
ম্যানচেস্টার ইউনাইটেড যেন ‘ভুলে ভরা’দের এক ডেরা। রক্ষণভাগে হ্যারি ম্যাগুয়ারের একের পর ভুল নিয়ে কম ট্রল হয়নি। গোলপোস্টের নিচে দাভিদ দে হেয়াও রেড ডেভিলদের হয়ে ক্যারিয়ারের শেষ দিকে এসে বেশ কিছু শিশুতোষ ভুলে করেছিলেন।
স্প্যানিশ গোলরক্ষক ওল্ড ট্রাফোর্ড ছেড়েছেন। চলতি মৌসুমে দে হেয়ার স্থলাভিষিক্ত হয়েছেন আন্দ্রে ওনানা। কিন্তু মৌসুমের অর্ধেক না যেতেই ক্যামরুনিয়ান গোলরক্ষকের একের পর এক হাস্যকর ভুল দেখে কে বলবে, গত মৌসুমে ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলতে কেমন ভূমিকা রেখেছিলেন।
কিন্তু ওল্ড ট্রাফোর্ডে আসার পর থেকে ওনানার পারফরম্যান্স যেন পড়তির দিকে। গত বুধবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে বাঁচা মারার ম্যাচে গ্যালাতাসারাইয়ের মাঠে ৩-১ গোলে এগিয়ে গিয়েও জয়বঞ্চিত হতে হয়েছে তাঁর ভুলে। তারপরও কোচ এরিক টেন হাগ আস্থা রাখছেন ২৭ বছর বয়সী গোলরক্ষকের ওপর। পরিসংখ্যানের ওপর ভিত্তি করেই ইউনাইটেডের ডাচ কোচ জানিয়েছেন, ওনানা প্রিমিয়ার লিগের দ্বিতীয় সেরা গোলরক্ষক।
পরিসংখ্যান অবশ্য সেটিই জানাচ্ছে। ২০২৩-২৪ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে ওনানার ক্লিন শিট পাঁচটি। গোল বাঁচানোর গড় ৩.৬৭, যা লিগে দ্বিতীয় সর্বোচ্চ। তাঁর ওপরে আছেন শুধু লুটন টাউনের গোলরক্ষক টমাস কামিনিস্কি। তাঁর গোল গোল বাঁচানোর গড় ৬.৩। দুজনই লিগে খেলেছেন সমান ১৩ ম্যাচ। ফুটবল পরিসংখ্যান নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করা অপ্টার বরাতে ১ ডিসেম্বর এই প্রতিবেদন তৈরি করেছে বিবিসি।
ওনানা ও কামিনিস্কির পরে আছেন বোর্নমাউথের নেটো। ১১ ম্যাচে তাঁর গোল বাঁচানোর গড় ৩.৪৯। চতুর্থ স্থানে থাকা লিভারপুল অ্যালিসন বেকার ১৩ ম্যাচে ৩.৩৬ গড়ে গোল বাঁচিয়েছেন।

ম্যানচেস্টার ইউনাইটেড যেন ‘ভুলে ভরা’দের এক ডেরা। রক্ষণভাগে হ্যারি ম্যাগুয়ারের একের পর ভুল নিয়ে কম ট্রল হয়নি। গোলপোস্টের নিচে দাভিদ দে হেয়াও রেড ডেভিলদের হয়ে ক্যারিয়ারের শেষ দিকে এসে বেশ কিছু শিশুতোষ ভুলে করেছিলেন।
স্প্যানিশ গোলরক্ষক ওল্ড ট্রাফোর্ড ছেড়েছেন। চলতি মৌসুমে দে হেয়ার স্থলাভিষিক্ত হয়েছেন আন্দ্রে ওনানা। কিন্তু মৌসুমের অর্ধেক না যেতেই ক্যামরুনিয়ান গোলরক্ষকের একের পর এক হাস্যকর ভুল দেখে কে বলবে, গত মৌসুমে ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলতে কেমন ভূমিকা রেখেছিলেন।
কিন্তু ওল্ড ট্রাফোর্ডে আসার পর থেকে ওনানার পারফরম্যান্স যেন পড়তির দিকে। গত বুধবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে বাঁচা মারার ম্যাচে গ্যালাতাসারাইয়ের মাঠে ৩-১ গোলে এগিয়ে গিয়েও জয়বঞ্চিত হতে হয়েছে তাঁর ভুলে। তারপরও কোচ এরিক টেন হাগ আস্থা রাখছেন ২৭ বছর বয়সী গোলরক্ষকের ওপর। পরিসংখ্যানের ওপর ভিত্তি করেই ইউনাইটেডের ডাচ কোচ জানিয়েছেন, ওনানা প্রিমিয়ার লিগের দ্বিতীয় সেরা গোলরক্ষক।
পরিসংখ্যান অবশ্য সেটিই জানাচ্ছে। ২০২৩-২৪ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে ওনানার ক্লিন শিট পাঁচটি। গোল বাঁচানোর গড় ৩.৬৭, যা লিগে দ্বিতীয় সর্বোচ্চ। তাঁর ওপরে আছেন শুধু লুটন টাউনের গোলরক্ষক টমাস কামিনিস্কি। তাঁর গোল গোল বাঁচানোর গড় ৬.৩। দুজনই লিগে খেলেছেন সমান ১৩ ম্যাচ। ফুটবল পরিসংখ্যান নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করা অপ্টার বরাতে ১ ডিসেম্বর এই প্রতিবেদন তৈরি করেছে বিবিসি।
ওনানা ও কামিনিস্কির পরে আছেন বোর্নমাউথের নেটো। ১১ ম্যাচে তাঁর গোল বাঁচানোর গড় ৩.৪৯। চতুর্থ স্থানে থাকা লিভারপুল অ্যালিসন বেকার ১৩ ম্যাচে ৩.৩৬ গড়ে গোল বাঁচিয়েছেন।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। রাজকোটে আজ ভারতের বিপক্ষে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে সফরকারীরা। ১১৭ বলে ১১ চার ও ২ ছক্কায় হার না মানা ১৩১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল।
৪ ঘণ্টা আগে
কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই আবারও দৃশ্যপটে নাজমুল। আজ বিকেলে মিরপুরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবির অর্থ বিভাগের চেয়ারম্যান।
৫ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ খালেদা জিয়ার স্মরণে বিসিবিতে দোয়া মাহফিল শেষে বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন।
৫ ঘণ্টা আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
৬ ঘণ্টা আগে