
বার্সেলোনার জার্সিতে ল্যামিন ইয়ামালের অভিষেক হয়েছে গত মৌসুমেই। ক্লাবটির হয়ে খেলেছেন মাত্র ৪ ম্যাচ। এখনও পর্যন্ত গোল না পেলেও একের পর এক রেকর্ড গড়ে চলেছেন এই ফরোয়ার্ড।
এল মাদ্রিগালে গতকাল লা লিগার ম্যাচে মুখোমুখি হয় ভিয়ারিয়াল ও বার্সেলোনা। ১২ মিনিটে গাভির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ইয়ামালের ক্রস থেকে হেডে দুর্দান্ত গোল করেন গাভি। এই অ্যাসিস্টে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন ইয়ামাল। ১৬ বছর ৪৫ দিন বয়সে অ্যাসিস্ট করেছেন তিনি। ২১ শতকে লা লিগায় সবচেয়ে কম বয়সে অ্যাসিস্ট করার রেকর্ড গড়েছেন ইয়ামাল। ইয়ামালের আগে এই রেকর্ড ছিল বার্সেলোনার আনসু ফাতির। ২০১৯ এর সেপ্টেম্বরে ১৬ বছর ৩১৮ দিন বয়সে ফাতি অ্যাসিস্ট করেছিলেন ভ্যালেন্সিয়ার বিপক্ষে।
ভিয়ারিয়াল-বার্সেলোনা ম্যাচ গতকাল বেশ রোমাঞ্চ ছড়িয়েছিল। ১২ ও ১৫ মিনিটে দুই গোল করে বার্সা। ১৫ মিনিটে গোলটি করেন ফ্রেঙ্কি ডি ইয়ং। এরপর ২৬ থেকে ৫০ মিনিট—এই ২৪ মিনিটের ব্যবধানে ভিয়ারিয়াল করে ৩ গোল। ৩-২ গোলে পিছিয়ে থাকা বার্সা ৬৮ মিনিটে সমতায় ফেরে তোরেসের গোলে। এরপর ৭১ মিনিটে বার্সার চতুর্থ গোল করেন রবার্ট লেভানডফস্কি। গোলটি অবশ্য ইয়ামালের হতে পারত। স্প্যানিশ তরুণ ফুটবলারের শট পোস্টে লেগে ফেরত চলে আসে। ফিরতি শটে গোল করেন লেভানডফস্কি।
রিয়াল বেতিসের বিপক্ষে খেলতে নেমে গত মৌসুমেই ইতিহাস গড়েছেন ইয়ামাল। ১৫ বছর ২৯০ দিন বয়সে বার্সার কনিষ্ঠতম ফুটবলার হিসেবে খেলেন তিনি। সেবার তিনি নেমেছিলেন বদলি হিসেবে। আর গত রোববার কাদিজের বিপক্ষে বার্সার মূল একাদশে সুযোগ পেয়ে করেছেন আরও এক রেকর্ড। একুশ শতকে একাদশে সুযোগ পাওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে খেলেন ইয়ামাল। স্প্যানিশ তরুণ ফুটবলারের তখন বয়স ছিল ১৬ বছর ৩৮ দিন।

বার্সেলোনার জার্সিতে ল্যামিন ইয়ামালের অভিষেক হয়েছে গত মৌসুমেই। ক্লাবটির হয়ে খেলেছেন মাত্র ৪ ম্যাচ। এখনও পর্যন্ত গোল না পেলেও একের পর এক রেকর্ড গড়ে চলেছেন এই ফরোয়ার্ড।
এল মাদ্রিগালে গতকাল লা লিগার ম্যাচে মুখোমুখি হয় ভিয়ারিয়াল ও বার্সেলোনা। ১২ মিনিটে গাভির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ইয়ামালের ক্রস থেকে হেডে দুর্দান্ত গোল করেন গাভি। এই অ্যাসিস্টে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন ইয়ামাল। ১৬ বছর ৪৫ দিন বয়সে অ্যাসিস্ট করেছেন তিনি। ২১ শতকে লা লিগায় সবচেয়ে কম বয়সে অ্যাসিস্ট করার রেকর্ড গড়েছেন ইয়ামাল। ইয়ামালের আগে এই রেকর্ড ছিল বার্সেলোনার আনসু ফাতির। ২০১৯ এর সেপ্টেম্বরে ১৬ বছর ৩১৮ দিন বয়সে ফাতি অ্যাসিস্ট করেছিলেন ভ্যালেন্সিয়ার বিপক্ষে।
ভিয়ারিয়াল-বার্সেলোনা ম্যাচ গতকাল বেশ রোমাঞ্চ ছড়িয়েছিল। ১২ ও ১৫ মিনিটে দুই গোল করে বার্সা। ১৫ মিনিটে গোলটি করেন ফ্রেঙ্কি ডি ইয়ং। এরপর ২৬ থেকে ৫০ মিনিট—এই ২৪ মিনিটের ব্যবধানে ভিয়ারিয়াল করে ৩ গোল। ৩-২ গোলে পিছিয়ে থাকা বার্সা ৬৮ মিনিটে সমতায় ফেরে তোরেসের গোলে। এরপর ৭১ মিনিটে বার্সার চতুর্থ গোল করেন রবার্ট লেভানডফস্কি। গোলটি অবশ্য ইয়ামালের হতে পারত। স্প্যানিশ তরুণ ফুটবলারের শট পোস্টে লেগে ফেরত চলে আসে। ফিরতি শটে গোল করেন লেভানডফস্কি।
রিয়াল বেতিসের বিপক্ষে খেলতে নেমে গত মৌসুমেই ইতিহাস গড়েছেন ইয়ামাল। ১৫ বছর ২৯০ দিন বয়সে বার্সার কনিষ্ঠতম ফুটবলার হিসেবে খেলেন তিনি। সেবার তিনি নেমেছিলেন বদলি হিসেবে। আর গত রোববার কাদিজের বিপক্ষে বার্সার মূল একাদশে সুযোগ পেয়ে করেছেন আরও এক রেকর্ড। একুশ শতকে একাদশে সুযোগ পাওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে খেলেন ইয়ামাল। স্প্যানিশ তরুণ ফুটবলারের তখন বয়স ছিল ১৬ বছর ৩৮ দিন।

চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সাথে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
১৮ মিনিট আগে
রিয়াল মাদ্রিদে কেন টিকতে পারলেন না জাভি আলোনসো। রিয়ালের ‘ঘরের ছেলে’ জাবি আলোনসো কোচ হিসেবে যদি টিকতে না পারেন, তাহলে বাইরে থেকে আসা কোচ কীভাবে কাজ করবেন বার্নাব্যুতে!
৪৪ মিনিট আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১৩ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১৩ ঘণ্টা আগে