Ajker Patrika

ভিয়ারিয়ালের কাছে ২-১ গোলের পরাজয়ে বছর শুরু রিয়ালের

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১০: ৩১
ভিয়ারিয়ালের কাছে ২-১ গোলের পরাজয়ে বছর শুরু রিয়ালের

হার দিয়ে লা লিগায় নতুন বছর শুরু করল রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়ালের মাঠে ২-১ গোলে হেরেছে লস ব্ল্যাংকোসরা। ভিয়ারিয়ালের হয়ে গোল দুটি করেছেন ইরেমি পিনো ও জেরাড মোরেনো। আর রিয়ালের হয়ে ব্যবধান কমানো গোলটি করেছেন করিম বেনজামা। 

প্রথমার্ধ গোলশূন্য ড্র হলেও দ্বিতীয়ার্ধে হয়েছে ম্যাচের ৩ গোলই। বিরতির পর মাঠে নেমেই গোল পায় ভিয়ারিয়াল। ৪৭ মিনিটে দলকে এগিয়ে দেওয়া গোলটি করেন পিনো। গোল হজম করে আক্রমণে উঠে আসে রিয়াল। তার সুফলও পায় লস ব্ল্যাংকোসরা। প্রতিপক্ষের ডিফেন্ডার হুয়ান ফয়েথের হাতে বল লাগলে ভিএআরে পেনাল্টি পায় রিয়াল। ৬০ মিনিটে পেনাল্টিতে দলকে সমতায় ফেরান বেনজামা। 

তবে সমতায় ফেরার আনন্দটা বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের। দুই মিনিট পরেই পেনাল্টি পায় ভিয়ারিয়াল। প্রতিপক্ষের ডিফেন্ডার ফয়েথের পাস প্রতিহত করতে গিয়ে পড়ে যাওয়ার সময় হাতে বল লাগান রিয়াল ডিফেন্ডার ডেভিড আলাবা। ৬৩ মিনিটে পেনাল্টিতে গোল করে স্বাগতিকদের টানা তৃতীয় জয় এনে দিয়েছেন মোরেনো। শেষে চেষ্টা করেও গোল শোধ দিতে পারেনি রিয়াল।

শেষ পর্যন্ত ২-১ গোলে হেরেই প্রতিপক্ষদের মাঠ থেকে খালি হাতে ফিরতে হলো রিয়ালকে। ২০১৮ সালের পর ভিয়ারিয়ালের কাছে আবারও হারল বর্তমান চ্যাম্পিয়নরা। 

এই হারে শীর্ষে ওঠার সুযোগও হাতছাড়া করেছে রিয়াল। ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে কোচ কার্লো আনচেলত্তির দল। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৩৮ পয়েন্টে গোল ব্যবধানে শীর্ষে বার্সেলোনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

এরশাদের ১২৬টি আসনের টোপ প্রত্যাখ্যান করে সিদ্ধান্তে অটল ছিলেন খালেদা জিয়া

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত