
নিউজিল্যান্ডের ফুটবল দলের অনুশীলন ড্রোন দিয়ে নজরদারি করায় তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন কানাডা নারী জাতীয় দলের প্রধান কোচ। ড্রোন কেলেঙ্কারির কারণে কানাডিয়ান অলিম্পিক কমিটি (সিওসি) গতকাল রাতে দলের এই কোচ বেভ প্রিস্টম্যানকে ছাঁটাই করেছে।
ঘটনা গত সোমবারের। নিউজিল্যান্ড নারী ফুটবল দলের অনুশীলনের সময় মাঠের ওপর একটি ড্রোন উড়তে দেখা যায়। ড্রোনটিকে প্রায় মাটির কাছাকাছিও নেমে আসে। এরপরই নিউজিল্যান্ড দলের পক্ষে প্যারিস অলিম্পিক আয়োজক কমিটি ও পুলিশের কাছে অভিযোগ জানানো হয়।
অলিম্পিক কর্তৃপক্ষ তদন্তে নিশ্চিত করে কানাডার নারী ফুটবল দলের সঙ্গে যুক্ত এই কাজে জড়িত। পরে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার পাশাপাশি ফিফার কাছেও অভিযোগ জানায় নিউজিল্যান্ড। পরে এই ঘটনায় নিউজিল্যান্ড ফুটবল দলের কাছে ক্ষমা চেয়েছেন কানাডার কোচ।
কানাডার প্রধান কোচের অনুপস্থিতিতে ডাগ আউট সামলাবেন দলটির সহকারী কোচ। সিওসি জানিয়েছে, ‘প্যারিস গেমসের বাকি অংশের জন্য সহকারী কোচ অ্যান্ডি স্পেন্সের নেতৃত্বে খেলবে কানাডিয়ান নারী দল।’
ড্রোন কেলেঙ্কারির পর গতকাল প্যারিস অলিম্পিকের উদ্বোধনী ম্যাচে ২-১ গোলে নিউজিল্যান্ডকে হারায় কানাডা। গুপ্তচরবৃত্তির মতো নিয়ম বহির্ভূত কাণ্ডের পর এই ম্যাচ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছিলেন প্রিস্টম্যান। এবার তাকে বরখাস্তই হতে হলো। সিওসি প্রধান নির্বাহী কেভিন ব্লু বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় আমাদের কাছে অতিরিক্ত তথ্য অনুযায়ী প্যারিস অলিম্পিকের আগেও ড্রোন চালিয়ে প্রতিপক্ষের বিপক্ষে গুপ্তচরবৃত্তি করা হয়েছে। নতুন এ তথ্যের ভিত্তিতে কানাডা সকার নারী জাতীয় ফুটবল দলের প্রধান কোচ বেভ প্রিস্টম্যানকে প্যারিস অলিম্পিকের বাকি সময় সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
নারী অলিম্পিক ফুটবলে বর্তমান চ্যাম্পিয়ন কানাডা। কানাডার পুরুষ দলও এর আগে ড্রোন-বিতর্কে জড়িয়েছিল। হন্ডুরাসের বিপক্ষে ২০২১ সালে বিশ্বকাপ বাছাইপর্ব ম্যাচের আগে ড্রোন উড়িয়ে গুপ্তচরবৃত্তির কাজ করে কানাডা।

নিউজিল্যান্ডের ফুটবল দলের অনুশীলন ড্রোন দিয়ে নজরদারি করায় তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন কানাডা নারী জাতীয় দলের প্রধান কোচ। ড্রোন কেলেঙ্কারির কারণে কানাডিয়ান অলিম্পিক কমিটি (সিওসি) গতকাল রাতে দলের এই কোচ বেভ প্রিস্টম্যানকে ছাঁটাই করেছে।
ঘটনা গত সোমবারের। নিউজিল্যান্ড নারী ফুটবল দলের অনুশীলনের সময় মাঠের ওপর একটি ড্রোন উড়তে দেখা যায়। ড্রোনটিকে প্রায় মাটির কাছাকাছিও নেমে আসে। এরপরই নিউজিল্যান্ড দলের পক্ষে প্যারিস অলিম্পিক আয়োজক কমিটি ও পুলিশের কাছে অভিযোগ জানানো হয়।
অলিম্পিক কর্তৃপক্ষ তদন্তে নিশ্চিত করে কানাডার নারী ফুটবল দলের সঙ্গে যুক্ত এই কাজে জড়িত। পরে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার পাশাপাশি ফিফার কাছেও অভিযোগ জানায় নিউজিল্যান্ড। পরে এই ঘটনায় নিউজিল্যান্ড ফুটবল দলের কাছে ক্ষমা চেয়েছেন কানাডার কোচ।
কানাডার প্রধান কোচের অনুপস্থিতিতে ডাগ আউট সামলাবেন দলটির সহকারী কোচ। সিওসি জানিয়েছে, ‘প্যারিস গেমসের বাকি অংশের জন্য সহকারী কোচ অ্যান্ডি স্পেন্সের নেতৃত্বে খেলবে কানাডিয়ান নারী দল।’
ড্রোন কেলেঙ্কারির পর গতকাল প্যারিস অলিম্পিকের উদ্বোধনী ম্যাচে ২-১ গোলে নিউজিল্যান্ডকে হারায় কানাডা। গুপ্তচরবৃত্তির মতো নিয়ম বহির্ভূত কাণ্ডের পর এই ম্যাচ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছিলেন প্রিস্টম্যান। এবার তাকে বরখাস্তই হতে হলো। সিওসি প্রধান নির্বাহী কেভিন ব্লু বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় আমাদের কাছে অতিরিক্ত তথ্য অনুযায়ী প্যারিস অলিম্পিকের আগেও ড্রোন চালিয়ে প্রতিপক্ষের বিপক্ষে গুপ্তচরবৃত্তি করা হয়েছে। নতুন এ তথ্যের ভিত্তিতে কানাডা সকার নারী জাতীয় ফুটবল দলের প্রধান কোচ বেভ প্রিস্টম্যানকে প্যারিস অলিম্পিকের বাকি সময় সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
নারী অলিম্পিক ফুটবলে বর্তমান চ্যাম্পিয়ন কানাডা। কানাডার পুরুষ দলও এর আগে ড্রোন-বিতর্কে জড়িয়েছিল। হন্ডুরাসের বিপক্ষে ২০২১ সালে বিশ্বকাপ বাছাইপর্ব ম্যাচের আগে ড্রোন উড়িয়ে গুপ্তচরবৃত্তির কাজ করে কানাডা।

একটা সময় মনে হয়েছিল, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সহজেই জিতবে রংপুর রাইডার্স। বিশেষ করে, যখন উইকেটে ওপেনার ডেভিড মালানের সঙ্গে ব্যাট করছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু দুজনের সেঞ্চুরি জুটির পরও জমে উঠল ম্যাচ। নিষ্পত্তির জন্য খেলা গড়াল সুপার ওভারে। এই সুপার ওভারে জিতেছে রাজশাহী।
৯ ঘণ্টা আগে
গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
১০ ঘণ্টা আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
১৪ ঘণ্টা আগে