
চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ড্র করে এসেছে ম্যানচেস্টার সিটি। অ্যাওয়ে ম্যাচে ৩-৩ গোলের ড্রয়ে কিছুটা হলেও স্বস্তিতে থাকার কথা পেপ গার্দিওলার। কিন্তু ফিরতি লেগ নিয়ে এখন থেকে উদ্বিগ্ন সিটি কোচ। তাঁর এই চিন্তার কারণ, শিষ্যদের চোট।
আজ রাতে প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে লুটন টাউনের মুখোমুখি হবে সিটিজেনরা। লিগ শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় পেতে হবে টানা তিনবারের চ্যাম্পিয়নদের। কিন্তু এই ম্যাচ তো বটে, রিয়ালের বিপক্ষে ম্যাচেও বেশ কয়েকজন তারকাকে বিশ্রাম দিতে হতে পারে গার্দিওলার।
সিটির মাঝমাঠের অন্যতম অস্ত্র রদ্রি দিন দু-এক আগে জানিয়েছিলেন, আগামী সপ্তাহে (১৭ এপ্রিল) রিয়ালের বিপক্ষে ম্যাচে তিনি বিশ্রাম চান। গার্দিওলা রাজি হয়েছেন স্প্যানিশ মিডফিল্ডারকে বিশ্রাম দিতে। শেষ চারে যেতে হলে রিয়ালকে ইতিহাদে হারাতেই হবে সিটির। এমন এক ম্যাচের আগে দলের গুরুত্বপূর্ণ সদস্যের বিশ্রাম চাওয়া উদ্বিগ্নতা বাড়িয়েছে গার্দিওলার। লুটনের বিপক্ষে ম্যাচের আগে তিনি বলেছেন, ‘রদ্রিকে লুটনের বিপক্ষে বিশ্রাম? আমাদের ম্যাচগুলোর দিকে তাকান, আপনি বুঝতে পারবেন। সে খুবই গুরুত্বপূর্ণ কারণ, সেরকম মানটা সে আমাদের দিয়েছে। যদি কোনো খেলোয়াড় খেলতে না চায়, সে খেলবে না।’
লুটনের বিপক্ষে আরও বেশ কয়েকজনকে বিশ্রাম দেওয়ার প্রসঙ্গে গার্দিওলা বলেন, ‘সেন্টার-ব্যাককেও আমাকে বিশ্রাম দিতে হবে। কিন্তু ইংল্যান্ডের প্রীতি ম্যাচে জন স্টোনস ও কাইল ওয়াকার চোট পেয়েছিলেন এবং তারাও বিশ্রাম নিতে পারেননি। আমরা বড় ধরনের সমস্যায় আছি। আমার মনে হচ্ছে, গত কয়েক ম্যাচে আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি। কী করতে হবে সেটি আমরা আগামীকাল (আজ) সিদ্ধান্ত নেব।’
রিয়ালের বিপক্ষে প্রথম লেগে স্কোয়াডে থাকলেও মাঠে নামেননি কেভিন ডি ব্রুইনা। তবে গার্দিওলার আশা, বেলজিয়ান মিডফিল্ডারসহ কাইল ওয়াকার, নাথান আকে, এডেরসন দলে ফিরছেন, যা স্প্যানিশ কোচকে একটু হলেও স্বস্তি দিচ্ছে। ঠাসা সূচির মধ্যে ৯ দিনের ব্যবধানে রিয়ালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে গার্দিওলা চাইবেন তাঁর মূল খেলোয়াড়দের দলে পেতে।

চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ড্র করে এসেছে ম্যানচেস্টার সিটি। অ্যাওয়ে ম্যাচে ৩-৩ গোলের ড্রয়ে কিছুটা হলেও স্বস্তিতে থাকার কথা পেপ গার্দিওলার। কিন্তু ফিরতি লেগ নিয়ে এখন থেকে উদ্বিগ্ন সিটি কোচ। তাঁর এই চিন্তার কারণ, শিষ্যদের চোট।
আজ রাতে প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে লুটন টাউনের মুখোমুখি হবে সিটিজেনরা। লিগ শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় পেতে হবে টানা তিনবারের চ্যাম্পিয়নদের। কিন্তু এই ম্যাচ তো বটে, রিয়ালের বিপক্ষে ম্যাচেও বেশ কয়েকজন তারকাকে বিশ্রাম দিতে হতে পারে গার্দিওলার।
সিটির মাঝমাঠের অন্যতম অস্ত্র রদ্রি দিন দু-এক আগে জানিয়েছিলেন, আগামী সপ্তাহে (১৭ এপ্রিল) রিয়ালের বিপক্ষে ম্যাচে তিনি বিশ্রাম চান। গার্দিওলা রাজি হয়েছেন স্প্যানিশ মিডফিল্ডারকে বিশ্রাম দিতে। শেষ চারে যেতে হলে রিয়ালকে ইতিহাদে হারাতেই হবে সিটির। এমন এক ম্যাচের আগে দলের গুরুত্বপূর্ণ সদস্যের বিশ্রাম চাওয়া উদ্বিগ্নতা বাড়িয়েছে গার্দিওলার। লুটনের বিপক্ষে ম্যাচের আগে তিনি বলেছেন, ‘রদ্রিকে লুটনের বিপক্ষে বিশ্রাম? আমাদের ম্যাচগুলোর দিকে তাকান, আপনি বুঝতে পারবেন। সে খুবই গুরুত্বপূর্ণ কারণ, সেরকম মানটা সে আমাদের দিয়েছে। যদি কোনো খেলোয়াড় খেলতে না চায়, সে খেলবে না।’
লুটনের বিপক্ষে আরও বেশ কয়েকজনকে বিশ্রাম দেওয়ার প্রসঙ্গে গার্দিওলা বলেন, ‘সেন্টার-ব্যাককেও আমাকে বিশ্রাম দিতে হবে। কিন্তু ইংল্যান্ডের প্রীতি ম্যাচে জন স্টোনস ও কাইল ওয়াকার চোট পেয়েছিলেন এবং তারাও বিশ্রাম নিতে পারেননি। আমরা বড় ধরনের সমস্যায় আছি। আমার মনে হচ্ছে, গত কয়েক ম্যাচে আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি। কী করতে হবে সেটি আমরা আগামীকাল (আজ) সিদ্ধান্ত নেব।’
রিয়ালের বিপক্ষে প্রথম লেগে স্কোয়াডে থাকলেও মাঠে নামেননি কেভিন ডি ব্রুইনা। তবে গার্দিওলার আশা, বেলজিয়ান মিডফিল্ডারসহ কাইল ওয়াকার, নাথান আকে, এডেরসন দলে ফিরছেন, যা স্প্যানিশ কোচকে একটু হলেও স্বস্তি দিচ্ছে। ঠাসা সূচির মধ্যে ৯ দিনের ব্যবধানে রিয়ালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে গার্দিওলা চাইবেন তাঁর মূল খেলোয়াড়দের দলে পেতে।

২৮০১৬ আন্তর্জাতিক রান নিয়ে এতদিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই একটা টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪৩৫৭।
২৭ মিনিট আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৪৪ মিনিট আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৫ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৬ ঘণ্টা আগে