Ajker Patrika

গোল করে এবার মায়ামিকে বাঁচালেন মেসি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৫: ২৩
লিওনেল মেসির গোলে এবার হার থেকে বাঁচল ইন্টার মায়ামি।  ছবি: এএফপি
লিওনেল মেসির গোলে এবার হার থেকে বাঁচল ইন্টার মায়ামি। ছবি: এএফপি

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৪ এপ্রিল পুরো ৯০ মিনিট খেলেছিলেন লিওনেল মেসি। তবে একের পর এক গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। লস অ্যাঞ্জেলেসের কাছে ইন্টার মায়ামি হেরেছিল ১-০ গোলে। দুই দিন বিরতির পর আজ মাঠে নেমে দলকে বাঁচালেন মেসি।

বাংলাদেশ সময় আজ সকালে মেজর লিগ সকারে (এমএলএস) চেজ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ইন্টার মায়ামি ও টরন্টো। এই ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। মায়ামির একমাত্র গোলটি এসেছে মেসির পা থেকেই।

চেজ স্টেডিয়ামে মায়ামি-টরন্টো ম্যাচের দুটি গোলই হয়েছে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে মায়ামির রক্ষণদুর্গ চিড়ে দুর্দান্ত এক গোল করেন টরন্টো মিডফিল্ডার ফেদেরিকো বার্নারদেস্কি। তাঁকে অ্যাসিস্ট করেন লরেনৎসো ইনসাইনি। টরন্টো গোল দেওয়ার পর অবশ্য বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৫ মিনিটে সমতাসূচক গোল করেন মেসি। ইন্টার মায়ামির মিডফিল্ডার তেলাস্কো সেগোভিয়া প্রথমে পাস দেন। সেই পাস মেসি রিসিভ করে বাঁ পায়ের দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন।

প্রথমার্ধ ১-১ গোলে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে ইন্টার মায়ামি, টরন্টো দুই দলই গোল করতে মরিয়া হয়ে ওঠে। মেসি, লুইস সুয়ারেজ গোলের একাধিক সুযোগ তৈরি করেও ব্যর্থ হয়েছেন। ১-১ গোলের ড্রয়েই শেষ হয় ইন্টার মায়ামি-টরন্টো ম্যাচ। এই ড্রয়ের পর মায়ামি এখন এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দুইয়ে। ৬ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে ১৪ পয়েন্ট এখন মেসি-সুয়ারেজদের মায়ামির। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে কলম্বাস ক্রু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

বিএনপি নেতার ঘরে তালা মেরে অগ্নিসংযোগের অভিযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু, দগ্ধ ৩

মাগুরায় বিটিভির মহাপরিচালক ও ট্রাইব্যুনালের প্রসিকিউটর জোহার বাড়িতে অগ্নিসংযোগ

এলাকার খবর
Loading...