
প্যারিস সেন্ট জার্মেইয়ের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছেন থিয়াগো সিলভা। যদিও ২০২০ সালে বয়সের ‘দোহাই’ দিয়ে ক্লাবের পক্ষ থেকে চুক্তি নবায়ন করতে রাজি না হওয়ায় পিএসজি ছাড়তে বাধ্য হন সিলভা। অথচ সিলভার কাছাকাছি বয়সের সার্জিও রামোসকে এ মৌসুমে দুই বছরের চুক্তিতে কিনেছে ফরাসি ক্লাবটি।
পিএসজির এই ব্যাপারটা মানতেই পারছেন না সিলভা। রামোসের সঙ্গে নিজের সাবেক ক্লাবের চুক্তিতে যারপরনাই হতাশ সাবেক এই পিএসজি অধিনায়ক। পিএসজি ছাড়ার পর ইংলিশ ক্লাব চেলসিতে যান সিলভা। ৩৬ বছর বয়সী এই ব্রাজিল অধিনায়ক বলেছেন, ‘আমি সার্জিও রামোসের বিপক্ষে কিছু বলছি না। কিন্তু যে সময়ে (৩৫ বছর বয়সে) তারা (পিএসজি) রামোসের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে গত বছর আমারও কাছাকাছি বয়স ছিল। এই ব্যাপারটা আমাকে যথেষ্ট হতাশ করেছে। যদিও আমি এই বিষয়ে এখনো কারও সঙ্গে কথা বলেনি। কারণ এটা আমাকে এতটা হতাশ করেছে যে, মনে হচ্ছে আমি ক্লাবের জন্য কিছুই করিনি।’
২০১২ সালে সিরি-আ ক্লাব এসি মিলান ছেড়ে পিএসজিতে নাম লেখান সিলভা। সে সময়ে ইতিহাসের সবচেয়ে দামি ডিফেন্ডার চার কোটি ২০ লাখ ইউরোতে ফরাসি ক্লাবটি সিলভাকে দলে ভিড়িয়েছিল। সিলভার হাত ধরে লিগ, কাপ মিলিয়ে বিশটিরও বেশি শিরোপা জিতেছিল পিএসজি।
এসব কারণেই রামোসের ব্যাপারটা বেশি পোড়াচ্ছে সিলভাকে। হতাশা থেকেই সিলভা বলেছেন, ‘আমি অনেক চিন্তা করেছি। কিন্তু ব্যাপারটা থেকে বের হতে পারছি না। কারণ আট দিন কিংবা আট মাস নয়, এই ক্লাবে আমি আট বছর কাটিয়েছি। এই আট বছরে আমরা অনেক শিরোপা জিতেছি। ক্লাবের পরিবর্তনের জন্য অনেক কাজ করতে হয়েছে।’

প্যারিস সেন্ট জার্মেইয়ের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছেন থিয়াগো সিলভা। যদিও ২০২০ সালে বয়সের ‘দোহাই’ দিয়ে ক্লাবের পক্ষ থেকে চুক্তি নবায়ন করতে রাজি না হওয়ায় পিএসজি ছাড়তে বাধ্য হন সিলভা। অথচ সিলভার কাছাকাছি বয়সের সার্জিও রামোসকে এ মৌসুমে দুই বছরের চুক্তিতে কিনেছে ফরাসি ক্লাবটি।
পিএসজির এই ব্যাপারটা মানতেই পারছেন না সিলভা। রামোসের সঙ্গে নিজের সাবেক ক্লাবের চুক্তিতে যারপরনাই হতাশ সাবেক এই পিএসজি অধিনায়ক। পিএসজি ছাড়ার পর ইংলিশ ক্লাব চেলসিতে যান সিলভা। ৩৬ বছর বয়সী এই ব্রাজিল অধিনায়ক বলেছেন, ‘আমি সার্জিও রামোসের বিপক্ষে কিছু বলছি না। কিন্তু যে সময়ে (৩৫ বছর বয়সে) তারা (পিএসজি) রামোসের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে গত বছর আমারও কাছাকাছি বয়স ছিল। এই ব্যাপারটা আমাকে যথেষ্ট হতাশ করেছে। যদিও আমি এই বিষয়ে এখনো কারও সঙ্গে কথা বলেনি। কারণ এটা আমাকে এতটা হতাশ করেছে যে, মনে হচ্ছে আমি ক্লাবের জন্য কিছুই করিনি।’
২০১২ সালে সিরি-আ ক্লাব এসি মিলান ছেড়ে পিএসজিতে নাম লেখান সিলভা। সে সময়ে ইতিহাসের সবচেয়ে দামি ডিফেন্ডার চার কোটি ২০ লাখ ইউরোতে ফরাসি ক্লাবটি সিলভাকে দলে ভিড়িয়েছিল। সিলভার হাত ধরে লিগ, কাপ মিলিয়ে বিশটিরও বেশি শিরোপা জিতেছিল পিএসজি।
এসব কারণেই রামোসের ব্যাপারটা বেশি পোড়াচ্ছে সিলভাকে। হতাশা থেকেই সিলভা বলেছেন, ‘আমি অনেক চিন্তা করেছি। কিন্তু ব্যাপারটা থেকে বের হতে পারছি না। কারণ আট দিন কিংবা আট মাস নয়, এই ক্লাবে আমি আট বছর কাটিয়েছি। এই আট বছরে আমরা অনেক শিরোপা জিতেছি। ক্লাবের পরিবর্তনের জন্য অনেক কাজ করতে হয়েছে।’

দারুণ ছুটছিলেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে রেকর্ড গড়ে যাচ্ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তাঁর এই সুসময়ে বাদ সাধল হাঁটুর চোট। এমবাপ্পের চোটে বড় দুশিন্তায় পড়ল রিয়াল মাদ্রিদ।
১ ঘণ্টা আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
৩ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
৩ ঘণ্টা আগে