
ছয় মাস পর আরও একটি মেজর টুর্নামেন্টের নকআউট রাউন্ড খেলল ক্রোয়েশিয়া। ক্রোয়াটদের গল্পটা এবারও হতাশার। লুকা মদরিচের কাছেও তা কাছে গিয়ে হেরে আসার গল্প।
কাতারে গত বছরের নভেম্বর-ডিসেম্বরে হয়েছে ২২ তম ফুটবল বিশ্বকাপ। টানা দুই বিশ্বকাপের ফাইনাল খেলার লক্ষ্যে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ আর্জেন্টিনা। আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয় ক্রোয়াটদের। কাতার বিশ্বকাপে তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে মদরিচদের। এর আগে ২০১৮ বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল খেলে ক্রোয়েশিয়া। ক্রোয়াটদের ফাইনালে ওঠায় দারুণ অবদান রেখেছেন তিনি। ৭ ম্যাচে ২ গোল ও ১ গোলে অ্যাসিস্ট করেন তিনি। তবে ফাইনালে ফ্রান্সের কাছে ৪-২ গোলে হেরে রানার্সআপ হতে হয় মদরিচদের।
৫ বছর পর আরও একবার মেজর টুর্নামেন্টের ফাইনাল খেলল ক্রোয়েশিয়া। উয়েফা নেশনস লিগের ফাইনালে উঠতে এবারও দারুণ অবদান রেখেছেন তিনি। সেমিফাইনালে নেদারল্যান্ডসকে ৪-২ গোলে হারানোর ম্যাচে ১ গোল ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন তিনি। গতকাল রটারডামের ডি কুইপ স্টেডিয়ামে ফাইনালে ক্রোয়াটদের প্রতিপক্ষ ছিল স্পেন। শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইব্রেকারে নিষ্পত্তি হওয়া ম্যাচে ৪-৫ গোলে হেরে যায় ক্রোয়াটরা। প্রথম আন্তর্জাতিক শিরোপা জয়ের কাছাকাছি গিয়ে আরও একবার আক্ষেপে পুড়তে হয় মদরিচকে। তিন মাস পরে ৩৮ বছর পূর্ণ হবে মদরিচের। আর জার্মানিতে আগামী বছরের ইউরোতে ক্রোয়াট এই মিডফিল্ডার ৩৯ বছর পূর্ণ করবেন। ২০২৬ বিশ্বকাপে তাঁর বয়স হবে ৪১ বছর। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে পড়া মদরিচ কতদিন ফুটবল খেলবেন, তা হয়তো বলে দেবে সময়। নেশনস লিগ ফাইনালের আগে ক্রোয়েশিয়ার গণমাধ্যম জানিয়েছিল, ফাইনাল শেষেই সিদ্ধান্ত নেবেন তিনি। মদরিচ নিজেও গতকাল এই বিষয়ে একটু ধোঁয়াশাই রেখেছেন। ম্যাচ শেষে ক্রোয়াট মিডফিল্ডার বলেন, ‘ভবিষ্যতের সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি। তবে আজ (গতকাল) আমি তা বলছি না।’
২০১২ থেকে ২০২৩-এই ১১ বছরে রিয়াল মাদ্রিদে খেলছেন মদরিচ। রিয়ালের জার্সিতে পাঁচবার চ্যাম্পিয়নস লিগ, লা লিগা তিনবার ও দুইটি কোপা দেল রে জিতেছেন। শুধু ক্রোয়েশিয়ার জার্সিতে শিরোপা জেতাই শুধু বাকি। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আন্তর্জাতিক শিরোপা জিততে আরও বেশ কয়েক বছর হয়তো তিনি খেলতেও পারেন।

ছয় মাস পর আরও একটি মেজর টুর্নামেন্টের নকআউট রাউন্ড খেলল ক্রোয়েশিয়া। ক্রোয়াটদের গল্পটা এবারও হতাশার। লুকা মদরিচের কাছেও তা কাছে গিয়ে হেরে আসার গল্প।
কাতারে গত বছরের নভেম্বর-ডিসেম্বরে হয়েছে ২২ তম ফুটবল বিশ্বকাপ। টানা দুই বিশ্বকাপের ফাইনাল খেলার লক্ষ্যে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ আর্জেন্টিনা। আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয় ক্রোয়াটদের। কাতার বিশ্বকাপে তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে মদরিচদের। এর আগে ২০১৮ বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল খেলে ক্রোয়েশিয়া। ক্রোয়াটদের ফাইনালে ওঠায় দারুণ অবদান রেখেছেন তিনি। ৭ ম্যাচে ২ গোল ও ১ গোলে অ্যাসিস্ট করেন তিনি। তবে ফাইনালে ফ্রান্সের কাছে ৪-২ গোলে হেরে রানার্সআপ হতে হয় মদরিচদের।
৫ বছর পর আরও একবার মেজর টুর্নামেন্টের ফাইনাল খেলল ক্রোয়েশিয়া। উয়েফা নেশনস লিগের ফাইনালে উঠতে এবারও দারুণ অবদান রেখেছেন তিনি। সেমিফাইনালে নেদারল্যান্ডসকে ৪-২ গোলে হারানোর ম্যাচে ১ গোল ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন তিনি। গতকাল রটারডামের ডি কুইপ স্টেডিয়ামে ফাইনালে ক্রোয়াটদের প্রতিপক্ষ ছিল স্পেন। শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইব্রেকারে নিষ্পত্তি হওয়া ম্যাচে ৪-৫ গোলে হেরে যায় ক্রোয়াটরা। প্রথম আন্তর্জাতিক শিরোপা জয়ের কাছাকাছি গিয়ে আরও একবার আক্ষেপে পুড়তে হয় মদরিচকে। তিন মাস পরে ৩৮ বছর পূর্ণ হবে মদরিচের। আর জার্মানিতে আগামী বছরের ইউরোতে ক্রোয়াট এই মিডফিল্ডার ৩৯ বছর পূর্ণ করবেন। ২০২৬ বিশ্বকাপে তাঁর বয়স হবে ৪১ বছর। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে পড়া মদরিচ কতদিন ফুটবল খেলবেন, তা হয়তো বলে দেবে সময়। নেশনস লিগ ফাইনালের আগে ক্রোয়েশিয়ার গণমাধ্যম জানিয়েছিল, ফাইনাল শেষেই সিদ্ধান্ত নেবেন তিনি। মদরিচ নিজেও গতকাল এই বিষয়ে একটু ধোঁয়াশাই রেখেছেন। ম্যাচ শেষে ক্রোয়াট মিডফিল্ডার বলেন, ‘ভবিষ্যতের সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি। তবে আজ (গতকাল) আমি তা বলছি না।’
২০১২ থেকে ২০২৩-এই ১১ বছরে রিয়াল মাদ্রিদে খেলছেন মদরিচ। রিয়ালের জার্সিতে পাঁচবার চ্যাম্পিয়নস লিগ, লা লিগা তিনবার ও দুইটি কোপা দেল রে জিতেছেন। শুধু ক্রোয়েশিয়ার জার্সিতে শিরোপা জেতাই শুধু বাকি। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আন্তর্জাতিক শিরোপা জিততে আরও বেশ কয়েক বছর হয়তো তিনি খেলতেও পারেন।

২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
৩৫ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে
ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
২ ঘণ্টা আগে