
স্প্যানিশ লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। মঙ্গলবার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে সেল্তা ভিগোকে ৩-১ গোলে হারিয়েছে জাভি হার্নান্দেজের দল। লিগের চলতি মৌসুমে এ নিয়ে টানা তিন ম্যাচ জিতল বার্সা। তবে পুরো মৌসুমের হিসাবে এটা কাতালান ক্লাবটির ২১তম জয়।
কিন্তু বার্সার জয়ের আনন্দ অনেকটাই মাটি হয়ে গেছে রোনাল্ড আরাওহোর অপ্রত্যাশিত ইনজুরিতে। দ্বিতীয়ার্ধে বলে হেড করতে গিয়ে সতীর্থ গাভির মাথায় ধাক্কা খান তিনি। একটু পরই মাটিয়ে লুটিতে পড়েন ডাচ ডিফেন্ডার। মাঠে প্রাথমিক চিকিৎসায়ও কাজ হয়নি। পরে অ্যাম্বুলেন্সে করে আরাওহোকে পাঠানো হয় হাসপাতালে।
এমন ম্যাচে বার্সা শুরু থেকেই ছন্দময় ফুটবল খেলে। প্রথমার্ধেই ২ গোল আদায় করে নেয় স্বাগতিকেরা। ৩০ মিনিটে মেম্ফিস ডিপেইর গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন পিয়েরি-এমেরিক অবামেয়াং। বিরতি থেকে ফিরেই স্কোর লাইন ৩-০ করেন গ্যাবনিজ ফরওয়ার্ড। ম্যাচে এটা তাঁর দ্বিতীয় গোল।
৫০ মিনিটে ইয়াগো আসপাস বার্সাকে একটি গোলের শোধ দেন। কিন্তু সেল্তা ভিগোর লড়াইয়ে ফেরার সম্ভাবনা শেষ হয়ে গেছে একটু পরই। ৫৮ মিনিটে ১০ জনের দলে নেমে আসে সফরকারীরা। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মুরিও। অতিথিদের একজন কম পেয়েও অবশ্য এর ফায়দা নিতে পারেননি জাভির ছাত্ররা।
এই জয়ে ৩৬ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে থাকল বার্সা। তাতে করে স্প্যানিশ সুপার কাপের টিকিটের খুব কাছে চলে এল তারা। ৩৫ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তিনে থাকা সেভিয়ার সংগ্রহ ৬৫ পয়েন্ট। তাদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে চারে আছে গত মৌসুমের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ।

স্প্যানিশ লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। মঙ্গলবার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে সেল্তা ভিগোকে ৩-১ গোলে হারিয়েছে জাভি হার্নান্দেজের দল। লিগের চলতি মৌসুমে এ নিয়ে টানা তিন ম্যাচ জিতল বার্সা। তবে পুরো মৌসুমের হিসাবে এটা কাতালান ক্লাবটির ২১তম জয়।
কিন্তু বার্সার জয়ের আনন্দ অনেকটাই মাটি হয়ে গেছে রোনাল্ড আরাওহোর অপ্রত্যাশিত ইনজুরিতে। দ্বিতীয়ার্ধে বলে হেড করতে গিয়ে সতীর্থ গাভির মাথায় ধাক্কা খান তিনি। একটু পরই মাটিয়ে লুটিতে পড়েন ডাচ ডিফেন্ডার। মাঠে প্রাথমিক চিকিৎসায়ও কাজ হয়নি। পরে অ্যাম্বুলেন্সে করে আরাওহোকে পাঠানো হয় হাসপাতালে।
এমন ম্যাচে বার্সা শুরু থেকেই ছন্দময় ফুটবল খেলে। প্রথমার্ধেই ২ গোল আদায় করে নেয় স্বাগতিকেরা। ৩০ মিনিটে মেম্ফিস ডিপেইর গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন পিয়েরি-এমেরিক অবামেয়াং। বিরতি থেকে ফিরেই স্কোর লাইন ৩-০ করেন গ্যাবনিজ ফরওয়ার্ড। ম্যাচে এটা তাঁর দ্বিতীয় গোল।
৫০ মিনিটে ইয়াগো আসপাস বার্সাকে একটি গোলের শোধ দেন। কিন্তু সেল্তা ভিগোর লড়াইয়ে ফেরার সম্ভাবনা শেষ হয়ে গেছে একটু পরই। ৫৮ মিনিটে ১০ জনের দলে নেমে আসে সফরকারীরা। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মুরিও। অতিথিদের একজন কম পেয়েও অবশ্য এর ফায়দা নিতে পারেননি জাভির ছাত্ররা।
এই জয়ে ৩৬ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে থাকল বার্সা। তাতে করে স্প্যানিশ সুপার কাপের টিকিটের খুব কাছে চলে এল তারা। ৩৫ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তিনে থাকা সেভিয়ার সংগ্রহ ৬৫ পয়েন্ট। তাদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে চারে আছে গত মৌসুমের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ।

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
৭ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
১০ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
১১ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১২ ঘণ্টা আগে