীনে টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) জিতেছে বসুন্ধরা কিংস। সোমবার সাইফ স্পোর্টিংকে তাদের হোম ভেন্যু মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২-০ গোলে হারিয়ে হ্যাটট্রিক শিরোপার আনন্দে মেতে ওঠে দেশের ফুটবল জায়ান্টরা। 

বসুন্ধরার শিরোপা জয়ের খবরটি বেশ ফলাও করে প্রকাশ করেছে দুই স্প্যানিশ ক্রীড়ামাধ্যম মার্কা ও এএস। ঘরের ছেলে ব্রুজনের বাংলাদেশের ফুটবলে জয়যাত্রায় গর্বিত স্প্যানিশরাও। গর্বিত ৪৫ বছর বয়সী কোচও। এই দুই খবরের লিংক এবং বসুন্ধরার শিরোপা জয়ের বেশ কয়েকটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন তিনি। 

বসুন্ধরা এবার শিরোপা জিতল দুই ম্যাচ হাতে রেখে। ২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে। আর নিকট প্রতিদ্বন্দ্বী আবাহনীর চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে থেকে। তবে এবারের লিগ জয়কে সবচেয়ে কঠিন মনে করেছেন ব্রুজন, ‘তৃতীয় লিগ শিরোপা জয় সবচেয়ে কঠিন, শ্রমসাধ্য এবং মিষ্টির। আমরা মৌসুমের শুরুতে ধাক্কা খেয়েছিলাম।’ 

বসুন্ধরার এবারের লিগ শুরু হয়েছিল নবাগত স্বাধীনতার বিপক্ষে হার দিয়ে। এরপর আর কোনো ম্যাচে হারেননি ব্রুজনের শিষ্যরা। তবে আবাহনীর কাছে স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ হারায় বেশ চাপে ছিল বসুন্ধরা। কারণ এএফসি কাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে বসুন্ধরাকে লিগ জিততেই হতো। সেই কাজটি করে দেখাল ব্রুজনের দল। সঙ্গে কেড়ে নিল মৌসুমে আবাহনীর ট্রেবল জয়ের স্বপ্ন।

২০১৮ সাল থেকে বসুন্ধরা কিংসের দায়িত্বে আছেন ব্রুজন। স্প্যানিশ কোচের অধীনে প্রথম দুই মৌসুমে লিগ জিতে ক্লাবটি। সেই খবরও আগে বেশ ফলাও করে প্রকাশ করেছিল স্প্যানিশ গণমাধ্যমগুলো।

স্পেনের ফুটবলে মোটামুটি পরিচিত নাম ব্রুজন। দেশটির শীর্ষ পর্যায়ে না হলেও বেশ কয়েকটি ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে তাঁর। দুই স্প্যানিশ ক্লাব সেল্তা ভিগোর যুব দল এবং মায়োর্কার সহকারী কোচ হিসেবে কাজের অভিজ্ঞতা আছে তাঁর। কোচিং ক্যারিয়ারে উপমহাদেশে এসে বেশ সফলতা পান ব্রুজন। ভারতের পর বাংলাদেশের ফুটবলও এখন তাঁর কৌশলে মুগ্ধ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত