
বর্তমান ফুটবলের সেরা পেনাল্টি টেকারদের একজন তিনি। ক্লাব চেলসির হয়ে অধিকাংশ পেনাল্টি নেন তিনিই। সেই জর্জিনিয়োই কিনা সুইজারল্যান্ডের বিপক্ষে করেছিলেন পেনাল্টি মিস। কে জানত, সেই সুযোগ নষ্ট করার খেসারত ইতালিকে দিতে হবে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বাদ পড়ার মধ্যে দিয়ে?
গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে দুই লেগেই পেনাল্টির সুযোগ নষ্ট করেছিলেন জর্জিনিয়ো। চারবারের বিশ্বকাপজয়ীরা নষ্ট করেছিল সহজ দুই জয়ের সুযোগ। এ দুই ম্যাচের একটিতে জয় পেলেও আজ এই দুরবস্থা দেখতে হয় না আজ্জুরিদের। আগের বিশ্বকাপে খেলতে না পারার আক্ষেপটা পূরণ হয় এবার।
এই দুই পেনাল্টি নষ্টের বিষয়টিও হয়তো এতটা গুরুত্ব পেত না যদি কাল উত্তর মেসেডোনিয়ার বিপক্ষে জয় পেত ইতালি। পালের্মোতে চির রক্ষণাত্মক ইতালিকে রক্ষণের আসল সংজ্ঞা বুঝিয়ে কাল শেষ সময়ে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে উত্তর মেসেডোনিয়া।। আর এই এক হারে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চে খেলতে ব্যর্থ রবার্তো মানচিনির দল। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলছে না ইতালি, ফুটবল বিশ্বের কাছে এমন দৃশ্য যে একেবারেই অচেনা।
ইতালি বাদ পড়েছে, আর বাদ পড়ার কারণ খুঁজতে প্রথমেই এল জর্জিনিয়োর নাম। রাই স্পোর্টসের পক্ষ থেকে প্রশ্নও ধেয়ে গেল এই মিডফিল্ডারের দিকে। নিজেকে অপরাধী ভাবা জর্জিনিয়োর উত্তর ছিল ঠিক এমন, ‘যখনই চিন্তা করি তখনই কষ্ট লাগে। আমি এখনো ভাবি, এই কষ্ট হয়তো আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। দুবার সুযোগ পেয়েও গোল করতে না পারা, এই বোঝা আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে।’
অথচ বাছাইপর্ব থেকে বাদ পড়ার আগ পর্যন্ত দুর্দান্ত খেলছিল ইতালি। গত বছর জিতেছে মহাদেশীয় শিরোপার শ্রেষ্ঠত্ব ইউরো কাপ। ইউরোপের সেরা দল হয়েও বিশ্বকাপে খেলতে না পারার দুঃখটা জর্জিনিয়োর কষ্টটা বাড়িয়ে দিচ্ছে দ্বিগুণ, ‘ভীষণ কষ্ট। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আমাদের দলটায় সৃজনশীলতার কোনো অভাব ছিল না। সবগুলো ম্যাচেই আধিপত্য দেখিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত বিশ্বকাপে খেলতে পারছি না।’

বর্তমান ফুটবলের সেরা পেনাল্টি টেকারদের একজন তিনি। ক্লাব চেলসির হয়ে অধিকাংশ পেনাল্টি নেন তিনিই। সেই জর্জিনিয়োই কিনা সুইজারল্যান্ডের বিপক্ষে করেছিলেন পেনাল্টি মিস। কে জানত, সেই সুযোগ নষ্ট করার খেসারত ইতালিকে দিতে হবে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বাদ পড়ার মধ্যে দিয়ে?
গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে দুই লেগেই পেনাল্টির সুযোগ নষ্ট করেছিলেন জর্জিনিয়ো। চারবারের বিশ্বকাপজয়ীরা নষ্ট করেছিল সহজ দুই জয়ের সুযোগ। এ দুই ম্যাচের একটিতে জয় পেলেও আজ এই দুরবস্থা দেখতে হয় না আজ্জুরিদের। আগের বিশ্বকাপে খেলতে না পারার আক্ষেপটা পূরণ হয় এবার।
এই দুই পেনাল্টি নষ্টের বিষয়টিও হয়তো এতটা গুরুত্ব পেত না যদি কাল উত্তর মেসেডোনিয়ার বিপক্ষে জয় পেত ইতালি। পালের্মোতে চির রক্ষণাত্মক ইতালিকে রক্ষণের আসল সংজ্ঞা বুঝিয়ে কাল শেষ সময়ে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে উত্তর মেসেডোনিয়া।। আর এই এক হারে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চে খেলতে ব্যর্থ রবার্তো মানচিনির দল। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলছে না ইতালি, ফুটবল বিশ্বের কাছে এমন দৃশ্য যে একেবারেই অচেনা।
ইতালি বাদ পড়েছে, আর বাদ পড়ার কারণ খুঁজতে প্রথমেই এল জর্জিনিয়োর নাম। রাই স্পোর্টসের পক্ষ থেকে প্রশ্নও ধেয়ে গেল এই মিডফিল্ডারের দিকে। নিজেকে অপরাধী ভাবা জর্জিনিয়োর উত্তর ছিল ঠিক এমন, ‘যখনই চিন্তা করি তখনই কষ্ট লাগে। আমি এখনো ভাবি, এই কষ্ট হয়তো আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। দুবার সুযোগ পেয়েও গোল করতে না পারা, এই বোঝা আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে।’
অথচ বাছাইপর্ব থেকে বাদ পড়ার আগ পর্যন্ত দুর্দান্ত খেলছিল ইতালি। গত বছর জিতেছে মহাদেশীয় শিরোপার শ্রেষ্ঠত্ব ইউরো কাপ। ইউরোপের সেরা দল হয়েও বিশ্বকাপে খেলতে না পারার দুঃখটা জর্জিনিয়োর কষ্টটা বাড়িয়ে দিচ্ছে দ্বিগুণ, ‘ভীষণ কষ্ট। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। আমাদের দলটায় সৃজনশীলতার কোনো অভাব ছিল না। সবগুলো ম্যাচেই আধিপত্য দেখিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত বিশ্বকাপে খেলতে পারছি না।’

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৩ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে