নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে আলোচনায় রেফারি ক্লিফোর্ড দায়পুয়াত। বিশেষ করে ঢাকার জাতীয় স্টেডিয়ামে তাঁর শেষ মুহূর্তে বাংলাদেশকে পেনাল্টি না দেওয়াতে সমালোচনার শিকার হয়েছেন তিনি। রেফারি ও তাঁর স্ত্রী ফেসবুক প্রোফাইল লক করতে বাধ্য হয়েছেন।
জাতীয় স্টেডিয়ামে পরশু বাংলাদেশের ফয়সাল আহমেদ ফাহিমকে ডিবক্সের মধ্যে সিঙ্গাপুরের ইরফান নাজিব ফাউল করার পর পেনাল্টির আবেদন করা হয়েছে। কিন্তু পেনাল্টির বাঁশি বাজাননি রেফারি দায়পুয়াত। সামাজিক মাধ্যমে রেফারির এই সিদ্ধান্ত নিয়ে অনেক সমালোচনা হয়েছে। সমালোচনা থেকে দায়পুয়াত ও তাঁর স্ত্রী কেসা রুথ দুজনের ওপর শুরু হয় ব্যক্তিগত আক্রমণ। সেটা এতটাই তিক্ত পর্যায়ে চলে যায় যে রেফারি ও তাঁর স্ত্রী প্রোফাইল লক করতে বাধ্য হয়েছেন। দায়পুয়াত, রুথ দুজনের ফেসবুক আইডিতে গেলে দুজনের প্রোফাইলে লক দেখা যায়। অনলাইনে ভক্ত-সমর্থকদের আক্রমণ থেকে বাঁচতেই মূলত এমনটা করেছেন রেফারি ও তাঁর স্ত্রী।
রেফারির বিতর্কিত কাণ্ড পরশু যে ম্যাচে হয়েছে, সেই বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচ ছিল। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে সম্ভাব্য পেনাল্টিটা পায়নি বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকেরা তখন ২-১ গোলে পিছিয়ে। এরপর শেষভাগে এসে হামজা চৌধুরী, তারিক কাজী গোলের সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেননি। শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ।
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের অপর তিন দল ভারত, সিঙ্গাপুর ও হংকং। পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে থাকা সিঙ্গাপুর, হংকং উভয়েরই পয়েন্ট ৪। বাংলাদেশ ও ভারত অবস্থান করছে তিন ও চার নম্বরে। দুই দলেরই পয়েন্ট ১। মূলপর্বে খেলতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বিকল্প নেই ফাহামিদুল ইসলাম, হামজা ও শমিতদের।
আরও পড়ুন:

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে আলোচনায় রেফারি ক্লিফোর্ড দায়পুয়াত। বিশেষ করে ঢাকার জাতীয় স্টেডিয়ামে তাঁর শেষ মুহূর্তে বাংলাদেশকে পেনাল্টি না দেওয়াতে সমালোচনার শিকার হয়েছেন তিনি। রেফারি ও তাঁর স্ত্রী ফেসবুক প্রোফাইল লক করতে বাধ্য হয়েছেন।
জাতীয় স্টেডিয়ামে পরশু বাংলাদেশের ফয়সাল আহমেদ ফাহিমকে ডিবক্সের মধ্যে সিঙ্গাপুরের ইরফান নাজিব ফাউল করার পর পেনাল্টির আবেদন করা হয়েছে। কিন্তু পেনাল্টির বাঁশি বাজাননি রেফারি দায়পুয়াত। সামাজিক মাধ্যমে রেফারির এই সিদ্ধান্ত নিয়ে অনেক সমালোচনা হয়েছে। সমালোচনা থেকে দায়পুয়াত ও তাঁর স্ত্রী কেসা রুথ দুজনের ওপর শুরু হয় ব্যক্তিগত আক্রমণ। সেটা এতটাই তিক্ত পর্যায়ে চলে যায় যে রেফারি ও তাঁর স্ত্রী প্রোফাইল লক করতে বাধ্য হয়েছেন। দায়পুয়াত, রুথ দুজনের ফেসবুক আইডিতে গেলে দুজনের প্রোফাইলে লক দেখা যায়। অনলাইনে ভক্ত-সমর্থকদের আক্রমণ থেকে বাঁচতেই মূলত এমনটা করেছেন রেফারি ও তাঁর স্ত্রী।
রেফারির বিতর্কিত কাণ্ড পরশু যে ম্যাচে হয়েছে, সেই বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচ ছিল। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে সম্ভাব্য পেনাল্টিটা পায়নি বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকেরা তখন ২-১ গোলে পিছিয়ে। এরপর শেষভাগে এসে হামজা চৌধুরী, তারিক কাজী গোলের সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেননি। শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ।
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। এই গ্রুপের অপর তিন দল ভারত, সিঙ্গাপুর ও হংকং। পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে থাকা সিঙ্গাপুর, হংকং উভয়েরই পয়েন্ট ৪। বাংলাদেশ ও ভারত অবস্থান করছে তিন ও চার নম্বরে। দুই দলেরই পয়েন্ট ১। মূলপর্বে খেলতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বিকল্প নেই ফাহামিদুল ইসলাম, হামজা ও শমিতদের।
আরও পড়ুন:

রেকর্ড দামে নিয়েও মোস্তাফিজুর রহমানের কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়ার ঘটনায় তোলপাড় বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। ক্রিকেটের বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে সিলেটে আজ ‘মিনি বিসিবি’ উদ্বোধন করলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যম কর্মীদের কাছে অবশ্য মিনি বিসিবির চেয়ে বেশি জানার আগ্র
২ ঘণ্টা আগে
অবিশ্বাস্য কিছু করে ফেলার দুয়ারেই ছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। শেষ ১৩ মিনিটে যেভাবে মেলে ধরে নিজেদের, তাতে বসুন্ধরা কিংসের কাঁপুনি ছুটে যায়। ৩ গোলে এগিয়ে থেকেও হারের শঙ্কায় ছিল মারিও গোমেসের দল। শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ৩-৩ গোলের ড্র নিয়ে
৩ ঘণ্টা আগে
নারী শুটারদের যৌন ও মানসিক নিপীড়নের অভিযোগ থাকা বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের যুগ্ম সম্পাদক জিএম হায়দার সাজ্জাদকে পদ থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ১ জানুয়ারি এনএসসির নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়ে
৫ ঘণ্টা আগে
চলতি বিগ ব্যাশে হোবার্টে হারিকেন্সের হয়ে দুর্দান্ত বোলিং করছেন রিশাদ হোসেন। সিডনি থান্ডারের হয়ে আজ উইকেট না পেলেও সবচেয়ে কম রান দিয়েছেন এই লেগস্পিনার। রিশাদের হিসেবি বোলিংয়ের দিনে বিগ ব্যাশে নিজের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন ডেভিড ওয়ার্নার।
৫ ঘণ্টা আগে