
খেলা চলার সময় ভক্ত-সমর্থকদের হুটহাট মাঠে ঢুকে পড়া নিয়মিত দৃশ্য ফুটবলে। কথায় আছে না, ‘খ্যাতির বিড়ম্বনা’। সেই বিড়ম্বনায় মাঝেমধ্যে সহ্য করতে হয় লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোদের মতো তারকাদের। আবার প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের স্টেডিয়াম থেকে কলা কিংবা পানির বোতল ছুড়ে আঘাত করাও দেখা যায় প্রায় সময়। অনেক পাগলাটে সমর্থককে তো আচমকা মাঠে ঢুকে প্রতিপক্ষের খেলোয়াড়ের ওপর চওড়া হতেও দেখা গেছে।
তেমন এক কাণ্ডে এক সমর্থককে নিজেদের মাঠে ৪০ বছর নিষিদ্ধ করেছে পিএসভি আইন্দোফেন। তার বিরুদ্ধে ইউরোপা লিগে স্প্যানিশ ক্লাব সেভিয়ার গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচের ওপর আক্রমণের অপরাধ খুঁজে পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে ডাচ ক্লাবটি।
২০ বছর বয়সী ওই সমর্থক ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছেন নেদারল্যান্ডসের জাতীয় স্টেডিয়ামে। এ ছাড়া তাঁকে তিন মাসের কারাদণ্ডও দেওয়া হয়েছে। এমনকি পিএসভির ফিলিপস স্টেডিয়ামের আশপাশে দুই বছর যাওয়াও নিষিদ্ধ হয়ে গেছে তাঁর। ডাচ ক্লাবটি জানিয়েছে, তারা ওই সমর্থকের কাছ থেকে আর্থিক ক্ষতিপূরণ আদায়েরও বন্দোবস্ত করছে।
সেভিয়ার বিপক্ষে এমন ঘটনার দায় যে উয়েফা পিএসভির ওপরেই বর্তিয়েছে! শৃঙ্খলাভঙ্গের এই ঘটনায় ক্লাব ফুটবলের এই সর্বোচ্চ সংস্থা ক্লাবটির ওপর মামলার পাশাপাশি আর্থিক জরিমানাও করতে পারে।
মাঠে হুটহাট ঢুকে পড়া এমন সমর্থকেরা ‘পিচ ইনভেডার’ হিসেবে পরিচিত। পিএসভি জানিয়েছে, ওই সমর্থক বন্ধুর মাধ্যমে টিকিট কিনে মাঠে প্রবেশ করে। তাকে আগে থেকে জাতীয় স্টেডিয়ামে ২০২৬ সাল পর্যন্ত প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন।
গত মাসে পিএসভির মাঠে ইউরোপা লিগের দ্বিতীয় লেগে মাঠে ঢুকে ওই সমর্থক সেভিয়ার সার্বিয়ান গোলরক্ষক দিমিত্রোভিচের মুখে ঘুষি মারেন। পরে চার্লটন অ্যাথলেটিকের সাবেক গোলরক্ষক রেসলারের মতো তাকে মাটিতে চেপে ধরেন। সেই ম্যাচে সেভিয়া হারে ২-০ গোলে। তবে প্রথম লেগ ৩-০ গোলে জেতায় ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলো নিশ্চিত করে আন্দালুসিয়ান ক্লাবটি। কোয়ার্টার ফাইনালে ছয়বারের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে।

খেলা চলার সময় ভক্ত-সমর্থকদের হুটহাট মাঠে ঢুকে পড়া নিয়মিত দৃশ্য ফুটবলে। কথায় আছে না, ‘খ্যাতির বিড়ম্বনা’। সেই বিড়ম্বনায় মাঝেমধ্যে সহ্য করতে হয় লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোদের মতো তারকাদের। আবার প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের স্টেডিয়াম থেকে কলা কিংবা পানির বোতল ছুড়ে আঘাত করাও দেখা যায় প্রায় সময়। অনেক পাগলাটে সমর্থককে তো আচমকা মাঠে ঢুকে প্রতিপক্ষের খেলোয়াড়ের ওপর চওড়া হতেও দেখা গেছে।
তেমন এক কাণ্ডে এক সমর্থককে নিজেদের মাঠে ৪০ বছর নিষিদ্ধ করেছে পিএসভি আইন্দোফেন। তার বিরুদ্ধে ইউরোপা লিগে স্প্যানিশ ক্লাব সেভিয়ার গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচের ওপর আক্রমণের অপরাধ খুঁজে পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে ডাচ ক্লাবটি।
২০ বছর বয়সী ওই সমর্থক ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছেন নেদারল্যান্ডসের জাতীয় স্টেডিয়ামে। এ ছাড়া তাঁকে তিন মাসের কারাদণ্ডও দেওয়া হয়েছে। এমনকি পিএসভির ফিলিপস স্টেডিয়ামের আশপাশে দুই বছর যাওয়াও নিষিদ্ধ হয়ে গেছে তাঁর। ডাচ ক্লাবটি জানিয়েছে, তারা ওই সমর্থকের কাছ থেকে আর্থিক ক্ষতিপূরণ আদায়েরও বন্দোবস্ত করছে।
সেভিয়ার বিপক্ষে এমন ঘটনার দায় যে উয়েফা পিএসভির ওপরেই বর্তিয়েছে! শৃঙ্খলাভঙ্গের এই ঘটনায় ক্লাব ফুটবলের এই সর্বোচ্চ সংস্থা ক্লাবটির ওপর মামলার পাশাপাশি আর্থিক জরিমানাও করতে পারে।
মাঠে হুটহাট ঢুকে পড়া এমন সমর্থকেরা ‘পিচ ইনভেডার’ হিসেবে পরিচিত। পিএসভি জানিয়েছে, ওই সমর্থক বন্ধুর মাধ্যমে টিকিট কিনে মাঠে প্রবেশ করে। তাকে আগে থেকে জাতীয় স্টেডিয়ামে ২০২৬ সাল পর্যন্ত প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন।
গত মাসে পিএসভির মাঠে ইউরোপা লিগের দ্বিতীয় লেগে মাঠে ঢুকে ওই সমর্থক সেভিয়ার সার্বিয়ান গোলরক্ষক দিমিত্রোভিচের মুখে ঘুষি মারেন। পরে চার্লটন অ্যাথলেটিকের সাবেক গোলরক্ষক রেসলারের মতো তাকে মাটিতে চেপে ধরেন। সেই ম্যাচে সেভিয়া হারে ২-০ গোলে। তবে প্রথম লেগ ৩-০ গোলে জেতায় ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলো নিশ্চিত করে আন্দালুসিয়ান ক্লাবটি। কোয়ার্টার ফাইনালে ছয়বারের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
২২ মিনিট আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
১ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
১ ঘণ্টা আগে