নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে আলোচনায় রেফারি ক্লিফোর্ড দায়পুয়াত। বিশেষ করে ঢাকার জাতীয় স্টেডিয়ামে তাঁর শেষ মুহূর্তে বাংলাদেশকে পেনাল্টি না দেওয়াতে সমালোচনার শিকার হয়েছেন তিনি। রেফারি ও তাঁর স্ত্রী ফেসবুক প্রোফাইল লক করতে বাধ্য হয়েছেন।
জাতীয় স্টেডিয়ামে পরশু বাংলাদেশের ফয়সাল আহমেদ ফাহিমকে ডিবক্সের মধ্যে সিঙ্গাপুরের ইরফান নাজিব ফাউল করার পর পেনাল্টির আবেদন করা হয়েছে। কিন্তু পেনাল্টির বাঁশি বাজাননি রেফারি দায়পুয়াত। সামাজিক মাধ্যমে রেফারির এই সিদ্ধান্ত নিয়ে অনেক সমালোচনা হয়েছে। সমালোচনা থেকে দায়পুয়াত ও তাঁর স্ত্রী কেসা রুথ দুজনের ওপর শুরু হয় ব্যক্তিগত আক্রমণ। সেটা এতটাই তিক্ত পর্যায়ে চলে যায় যে রেফারি ও তাঁর স্ত্রী প্রোফাইল লক করতে বাধ্য হয়েছেন। দায়পুয়াত, রুথ দুজনের ফেসবুক আইডিতে গেলে দুজনের প্রোফাইলে লক দেখা যায়। অনলাইনে ভক্ত-সমর্থকদের আক্রমণ থেকে বাঁচতেই মূলত এমনটা করেছেন রেফারি ও তাঁর স্ত্রী।
রেফারির বিতর্কিত কাণ্ড পরশু যে ম্যাচে হয়েছে, সেই বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচ ছিল। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে সম্ভাব্য পেনাল্টিটা পায়নি বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকেরা তখন ২-১ গোলে পিছিয়ে। এরপর শেষভাগে এসে হামজা চৌধুরী, তারিক কাজী গোলের সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেননি। শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ।
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের অপর তিন দল ভারত, সিঙ্গাপুর ও হংকং। পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে থাকা সিঙ্গাপুর, হংকং উভয়েরই পয়েন্ট ৪। বাংলাদেশ ও ভারত অবস্থান করছে তিন ও চার নম্বরে। দুই দলেরই পয়েন্ট ১। মূলপর্বে খেলতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বিকল্প নেই ফাহামিদুল ইসলাম, হামজা ও শমিতদের।
আরও পড়ুন:

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে আলোচনায় রেফারি ক্লিফোর্ড দায়পুয়াত। বিশেষ করে ঢাকার জাতীয় স্টেডিয়ামে তাঁর শেষ মুহূর্তে বাংলাদেশকে পেনাল্টি না দেওয়াতে সমালোচনার শিকার হয়েছেন তিনি। রেফারি ও তাঁর স্ত্রী ফেসবুক প্রোফাইল লক করতে বাধ্য হয়েছেন।
জাতীয় স্টেডিয়ামে পরশু বাংলাদেশের ফয়সাল আহমেদ ফাহিমকে ডিবক্সের মধ্যে সিঙ্গাপুরের ইরফান নাজিব ফাউল করার পর পেনাল্টির আবেদন করা হয়েছে। কিন্তু পেনাল্টির বাঁশি বাজাননি রেফারি দায়পুয়াত। সামাজিক মাধ্যমে রেফারির এই সিদ্ধান্ত নিয়ে অনেক সমালোচনা হয়েছে। সমালোচনা থেকে দায়পুয়াত ও তাঁর স্ত্রী কেসা রুথ দুজনের ওপর শুরু হয় ব্যক্তিগত আক্রমণ। সেটা এতটাই তিক্ত পর্যায়ে চলে যায় যে রেফারি ও তাঁর স্ত্রী প্রোফাইল লক করতে বাধ্য হয়েছেন। দায়পুয়াত, রুথ দুজনের ফেসবুক আইডিতে গেলে দুজনের প্রোফাইলে লক দেখা যায়। অনলাইনে ভক্ত-সমর্থকদের আক্রমণ থেকে বাঁচতেই মূলত এমনটা করেছেন রেফারি ও তাঁর স্ত্রী।
রেফারির বিতর্কিত কাণ্ড পরশু যে ম্যাচে হয়েছে, সেই বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচ ছিল। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে সম্ভাব্য পেনাল্টিটা পায়নি বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকেরা তখন ২-১ গোলে পিছিয়ে। এরপর শেষভাগে এসে হামজা চৌধুরী, তারিক কাজী গোলের সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেননি। শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ।
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের অপর তিন দল ভারত, সিঙ্গাপুর ও হংকং। পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে থাকা সিঙ্গাপুর, হংকং উভয়েরই পয়েন্ট ৪। বাংলাদেশ ও ভারত অবস্থান করছে তিন ও চার নম্বরে। দুই দলেরই পয়েন্ট ১। মূলপর্বে খেলতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বিকল্প নেই ফাহামিদুল ইসলাম, হামজা ও শমিতদের।
আরও পড়ুন:

২০২৬ আইপিএল যেন বাংলাদেশে সম্প্রচার না করা হয়, সেই নির্দেশনা এসেছে তথ্য মন্ত্রণালয় থেকে। আইপিএল নিলাম থেকে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার কারণেই মূলত এমন সিদ্ধান্ত।
৭ মিনিট আগে
একহারা গড়নের এক তরুণ পেসার উইকেট নিয়ে শূন্যে লাফ দিচ্ছেন। শফিউল ইসলামের উদযাপনটা বাংলাদেশের অনেক ক্রিকেটপ্রেমীর স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে ব্রিস্টলে ইংল্যান্ডকে হারানোর সেই মুহূর্তটা।
১ ঘণ্টা আগে
নিজেদের সবশেষ দুই ম্যাচের দুটিতেই বাজেভাবে হেরেছে সিলেট টাইটান্স। ঘরের মাঠে স্বাগতিক সিলেট শেষ দুই ম্যাচে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালসের কাছে ৯ ও ৬ উইকেটে হেরেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন সিলেট। আজ মিরাজের দল নামবে হ্যাটট্রিক হার এড়াতে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা
১ ঘণ্টা আগে
আইপিএল নিলাম থেকে কেনার ২০ দিনের মধ্যেই মোস্তাফিজুর রহমানের নাম ছেঁটে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও রেশটা এখনো রয়েই গেছে। টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যাওয়া মোস্তাফিজ বিপিএলে দেখিয়েছেন তাঁর ভেলকি।
২ ঘণ্টা আগে