
প্যারিসে এক জমকালো আয়োজনে রেকর্ড সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জেতেন লিওনেল মেসি, যেখানে মেসির কাছাকাছি প্রতিদ্বন্দ্বী ছিলেন রবার্ট লেভানডফস্কি। ২০২০-২১ মৌসুমে মাঠে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটান এই বায়ার্ন মিউনিখ তারকা। ৪০ ম্যাচে ৪৮ গোলের সঙ্গে সতীর্থদের দিয়ে করান আরও ৯ গোল। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে গত মৌসুমে লিগ শিরোপাসহ চারটি ট্রফি জেতে জার্মান জায়ান্টরা।
এমন পারফরম্যান্সের পরও ব্যক্তিগত মর্যাদাকর এই পুরস্কারের লড়াইয়ে মেসির কাছে হার মানতে হয় লেভানডফস্কিকে। ব্যাপারটা হতাশারই বটে লেভার জন্য। বিশেষ করে গতবারও ব্যালন ডি অরের অন্যতম দাবিদার হয়েও করোনার কারণে বাতিল হওয়ায় জেতা হয়নি সেটা। সপ্তম ব্যালন ডি’অর হাতে নিয়েই লেভার জন্য তাই সহানুভূতি ঝরে মেসির কণ্ঠে। সেদিন মেসি বলেছিলেন, ‘আমি রবার্টের (লেভানডফস্কি) নাম উল্লেখ করতে চাই। তাঁর সঙ্গে লড়াই করতে পারা দারুণ ব্যাপার। ফ্রান্স ফুটবলের উচিত ২০২০ সালের পুরস্কার তাঁকে দেওয়া। এটা তাঁর প্রাপ্য।’
তবে মেসির এই সহানুভূতি প্রকাশের ব্যাপারটা ভালোভাবে নিতে পারেনি লেভানডফস্কি। ২০২০ ব্যালন ডি অরের প্রসঙ্গ টেনে এই বায়ার্ন মিউনিখ তারকা বলেছেন, ‘২০২০ সালের ব্যালন ডি’অর নিয়ে আমার কোনো আগ্রহ নেই। ফাঁকা বুলি না হয়ে তাঁর (মেসি) বক্তব্য আন্তরিক ও বিনয়ী হলে ভালো।’
ব্যালন ডি’অরের পুরস্কার জিততে না পারায় যে হতাশ হয়েছেন, সেটাও লুকাননি লেভানডফস্কি। মেসির প্রতি নিজের শ্রদ্ধার কথা জানিয়েছে বলেছেন, ‘আমি বলতে পারব না যে আমি খুশি ছিলাম। মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে কাছে থেকে ফিরে আসায় আমার দুঃখবোধ হয়েছে। তবে সে (মেসি) যেভাবে খেলে এবং তার অর্জনের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা প্রমাণ করে, আমি ওই পর্যায়ে পৌঁছাতে পেরেছি।’

প্যারিসে এক জমকালো আয়োজনে রেকর্ড সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জেতেন লিওনেল মেসি, যেখানে মেসির কাছাকাছি প্রতিদ্বন্দ্বী ছিলেন রবার্ট লেভানডফস্কি। ২০২০-২১ মৌসুমে মাঠে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটান এই বায়ার্ন মিউনিখ তারকা। ৪০ ম্যাচে ৪৮ গোলের সঙ্গে সতীর্থদের দিয়ে করান আরও ৯ গোল। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে গত মৌসুমে লিগ শিরোপাসহ চারটি ট্রফি জেতে জার্মান জায়ান্টরা।
এমন পারফরম্যান্সের পরও ব্যক্তিগত মর্যাদাকর এই পুরস্কারের লড়াইয়ে মেসির কাছে হার মানতে হয় লেভানডফস্কিকে। ব্যাপারটা হতাশারই বটে লেভার জন্য। বিশেষ করে গতবারও ব্যালন ডি অরের অন্যতম দাবিদার হয়েও করোনার কারণে বাতিল হওয়ায় জেতা হয়নি সেটা। সপ্তম ব্যালন ডি’অর হাতে নিয়েই লেভার জন্য তাই সহানুভূতি ঝরে মেসির কণ্ঠে। সেদিন মেসি বলেছিলেন, ‘আমি রবার্টের (লেভানডফস্কি) নাম উল্লেখ করতে চাই। তাঁর সঙ্গে লড়াই করতে পারা দারুণ ব্যাপার। ফ্রান্স ফুটবলের উচিত ২০২০ সালের পুরস্কার তাঁকে দেওয়া। এটা তাঁর প্রাপ্য।’
তবে মেসির এই সহানুভূতি প্রকাশের ব্যাপারটা ভালোভাবে নিতে পারেনি লেভানডফস্কি। ২০২০ ব্যালন ডি অরের প্রসঙ্গ টেনে এই বায়ার্ন মিউনিখ তারকা বলেছেন, ‘২০২০ সালের ব্যালন ডি’অর নিয়ে আমার কোনো আগ্রহ নেই। ফাঁকা বুলি না হয়ে তাঁর (মেসি) বক্তব্য আন্তরিক ও বিনয়ী হলে ভালো।’
ব্যালন ডি’অরের পুরস্কার জিততে না পারায় যে হতাশ হয়েছেন, সেটাও লুকাননি লেভানডফস্কি। মেসির প্রতি নিজের শ্রদ্ধার কথা জানিয়েছে বলেছেন, ‘আমি বলতে পারব না যে আমি খুশি ছিলাম। মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে কাছে থেকে ফিরে আসায় আমার দুঃখবোধ হয়েছে। তবে সে (মেসি) যেভাবে খেলে এবং তার অর্জনের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা প্রমাণ করে, আমি ওই পর্যায়ে পৌঁছাতে পেরেছি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২৯ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে