
আফসোস নয়—এরিক টেন হাগ খুশি পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ চারের প্রথম লেগে জাদোন সানচোর পারফরম্যান্সে। এমন পারফরম্যান্স পেতে ‘উচ্চ মূল্যে’ ইংলিশ উইঙ্গারকে ওল্ড ট্রাফোর্ডে এনেছিলেন জানালেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।
গতরাতে হলুদে ছেয়ে যাওয়া সিগনাল ইদুনা পার্কের ৮০ হাজার সমর্থককে পায়ের জাদুতে বুঁদ করে রেখেছিলেন সানচো। কিলিয়ান এমবাপ্পে-ওসমানে দেম্বেলের মতো তারকাদের দর্শক বানিয়ে উইং ধরে একের পর এক আক্রমণ করে গেছেন ২৪ বছর বয়সী তারকা। ভাগ্যিস, পিএসজির রক্ষণভাগে মার্কিনিওসের মতোন অভিজ্ঞ সেনাপতি ছিলেন।
অথচ এ মৌসুমের শুরুতে ওল্ড ট্রাফোর্ডে নিজেকে হারিয়ে খুঁজছিলেন সানচো। ২০২১ সালে ম্যানচেস্টার এসে যেন নিজের স্বভাবজাত খেলাটায় ভুলে গিয়েছিলেন। বরুসিয়া ডর্টমুন্ডের পারফরম্যান্স দেখে ৯১ মিলিয়ন ডলারে (প্রায় ১ হাজার কোটি টাকা) তাঁকে কিনেছিল ইউনাইটেড।
কিন্তু টেন হাগের অধীনে ভালো করতে পারেননি সানচো। গত সেপ্টেম্বরে রেড ডেভিলদের প্রথম একাদশেও জায়গা হারান তিনি। সে সময় টেন হাগ বলেছিলেন, সানচো অনুশীলনে তেমন সময় দেন না। কিন্তু ইংলিশ তারকা বলেছিলেন, তাঁকে ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে। এ মৌসুমে আর্সেনালের বিপক্ষে ম্যাচর আগে সানচো অনুশীলনে খারাপ পারফরম্যান্স করেছিলেন দাবি করেন টেন হাগ। তবে ইংলিশ উইঙ্গার সেটি সহ্য না করে জবাব দেন। এরপর থেকে তাঁকে আর রেড ডেভিলদের জার্সিতে দেখা যায়নি।
গত জানুয়ারিতে ওল্ড ট্রাফোর্ড থেকে ধারে সানচো ফেরেন ডর্টমুন্ডে। কোচ এডিন টারজিচের অধীনে নিজেকে ফিরেও পান। আর তার প্রতিদান দিয়ে তার সেরাটা দেখালেন গতরাতে। তটস্থ করে রাখলেন পিএসজির রক্ষণভাগ। ডর্টমুন্ডে ফিরেই পুরোনো রূপে ফেরা সানচো কেন টেন হাগের অধীনে নিজেকে মেলে ধরতে পারেননি, সে আলোচনায় হচ্ছে এখন সর্বত্র। অনেকে এ নিয়ে ডাচ কোচের সমালোচনা করছেন। তবে টেন হাগ খুশি পুরোনো শিষ্যকে ফর্মে ফিরতে দেখে। তিনি বলেছেন, ‘কেন তাকে ম্যানচেস্টার ইউনাইটেড কিনেছিল সেটি গতকাল সে (সানচো) দেখিয়েছে। আমি খুশি। জাদোন গতকাল যে পারফরম্যান্স দেখিয়েছে তার জন্য আমি খুশি এবং দেখি ভবিষ্যতে কী ঘটতে যাচ্ছে।’
টেন হাগের অধীনে এ মৌসুমেও খালি হাতে থাকতে হচ্ছে ইউনাইটেডকে। এমনকি আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগেও জায়গা হচ্ছে না তাদের। সানচোর ভবিষ্যতের অপেক্ষায় থাকলেও ওল্ড ট্রাফোর্ডে তাঁ ভবিষ্যৎটাও এখন অনিশ্চিত। তবে এখনো ইউনাইটেড নিয়ে উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে টেন হাগের, ‘যত দিন আমি এখানে করেছি, প্রতি গ্রীষ্মে, প্রতি উইন্ডোতে, আমি মনে করি ২০০ খেলোয়াড় ম্যানচেস্টার ইউনাইটেডে আসতে আগ্রহ দেখায়।’

আফসোস নয়—এরিক টেন হাগ খুশি পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ চারের প্রথম লেগে জাদোন সানচোর পারফরম্যান্সে। এমন পারফরম্যান্স পেতে ‘উচ্চ মূল্যে’ ইংলিশ উইঙ্গারকে ওল্ড ট্রাফোর্ডে এনেছিলেন জানালেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।
গতরাতে হলুদে ছেয়ে যাওয়া সিগনাল ইদুনা পার্কের ৮০ হাজার সমর্থককে পায়ের জাদুতে বুঁদ করে রেখেছিলেন সানচো। কিলিয়ান এমবাপ্পে-ওসমানে দেম্বেলের মতো তারকাদের দর্শক বানিয়ে উইং ধরে একের পর এক আক্রমণ করে গেছেন ২৪ বছর বয়সী তারকা। ভাগ্যিস, পিএসজির রক্ষণভাগে মার্কিনিওসের মতোন অভিজ্ঞ সেনাপতি ছিলেন।
অথচ এ মৌসুমের শুরুতে ওল্ড ট্রাফোর্ডে নিজেকে হারিয়ে খুঁজছিলেন সানচো। ২০২১ সালে ম্যানচেস্টার এসে যেন নিজের স্বভাবজাত খেলাটায় ভুলে গিয়েছিলেন। বরুসিয়া ডর্টমুন্ডের পারফরম্যান্স দেখে ৯১ মিলিয়ন ডলারে (প্রায় ১ হাজার কোটি টাকা) তাঁকে কিনেছিল ইউনাইটেড।
কিন্তু টেন হাগের অধীনে ভালো করতে পারেননি সানচো। গত সেপ্টেম্বরে রেড ডেভিলদের প্রথম একাদশেও জায়গা হারান তিনি। সে সময় টেন হাগ বলেছিলেন, সানচো অনুশীলনে তেমন সময় দেন না। কিন্তু ইংলিশ তারকা বলেছিলেন, তাঁকে ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে। এ মৌসুমে আর্সেনালের বিপক্ষে ম্যাচর আগে সানচো অনুশীলনে খারাপ পারফরম্যান্স করেছিলেন দাবি করেন টেন হাগ। তবে ইংলিশ উইঙ্গার সেটি সহ্য না করে জবাব দেন। এরপর থেকে তাঁকে আর রেড ডেভিলদের জার্সিতে দেখা যায়নি।
গত জানুয়ারিতে ওল্ড ট্রাফোর্ড থেকে ধারে সানচো ফেরেন ডর্টমুন্ডে। কোচ এডিন টারজিচের অধীনে নিজেকে ফিরেও পান। আর তার প্রতিদান দিয়ে তার সেরাটা দেখালেন গতরাতে। তটস্থ করে রাখলেন পিএসজির রক্ষণভাগ। ডর্টমুন্ডে ফিরেই পুরোনো রূপে ফেরা সানচো কেন টেন হাগের অধীনে নিজেকে মেলে ধরতে পারেননি, সে আলোচনায় হচ্ছে এখন সর্বত্র। অনেকে এ নিয়ে ডাচ কোচের সমালোচনা করছেন। তবে টেন হাগ খুশি পুরোনো শিষ্যকে ফর্মে ফিরতে দেখে। তিনি বলেছেন, ‘কেন তাকে ম্যানচেস্টার ইউনাইটেড কিনেছিল সেটি গতকাল সে (সানচো) দেখিয়েছে। আমি খুশি। জাদোন গতকাল যে পারফরম্যান্স দেখিয়েছে তার জন্য আমি খুশি এবং দেখি ভবিষ্যতে কী ঘটতে যাচ্ছে।’
টেন হাগের অধীনে এ মৌসুমেও খালি হাতে থাকতে হচ্ছে ইউনাইটেডকে। এমনকি আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগেও জায়গা হচ্ছে না তাদের। সানচোর ভবিষ্যতের অপেক্ষায় থাকলেও ওল্ড ট্রাফোর্ডে তাঁ ভবিষ্যৎটাও এখন অনিশ্চিত। তবে এখনো ইউনাইটেড নিয়ে উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে টেন হাগের, ‘যত দিন আমি এখানে করেছি, প্রতি গ্রীষ্মে, প্রতি উইন্ডোতে, আমি মনে করি ২০০ খেলোয়াড় ম্যানচেস্টার ইউনাইটেডে আসতে আগ্রহ দেখায়।’

বিকেলে আজ সাংবাদিকদের সামনে বেফাঁস মন্তব্য করে বসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। এবার তাঁর পদত্যাগের দাবি উঠেছে। যদি তিনি পদত্যাগ না করেন, তাহলে খেলা বন্ধের হুমকি দিয়েছেন ক্রিকেটাররা।
২০ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন। তাঁর এই বক্তব্যের পর দুঃখপ্রকাশ করেছে বিসিবি। এমনকি সেই পরিচালকের বিরুদ্ধে ব্য
৩৫ মিনিট আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে কি না, সেই অনিশ্চয়তা এখনো কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের মতে লিটন দাস-তানজিদ হাসান তামিমরা বিশ্বকাপ না খেলতে পারলে বোর্ডের কোনো ক্ষতি হবে না।
২ ঘণ্টা আগে