আজকের পত্রিকা ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচেই ঢাকা ওয়ান্ডারার্সকে গোলের মালা পরাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে আজ ওয়ান্ডারার্সকে ৬-০ গোলে উড়িয়ে দেয় মোহামেডান। অন্য ম্যাচে পুলিশ এফসিকে ২-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।
এদিন জোড়া গোল করেন সাদা-কালোদের অধিনায়ক সুলেমানে দিয়াবাতে। ম্যাচের ৫ মিনিটেই লিড নেয় মোহামেডান। বোয়েটাংয়ের বাড়ানো বল নিয়ে ইমানুয়েল বক্সে ঢুকেই প্রতিপক্ষ গোলকিপারকে বোকা বনে পাঠান। ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় মোহামেডান। এবার গোলকিপারের ভুলের মাশুল দেয় ওয়ান্ডারার্স। বক্সের বাইরে সরাসরি বল পেয়ে মিনহাজুল আবেদীন রাকিব বাঁ পায়ের জোরালো শটে জাল কাঁপান। ২৪ মিনিটে মোহামেডান তৃতীয় গোলও পেয়ে যায়। ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে পড়ে ওয়ান্ডারার্স।
মোহামেডানের তৃতীয় গোলটি আসে দিয়াবাতের সৌজন্যে। বিরতির পর আরও তিন গোল হজম করে ওয়ান্ডারার্স। ৮০ মিনিটে বক্সের ভেতরে দিয়াবাতের পাসে বোয়েটাং প্লেসিং করে বল জালে জড়ান। ৮৯ মিনিটে দলের হয়ে শেষ গোলটি করেন দিয়াবাতে। আর যোগ করা সময়ে বদলি সৌরভ দেওয়ান চোখজুড়ানো এক প্লেসিং শটে মোহামেডানকে উপহার দেন ষষ্ঠ গোল।
দিনের আরেক ম্যাচে সমতায় ফিরেও শেষ পর্যন্ত ব্রাদার্সের কাছে হেরে যায় পুলিশ এফসি। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের ২৩ মিনিটে এগিয়ে যায় ব্রাদার্স। মুস্তাফার অ্যাসিস্ট পেয়ে গাম্বিয়ার ফরোয়ার্ড ম্যাডি সিসে বিচক্ষণতার সঙ্গে পুলিশ এফসির জাল কাঁপান।
৪৪ মিনিটে সমতায় ফেরে পুলিশ। আরিফুর রহমানের কর্নারে মাথা ঠুকে ব্রাদার্সের জালে বল জড়ান মানিক হোসেন মোল্লা। কিন্তু পুনরায় ম্যাচে লিড নিতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ব্রাদার্সকে। ৬২ মিনিটে গাম্বিয়ান জাকারিয়া দারবোর দলটিকে এনে দেন জয়সূচক গোলটি। বাকি সময় একাধিক আক্রমণ করেও আর গোল আদায় করতে পারেনি পুলিশ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচেই ঢাকা ওয়ান্ডারার্সকে গোলের মালা পরাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে আজ ওয়ান্ডারার্সকে ৬-০ গোলে উড়িয়ে দেয় মোহামেডান। অন্য ম্যাচে পুলিশ এফসিকে ২-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।
এদিন জোড়া গোল করেন সাদা-কালোদের অধিনায়ক সুলেমানে দিয়াবাতে। ম্যাচের ৫ মিনিটেই লিড নেয় মোহামেডান। বোয়েটাংয়ের বাড়ানো বল নিয়ে ইমানুয়েল বক্সে ঢুকেই প্রতিপক্ষ গোলকিপারকে বোকা বনে পাঠান। ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় মোহামেডান। এবার গোলকিপারের ভুলের মাশুল দেয় ওয়ান্ডারার্স। বক্সের বাইরে সরাসরি বল পেয়ে মিনহাজুল আবেদীন রাকিব বাঁ পায়ের জোরালো শটে জাল কাঁপান। ২৪ মিনিটে মোহামেডান তৃতীয় গোলও পেয়ে যায়। ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে পড়ে ওয়ান্ডারার্স।
মোহামেডানের তৃতীয় গোলটি আসে দিয়াবাতের সৌজন্যে। বিরতির পর আরও তিন গোল হজম করে ওয়ান্ডারার্স। ৮০ মিনিটে বক্সের ভেতরে দিয়াবাতের পাসে বোয়েটাং প্লেসিং করে বল জালে জড়ান। ৮৯ মিনিটে দলের হয়ে শেষ গোলটি করেন দিয়াবাতে। আর যোগ করা সময়ে বদলি সৌরভ দেওয়ান চোখজুড়ানো এক প্লেসিং শটে মোহামেডানকে উপহার দেন ষষ্ঠ গোল।
দিনের আরেক ম্যাচে সমতায় ফিরেও শেষ পর্যন্ত ব্রাদার্সের কাছে হেরে যায় পুলিশ এফসি। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের ২৩ মিনিটে এগিয়ে যায় ব্রাদার্স। মুস্তাফার অ্যাসিস্ট পেয়ে গাম্বিয়ার ফরোয়ার্ড ম্যাডি সিসে বিচক্ষণতার সঙ্গে পুলিশ এফসির জাল কাঁপান।
৪৪ মিনিটে সমতায় ফেরে পুলিশ। আরিফুর রহমানের কর্নারে মাথা ঠুকে ব্রাদার্সের জালে বল জড়ান মানিক হোসেন মোল্লা। কিন্তু পুনরায় ম্যাচে লিড নিতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ব্রাদার্সকে। ৬২ মিনিটে গাম্বিয়ান জাকারিয়া দারবোর দলটিকে এনে দেন জয়সূচক গোলটি। বাকি সময় একাধিক আক্রমণ করেও আর গোল আদায় করতে পারেনি পুলিশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আজকের মধ্যে বিসিবিকে জানাতে হবে, তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকে এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি। গতকাল রাতেই বিসিবির নীতি-নির্ধারকদের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসার কথা ছিল।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বৃহস্পতিবারের মধ্যে বিসিবিকে জানাতে হবে তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকেই এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি, আজ রাতেই বিসিবির নীতিনির্ধারকেরা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসেছিলেন।
২ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে বিপিএল ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। তবে প্রথম কোয়ালিফায়ারের সেই ম্যাচ হারের পরও ফের সুযোগ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশের হাতে মাত্র ২৪ ঘণ্টা। আগামীকাল দুবাই সময় বিকেল ৫টার মধ্যে বিসিবি জানিয়ে দিতে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না। এই ইস্যুতে শুরু থেকে বিসিবি এগোচ্ছে সরকারের নির্দেশনা মেনে। আজকের বোর্ড সভা শেষে আইসিসি জানিয়ে দিয়েছে, বিসিবি তাদের সরকারের সঙ্গে আলোচনা করে যেন এক দিনের মধ্যে জানায়
৬ ঘণ্টা আগে