নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফেডারেশন কাপের ফাইনালের চিত্রই যেন ফিরে এল। বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে দুই ভাগে হয়েছে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যকার ফাইনাল। এবার প্রিমিয়ার লিগে গতকালও ঘটেছে একই ঘটনা। বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির ম্যাচটি ১৮ মিনিটের বেশি চালাতে পারেননি রেফারি। ম্যাচের অবশিষ্ট অংশ হবে আগামীকাল।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ চ্যাম্পিয়ন তকমা গায়ে নিয়ে খেলতে নামে মোহামেডান। ২৩ বছর পর লিগ নিশ্চিত করেছে তারা। তবে লিগ শেষ হতে বাকি এখনো তাদের তিন ম্যাচ। রহমতগঞ্জের বিপক্ষে সাদা-কালোরা শুরুটাও করে চ্যাম্পিয়নের মতো। যদিও ম্যাচ শুরু হয়েছে নির্ধারিত সময়ের ২০ মিনিট পর।
ম্যাচের দ্বিতীয় মিনিটে মোহামেডানকে এগিয়ে দেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে। পঞ্চম মিনিটে মোজ্জাফ্ফর মোজাফ্ফরভের পাস ধরে ডান দিয়ে আক্রমণে উঠে ব্যবধান দ্বিগুণ করেন এমানুয়েল সানডে। দ্রুত দুই গোল হজম করলেও আক্রমণে ঠিকই ধার বজায় রাখে রহমতগঞ্জ। দশম মিনিটে নাবীব নেওয়াজ জীবনের ক্রসে নিখুঁত হেডে ব্যবধান কমান স্যামুয়েল বোয়াটেং। এরপর ধীরে ধীরে নেমে আসে আঁধার। একপর্যায়ে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। এর ওপর মাঠে পানিও জমা ছিল বেশ। তাই আর খেলা পুনরায় শুরু করতে পারেননি রেফারি। ২-১ গোলে এগিয়ে থেকে একই ভেন্যুতে আগামীকাল মাঠে নামবে মোহামেডান।
দিনের অপর দুটি ম্যাচ অবশ্য কোনো বাধা ছাড়াই শেষ হয়েছে। ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে গোল উৎসব করেছে বসুন্ধরা কিংস। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ৭-২ গোলের জয় পেয়েছে তারা। হ্যাটট্রিকসহ চার গোল করেছেন রাকিব হোসেন। আসরর গফুরভ, ফয়সাল আহমেদ ফাহিম ও রফিকুল ইসলামও পান গোলের দেখা। ১৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠেছে বসুন্ধরা। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। দলের হয়ে জোড়া গোল করেন আসান নিজে ও জাকারিয়া দারবো।

ফেডারেশন কাপের ফাইনালের চিত্রই যেন ফিরে এল। বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে দুই ভাগে হয়েছে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যকার ফাইনাল। এবার প্রিমিয়ার লিগে গতকালও ঘটেছে একই ঘটনা। বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির ম্যাচটি ১৮ মিনিটের বেশি চালাতে পারেননি রেফারি। ম্যাচের অবশিষ্ট অংশ হবে আগামীকাল।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ চ্যাম্পিয়ন তকমা গায়ে নিয়ে খেলতে নামে মোহামেডান। ২৩ বছর পর লিগ নিশ্চিত করেছে তারা। তবে লিগ শেষ হতে বাকি এখনো তাদের তিন ম্যাচ। রহমতগঞ্জের বিপক্ষে সাদা-কালোরা শুরুটাও করে চ্যাম্পিয়নের মতো। যদিও ম্যাচ শুরু হয়েছে নির্ধারিত সময়ের ২০ মিনিট পর।
ম্যাচের দ্বিতীয় মিনিটে মোহামেডানকে এগিয়ে দেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে। পঞ্চম মিনিটে মোজ্জাফ্ফর মোজাফ্ফরভের পাস ধরে ডান দিয়ে আক্রমণে উঠে ব্যবধান দ্বিগুণ করেন এমানুয়েল সানডে। দ্রুত দুই গোল হজম করলেও আক্রমণে ঠিকই ধার বজায় রাখে রহমতগঞ্জ। দশম মিনিটে নাবীব নেওয়াজ জীবনের ক্রসে নিখুঁত হেডে ব্যবধান কমান স্যামুয়েল বোয়াটেং। এরপর ধীরে ধীরে নেমে আসে আঁধার। একপর্যায়ে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। এর ওপর মাঠে পানিও জমা ছিল বেশ। তাই আর খেলা পুনরায় শুরু করতে পারেননি রেফারি। ২-১ গোলে এগিয়ে থেকে একই ভেন্যুতে আগামীকাল মাঠে নামবে মোহামেডান।
দিনের অপর দুটি ম্যাচ অবশ্য কোনো বাধা ছাড়াই শেষ হয়েছে। ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে গোল উৎসব করেছে বসুন্ধরা কিংস। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ৭-২ গোলের জয় পেয়েছে তারা। হ্যাটট্রিকসহ চার গোল করেছেন রাকিব হোসেন। আসরর গফুরভ, ফয়সাল আহমেদ ফাহিম ও রফিকুল ইসলামও পান গোলের দেখা। ১৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠেছে বসুন্ধরা। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। দলের হয়ে জোড়া গোল করেন আসান নিজে ও জাকারিয়া দারবো।

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
৭ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
৮ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
৮ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
৯ ঘণ্টা আগে