
আগস্ট থেকে স্পেন ফুটবল দলে চলছে টালমাটাল অবস্থা। বহুল আলোচিত ‘চুমুকাণ্ডের’ পর স্পেন ফুটবল ফেডারেশনে এসেছে অনেক বদল। তবু স্পেন দলে খেলতে চান না বিশ্বকাপজয়ী নারী ফুটবলাররা।
গত ২০ আগস্ট সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় মুখোমুখি হয়েছিল স্পেন-ইংল্যান্ড। ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ২০২৩ নারী ফুটবল চ্যাম্পিয়ন হয় স্পেন। ফাইনালে শেষ বাঁশি বাজার পরই আনন্দে আতিশয্যে জেনিফার হারমোসোর ঠোঁটে চুমু দিয়ে বসেন লুইস রুবিয়ালেস। ঘটনার এক সপ্তাহ পরই স্পেনের ৮১ নারী ফুটবলার বয়কটের ঘোষণা দেন। এরপরই তৎকালীন কোচ হোর্হে ভিলদা বরখাস্ত হয়েছেন। এরপরও এই সিদ্ধান্তে অনড় থাকে তারা। গত শুক্রবার স্পেনের ২১ বিশ্বজয়ী ফুটবলারসহ ৩৯ নারী ফুটবলার যৌথ বিবৃতিতে জানিয়েছেন, তারা এখনো নিরাপদ মনে করছেন না। ফেডারেশনে আর কোনো পরিবর্তন না করা হলে খেলবেনই না।
এই টালমাটাল অবস্থার মধ্যেই স্পেন নারী দলের নতুন কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন মোন্তসে তোমি। গতকাল তিনি নেশনস লিগের ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন। এই ১৫ জনই স্পেনের বিশ্বজয়ী নারী ফুটবল দলের সদস্য। দলে আছেন দুইবারের ব্যালন ডি অরী অ্যালেক্সিয়া পুতেলা। বাদ পড়েছেন হারমোসো। তবে দলে ডাক পেলেও ফুটবলাররা তাদের বয়কটের সিদ্ধান্তে অনড় থেকেছেন। ফুটপ্রোর মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের এমন এক অবস্থায় ফেলা হয়েছে, যেখানে আমরা থাকতে চাইনি। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে (আরএফইএফ) আমরা এরই মধ্যে সবকিছু জানিয়ে দিয়েছি। আরএফএফ আমাদের কাছে যেসব আইনি প্রক্রিয়ার কথা বলেছে, আমরা তা খতিয়ে দেখছি। আশা করি, তারা আমাদের ভবিষ্যতের কথা ভেবেই সিদ্ধান্ত নেবে।’
চুমুকাণ্ডের পর প্রথমে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধানের পদ থেকে রুবিয়ালেস পদত্যাগ করতে চাননি। কেননা তাঁর কাছে এটাকে গুরুতর মনে হয়নি। এরপরই তাঁর (রুবিয়ালেস) ওপর বেশ ঝড় বয়ে গেছে। ফিফা তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে। তাঁর মা অনশন ডেকেছিলেন। রুবিয়ালেসের বিরুদ্ধে মামলা করেন হারমোসো। এরপর রুবিয়ালেস পদত্যাগই করেছেন।

আগস্ট থেকে স্পেন ফুটবল দলে চলছে টালমাটাল অবস্থা। বহুল আলোচিত ‘চুমুকাণ্ডের’ পর স্পেন ফুটবল ফেডারেশনে এসেছে অনেক বদল। তবু স্পেন দলে খেলতে চান না বিশ্বকাপজয়ী নারী ফুটবলাররা।
গত ২০ আগস্ট সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় মুখোমুখি হয়েছিল স্পেন-ইংল্যান্ড। ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ২০২৩ নারী ফুটবল চ্যাম্পিয়ন হয় স্পেন। ফাইনালে শেষ বাঁশি বাজার পরই আনন্দে আতিশয্যে জেনিফার হারমোসোর ঠোঁটে চুমু দিয়ে বসেন লুইস রুবিয়ালেস। ঘটনার এক সপ্তাহ পরই স্পেনের ৮১ নারী ফুটবলার বয়কটের ঘোষণা দেন। এরপরই তৎকালীন কোচ হোর্হে ভিলদা বরখাস্ত হয়েছেন। এরপরও এই সিদ্ধান্তে অনড় থাকে তারা। গত শুক্রবার স্পেনের ২১ বিশ্বজয়ী ফুটবলারসহ ৩৯ নারী ফুটবলার যৌথ বিবৃতিতে জানিয়েছেন, তারা এখনো নিরাপদ মনে করছেন না। ফেডারেশনে আর কোনো পরিবর্তন না করা হলে খেলবেনই না।
এই টালমাটাল অবস্থার মধ্যেই স্পেন নারী দলের নতুন কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন মোন্তসে তোমি। গতকাল তিনি নেশনস লিগের ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন। এই ১৫ জনই স্পেনের বিশ্বজয়ী নারী ফুটবল দলের সদস্য। দলে আছেন দুইবারের ব্যালন ডি অরী অ্যালেক্সিয়া পুতেলা। বাদ পড়েছেন হারমোসো। তবে দলে ডাক পেলেও ফুটবলাররা তাদের বয়কটের সিদ্ধান্তে অনড় থেকেছেন। ফুটপ্রোর মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের এমন এক অবস্থায় ফেলা হয়েছে, যেখানে আমরা থাকতে চাইনি। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে (আরএফইএফ) আমরা এরই মধ্যে সবকিছু জানিয়ে দিয়েছি। আরএফএফ আমাদের কাছে যেসব আইনি প্রক্রিয়ার কথা বলেছে, আমরা তা খতিয়ে দেখছি। আশা করি, তারা আমাদের ভবিষ্যতের কথা ভেবেই সিদ্ধান্ত নেবে।’
চুমুকাণ্ডের পর প্রথমে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধানের পদ থেকে রুবিয়ালেস পদত্যাগ করতে চাননি। কেননা তাঁর কাছে এটাকে গুরুতর মনে হয়নি। এরপরই তাঁর (রুবিয়ালেস) ওপর বেশ ঝড় বয়ে গেছে। ফিফা তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে। তাঁর মা অনশন ডেকেছিলেন। রুবিয়ালেসের বিরুদ্ধে মামলা করেন হারমোসো। এরপর রুবিয়ালেস পদত্যাগই করেছেন।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
১৬ মিনিট আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিনদিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হজরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের অধ
৩৭ মিনিট আগে
বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছেছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের সোনালী ট্রফি।
২ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।
২ ঘণ্টা আগে