ক্রীড়া ডেস্ক

২০২৪-২৫ মৌসুমটা রাফিনিয়া কাটিয়েছেন মনে রাখার মতো। স্প্যানিশ সুপার কাপ, লা লিগা, কোপা দেল রে—বার্সেলোনার তিনটি মেজর শিরোপা জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।
লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে থেকে টপকে ২০২৪-২৫ মৌসুমের লা লিগার সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন রাফিনিয়া। বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পাওয়া ব্রাজিলের এই ফুটবলার লা লিগায় খেলেন ৩৬ ম্যাচ। ১৮ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেন ১১ গোলে। অন্যদিকে ইয়ামাল পেয়েছেন সেরা অনূর্ধ্ব-২৩ ফুটবলারের পুরস্কার। ৯ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১৫ গোলে।
কদিন আগে শেষ হওয়া মৌসুমের লা লিগায় প্রথম দিকে পিছিয়ে থাকলেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। ইয়ামাল-রাফিনিয়ার নৈপুণ্যে ২ বছর পর লা লিগা শিরোপা জেতে বার্সা। কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ—এই দুই শিরোপা বার্সা জিতেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। অন্যদিকে এমবাপ্পে গত বছর প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে চলে আসেন রিয়াল মাদ্রিদে। লস ব্লাঙ্কোসদের হয়ে অভিষেক মৌসুমে ৫৬ ম্যাচে ৪৩ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন ৫ গোলে। যার মধ্যে লা লিগায় সর্বোচ্চ ৩৩ গোল করেছেন। তবে মৌসুমটা শেষ করেছেন শূন্য হাতে।
২০২৪-২৫ মৌসুমে বার্সেলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রাফিনিয়া ৫৭ ম্যাচ খেলেছেন। ৩৪ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেন ২৫ গোলে। শুধু চ্যাম্পিয়নস লিগের শিরোপা না জেতার আক্ষেপটাই তাঁর ছিল সদ্য শেষ হওয়া মৌসুমে। ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে কদিন আগে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতে পিএসজি।
২০২২ সালে লিডস ইউনাইটেড থেকে বার্সেলোনায় আসেন রাফিনিয়া। প্রথম দুই মৌসুমে নিজেকে মেলে ধরতে না পারলেও ২০২৪-২৫ মৌসুমে কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে বদলে যান রাফিনিয়া। ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে বার্সেলোনা।

২০২৪-২৫ মৌসুমটা রাফিনিয়া কাটিয়েছেন মনে রাখার মতো। স্প্যানিশ সুপার কাপ, লা লিগা, কোপা দেল রে—বার্সেলোনার তিনটি মেজর শিরোপা জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।
লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে থেকে টপকে ২০২৪-২৫ মৌসুমের লা লিগার সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন রাফিনিয়া। বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পাওয়া ব্রাজিলের এই ফুটবলার লা লিগায় খেলেন ৩৬ ম্যাচ। ১৮ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেন ১১ গোলে। অন্যদিকে ইয়ামাল পেয়েছেন সেরা অনূর্ধ্ব-২৩ ফুটবলারের পুরস্কার। ৯ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১৫ গোলে।
কদিন আগে শেষ হওয়া মৌসুমের লা লিগায় প্রথম দিকে পিছিয়ে থাকলেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। ইয়ামাল-রাফিনিয়ার নৈপুণ্যে ২ বছর পর লা লিগা শিরোপা জেতে বার্সা। কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ—এই দুই শিরোপা বার্সা জিতেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। অন্যদিকে এমবাপ্পে গত বছর প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে চলে আসেন রিয়াল মাদ্রিদে। লস ব্লাঙ্কোসদের হয়ে অভিষেক মৌসুমে ৫৬ ম্যাচে ৪৩ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন ৫ গোলে। যার মধ্যে লা লিগায় সর্বোচ্চ ৩৩ গোল করেছেন। তবে মৌসুমটা শেষ করেছেন শূন্য হাতে।
২০২৪-২৫ মৌসুমে বার্সেলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রাফিনিয়া ৫৭ ম্যাচ খেলেছেন। ৩৪ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেন ২৫ গোলে। শুধু চ্যাম্পিয়নস লিগের শিরোপা না জেতার আক্ষেপটাই তাঁর ছিল সদ্য শেষ হওয়া মৌসুমে। ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে কদিন আগে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতে পিএসজি।
২০২২ সালে লিডস ইউনাইটেড থেকে বার্সেলোনায় আসেন রাফিনিয়া। প্রথম দুই মৌসুমে নিজেকে মেলে ধরতে না পারলেও ২০২৪-২৫ মৌসুমে কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে বদলে যান রাফিনিয়া। ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে বার্সেলোনা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৮ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৯ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
১০ ঘণ্টা আগে