
শরীরটা শূন্যে ভাসিয়ে মুহূর্তের মধ্যেই গোল-আলেহান্দ্রো গারনাচো গতকাল গুডিসন পার্কে এভাবেই চমক দেখালেন। আর্জেন্টাইন তরুণ ফুটবলারের এমন গোলের পর অনেকেরই যেন মনে পড়ে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর অবিশ্বাস্য ‘বাইসাইকেল কিকের’ কথা। অবিশ্বাস্য গোল গতকাল করার পর গারনাচো যেন ভাষাই হারিয়ে ফেলেছেন।
গুডিসন পার্কে প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে দ্রুতই গোল পেয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। ৩ মিনিটে দিয়োগো দালোতের ক্রস থেকে বল রিসিভ করে মুহূর্তেই ওভারহেড কিকে গোল করেন গারনাচো। গারনাচো এরপর রোনালদোর মতো সিউ উদযাপন করেছেন। এমন গোল করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন গারনাচো। কেউ এমন গোলকে রোনালদোর সঙ্গে আবার কেউ তা (গারনাচোর গোল) তুলনা করছেন ওয়েইন রুনির সঙ্গে। রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে ২০১৮ চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে বাইসাইকেল কিক করেন। আর ২০১১ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ওভারহেড কিক করেন রুনি। রুনি তখন খেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে।
গারনাচোর অবিশ্বাস্য গোলের পর গতকাল ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস রাশফোর্ড, অ্যান্থনি মার্শাল একটি করে গোল করেছেন। এভারটনকে ৩-০ গোলে হারিয়ে ইউনাইটেড উঠে এসেছে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার ছয় নম্বরে। ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় এসেছে গারনাচো। আর্জেন্টাইন তরুণ ফুটবলারের গোল ‘মৌসুমের সেরা গোল’ কি না তা নিয়ে চলছে আলোচনা। ম্যাচ শেষে জিজ্ঞেস করা হলে গারনাচো বলেন, ‘সত্যি বলতে আমি নিজেও তা বিশ্বাস করতে পারিনি। কীভাবে গোল করেছি, তাও দেখিনি। গ্যালারিতে শব্দ শুনে বুঝতে পারিছি ও অবাক হয়ে গেছি।’ ইউনাইটেড কোচ এরিক টেন হাগ স্কাই স্পোর্টসকে বলেন, ‘সম্ভবত মৌসুমের সেরা গোল। বিল্ড আপ, ফিনিশিং-দুই দিকেই ছিল দুর্দান্ত। শেষটা দারুণ হয়েছে।’
তবে রোনালদো-রুনির সঙ্গে গারনাচোর তুলনা করার সঠিক সময় মনে করছেন না টেন হাগ। ইউনাইটেড কোচ বলেন, ‘তুলনা করবেন না। আমার মনে হয় না এটা সঠিক সময়। প্রত্যেকেরই নিজস্ব পরিচয় রয়েছে। তাকে (গারনাচো) কঠোর পরিশ্রম করতে হবে।’

শরীরটা শূন্যে ভাসিয়ে মুহূর্তের মধ্যেই গোল-আলেহান্দ্রো গারনাচো গতকাল গুডিসন পার্কে এভাবেই চমক দেখালেন। আর্জেন্টাইন তরুণ ফুটবলারের এমন গোলের পর অনেকেরই যেন মনে পড়ে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর অবিশ্বাস্য ‘বাইসাইকেল কিকের’ কথা। অবিশ্বাস্য গোল গতকাল করার পর গারনাচো যেন ভাষাই হারিয়ে ফেলেছেন।
গুডিসন পার্কে প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে দ্রুতই গোল পেয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। ৩ মিনিটে দিয়োগো দালোতের ক্রস থেকে বল রিসিভ করে মুহূর্তেই ওভারহেড কিকে গোল করেন গারনাচো। গারনাচো এরপর রোনালদোর মতো সিউ উদযাপন করেছেন। এমন গোল করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন গারনাচো। কেউ এমন গোলকে রোনালদোর সঙ্গে আবার কেউ তা (গারনাচোর গোল) তুলনা করছেন ওয়েইন রুনির সঙ্গে। রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে ২০১৮ চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে বাইসাইকেল কিক করেন। আর ২০১১ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ওভারহেড কিক করেন রুনি। রুনি তখন খেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে।
গারনাচোর অবিশ্বাস্য গোলের পর গতকাল ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস রাশফোর্ড, অ্যান্থনি মার্শাল একটি করে গোল করেছেন। এভারটনকে ৩-০ গোলে হারিয়ে ইউনাইটেড উঠে এসেছে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার ছয় নম্বরে। ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় এসেছে গারনাচো। আর্জেন্টাইন তরুণ ফুটবলারের গোল ‘মৌসুমের সেরা গোল’ কি না তা নিয়ে চলছে আলোচনা। ম্যাচ শেষে জিজ্ঞেস করা হলে গারনাচো বলেন, ‘সত্যি বলতে আমি নিজেও তা বিশ্বাস করতে পারিনি। কীভাবে গোল করেছি, তাও দেখিনি। গ্যালারিতে শব্দ শুনে বুঝতে পারিছি ও অবাক হয়ে গেছি।’ ইউনাইটেড কোচ এরিক টেন হাগ স্কাই স্পোর্টসকে বলেন, ‘সম্ভবত মৌসুমের সেরা গোল। বিল্ড আপ, ফিনিশিং-দুই দিকেই ছিল দুর্দান্ত। শেষটা দারুণ হয়েছে।’
তবে রোনালদো-রুনির সঙ্গে গারনাচোর তুলনা করার সঠিক সময় মনে করছেন না টেন হাগ। ইউনাইটেড কোচ বলেন, ‘তুলনা করবেন না। আমার মনে হয় না এটা সঠিক সময়। প্রত্যেকেরই নিজস্ব পরিচয় রয়েছে। তাকে (গারনাচো) কঠোর পরিশ্রম করতে হবে।’

দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
৩৩ মিনিট আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
১ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
২ ঘণ্টা আগেনতুন বছরে সবার চোখ থাকবে ফিফা বিশ্বকাপে। তবে এই বৈশ্বিক ফুটবলযজ্ঞের বছরে রয়েছে ছেলেদের ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ । ফুটবলে আছে মেয়েদের এশিয়ান কাপ এবং অনূর্ধ্ব -২০ মেয়েদের এশিয়ান কাপও । ফিফা বিশ্বকাপে বাংলাদেশ দর্শক হলেও এসব বৈশ্বিক টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে