
ইন্টার মায়ামিতে দারুণ ছন্দে আছেন লিওনেল মেসি। প্রতি ম্যাচেই গোল করছেন তিনি। বিশেষ করে, ফ্রি কিকের জাদুতে মুগ্ধতা ছড়াচ্ছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার। জাদুকরী এক ফ্রি কিক গোলে আজ বাঁচিয়েছেন ইন্টার মায়ামিকে। তাঁর দুর্দান্ত গোলে মুগ্ধ মায়ামি।
এফসি ডালাস টয়োটা স্টেডিয়ামে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে আজ ইন্টার মায়ামির প্রতিপক্ষ ছিল এফসি ডালাস। ৮৪ মিনিট পর্যন্ত ৪-৩ গোলে এগিয়ে ছিল ডালাস। এই সময়েই মেসির ম্যাজিক। ডি বক্সের বাইরে থেকে ফ্রি কিক নেন তিনি। বা পায়ে নেওয়া দূরপাল্লার শটে চোখ ধাধানো গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তার গোলে সমতায় ফেরে মায়ামি। মেসির জাদুকরী ফ্রি কিকের গোল ভাইরাল হয়ে যায় সামাজিকমাধ্যমে। ইন্টার মায়ামি তাদের ফেসবুক পেজে গোলের ভিডিও পোস্ট করে ক্যাপশন দিয়েছে, ‘আমাদের অধিনায়কের থেকে আরেকটি দুর্দান্ত গোল।’
মেসির ফ্রি কিকে ম্যাচ ৪-৪ গোলে ড্র হলে গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। টাইব্রেকারে দলের প্রথম শট নিয়েই গোল করেন মেসি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫-৩ গোলের জয় পায় মায়ামি। জাদুকরী ফ্রি কিকের পাশাপাশি আরও একটি গোল করেছেন মেসি। ৬ মিনিটে বাঁ পায়ের শটে দুর্দান্ত গোল করেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। অ্যাসিস্ট করেন জর্দি আলবা।
ইন্টার মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৭ গোল করেছেন মেসি ও ১ গোলে অ্যাসিস্ট করেছেন। সব ম্যাচই তিনি খেলেছেন লিগ কাপে। টানা তিন ম্যাচে করেছেন জোড়া গোল। লিগ কাপে ক্রুজ আজুলের বিপক্ষে মায়ামির হয়ে অভিষেক হয় তাঁর। সেই ম্যাচে বদলি হিসেবে নামানো হয় তাঁকে। শেষ মুহূর্তে দুর্দানত ফ্রি কিকে অভিষেকেই গোল করেন মেসি।

ইন্টার মায়ামিতে দারুণ ছন্দে আছেন লিওনেল মেসি। প্রতি ম্যাচেই গোল করছেন তিনি। বিশেষ করে, ফ্রি কিকের জাদুতে মুগ্ধতা ছড়াচ্ছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার। জাদুকরী এক ফ্রি কিক গোলে আজ বাঁচিয়েছেন ইন্টার মায়ামিকে। তাঁর দুর্দান্ত গোলে মুগ্ধ মায়ামি।
এফসি ডালাস টয়োটা স্টেডিয়ামে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে আজ ইন্টার মায়ামির প্রতিপক্ষ ছিল এফসি ডালাস। ৮৪ মিনিট পর্যন্ত ৪-৩ গোলে এগিয়ে ছিল ডালাস। এই সময়েই মেসির ম্যাজিক। ডি বক্সের বাইরে থেকে ফ্রি কিক নেন তিনি। বা পায়ে নেওয়া দূরপাল্লার শটে চোখ ধাধানো গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তার গোলে সমতায় ফেরে মায়ামি। মেসির জাদুকরী ফ্রি কিকের গোল ভাইরাল হয়ে যায় সামাজিকমাধ্যমে। ইন্টার মায়ামি তাদের ফেসবুক পেজে গোলের ভিডিও পোস্ট করে ক্যাপশন দিয়েছে, ‘আমাদের অধিনায়কের থেকে আরেকটি দুর্দান্ত গোল।’
মেসির ফ্রি কিকে ম্যাচ ৪-৪ গোলে ড্র হলে গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। টাইব্রেকারে দলের প্রথম শট নিয়েই গোল করেন মেসি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫-৩ গোলের জয় পায় মায়ামি। জাদুকরী ফ্রি কিকের পাশাপাশি আরও একটি গোল করেছেন মেসি। ৬ মিনিটে বাঁ পায়ের শটে দুর্দান্ত গোল করেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। অ্যাসিস্ট করেন জর্দি আলবা।
ইন্টার মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৭ গোল করেছেন মেসি ও ১ গোলে অ্যাসিস্ট করেছেন। সব ম্যাচই তিনি খেলেছেন লিগ কাপে। টানা তিন ম্যাচে করেছেন জোড়া গোল। লিগ কাপে ক্রুজ আজুলের বিপক্ষে মায়ামির হয়ে অভিষেক হয় তাঁর। সেই ম্যাচে বদলি হিসেবে নামানো হয় তাঁকে। শেষ মুহূর্তে দুর্দানত ফ্রি কিকে অভিষেকেই গোল করেন মেসি।

মাইকেল ব্রেসওয়েলের নেতৃত্বে ইতিহাস গড়েছে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে ভারতের মাঠে এবারই প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে কিউইরা। আটবারের চেষ্টায় কিউইরা সফল হলো যে অধিনায়কের নেতৃত্বে, এবার তাঁকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে দল।
১ ঘণ্টা আগে
আফ্রিকান কাপ অব নেশনসের ফাইনালে নাটকীয়তা শেষে মরক্কোকে ১–০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে সেনেগাল। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরে ফিফা র্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছে সাদিও মানেরা। আন্তর্জাতিক ফুটবল সংস্থা প্রকাশিত সবশেষ র্যাঙ্কিংয়ে ৭ ধাপ উন্নতি করেছে সেনেগালিজরা।
১ ঘণ্টা আগে
নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ভারতের পরিবর্তে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের কথায় আইসিসি অযৌক্তিক চাপ সৃষ্টি করলে সেটা মেনে নেওয়া হবে না বলে জানালেন যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এর আগে যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাছাইপর্ব শুরু করেছিল তারা।
৩ ঘণ্টা আগে