
আর্লিং হালান্ডের দুই গোলের জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার সিটি। সিটির নতুন তারকার গোলক্ষুধা কোচ গার্দিওলাকে মুগ্ধ করেছে। হালান্ডে এতটাই মুগ্ধ হয়েছেন যে তিনি লিগের এক ম্যাচের খেলা দেখেই হালান্ডকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করেছেন।
ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচ জয়ের পরও ম্যাচসেরা হালান্ডকে নিয়ে আলোচনা হচ্ছে। গার্দিওলা ৭৮ মিনিটে তাঁকে বদলি করেছেন জুলিয়ান আলভারেজকে মাঠে নামিয়ে। এতে নওরোজিয়ান স্ট্রাইকারের হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হয়েছে। গার্দিওলার এমন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হচ্ছে। হালান্ড নিজেও এ নিয়ে একটু বিরক্ত হয়েছেন। তিনি হ্যাটট্রিকের বিষয়ে বলেছেন, ‘ম্যাচে আরও কিছুক্ষণ থাকা উচিত ছিল। তবে এমনটাই হয়।’
ম্যাচ শেষে ম্যানসিটি কোচ এ নিয়ে সংবাদমাধ্যমে নিজের মতামত তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন স্ট্রাইকারদের গোলক্ষুধা কখনোই মিটে না। স্ট্রাইকারদের গোলক্ষুধার ব্যাখ্যায় তিনি আর্জেন্টাইন তারকা মেসিকে উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। সঙ্গে হালান্ডকে সাবেক শিষ্যের সঙ্গে তুলনাও করেছেন। ম্যানসিটি কোচ বলেছেন, ‘স্ট্রাইকারদের গোলক্ষুধা পছন্দ করি। সৌভাগ্যবান যে ম্যানেজার হিসেবে মেসির সঙ্গে কাজ করতে পেরেছি। যখন ম্যাচে সে দুই গোল করত তখন সে চাইতো তিন গোল করতে। আবার তিন গোল করলে চাইতো চার গোল করতে। সর্বোচ্চ গোলদাতা, স্ট্রাইকার, তারা কখনোই সন্তুষ্ট থাকে না। তারা সব সময় গোলের জন্য ক্ষুধার্ত থাকে।’
নতুন শিষ্যকে নিয়ে মজাও করেছেন গার্দিওলা। তিনি বলেছেন, ‘হালান্ড পেনাল্টির বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বল নিজের কাছে রাখেন। মনে হয় যদি তাঁর কোনো সতীর্থ সেটা নিতে গেলে সে তাঁর মুখে ঘুষি মারতো। নিশ্চিত ছিলাম যে সে গোল করবে। এটা দলের ভালো দিক।’

আর্লিং হালান্ডের দুই গোলের জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার সিটি। সিটির নতুন তারকার গোলক্ষুধা কোচ গার্দিওলাকে মুগ্ধ করেছে। হালান্ডে এতটাই মুগ্ধ হয়েছেন যে তিনি লিগের এক ম্যাচের খেলা দেখেই হালান্ডকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করেছেন।
ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচ জয়ের পরও ম্যাচসেরা হালান্ডকে নিয়ে আলোচনা হচ্ছে। গার্দিওলা ৭৮ মিনিটে তাঁকে বদলি করেছেন জুলিয়ান আলভারেজকে মাঠে নামিয়ে। এতে নওরোজিয়ান স্ট্রাইকারের হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হয়েছে। গার্দিওলার এমন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হচ্ছে। হালান্ড নিজেও এ নিয়ে একটু বিরক্ত হয়েছেন। তিনি হ্যাটট্রিকের বিষয়ে বলেছেন, ‘ম্যাচে আরও কিছুক্ষণ থাকা উচিত ছিল। তবে এমনটাই হয়।’
ম্যাচ শেষে ম্যানসিটি কোচ এ নিয়ে সংবাদমাধ্যমে নিজের মতামত তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন স্ট্রাইকারদের গোলক্ষুধা কখনোই মিটে না। স্ট্রাইকারদের গোলক্ষুধার ব্যাখ্যায় তিনি আর্জেন্টাইন তারকা মেসিকে উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। সঙ্গে হালান্ডকে সাবেক শিষ্যের সঙ্গে তুলনাও করেছেন। ম্যানসিটি কোচ বলেছেন, ‘স্ট্রাইকারদের গোলক্ষুধা পছন্দ করি। সৌভাগ্যবান যে ম্যানেজার হিসেবে মেসির সঙ্গে কাজ করতে পেরেছি। যখন ম্যাচে সে দুই গোল করত তখন সে চাইতো তিন গোল করতে। আবার তিন গোল করলে চাইতো চার গোল করতে। সর্বোচ্চ গোলদাতা, স্ট্রাইকার, তারা কখনোই সন্তুষ্ট থাকে না। তারা সব সময় গোলের জন্য ক্ষুধার্ত থাকে।’
নতুন শিষ্যকে নিয়ে মজাও করেছেন গার্দিওলা। তিনি বলেছেন, ‘হালান্ড পেনাল্টির বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বল নিজের কাছে রাখেন। মনে হয় যদি তাঁর কোনো সতীর্থ সেটা নিতে গেলে সে তাঁর মুখে ঘুষি মারতো। নিশ্চিত ছিলাম যে সে গোল করবে। এটা দলের ভালো দিক।’

অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
৬ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১ ঘণ্টা আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
২ ঘণ্টা আগে