
সাফে শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তপু বর্মণের পেনাল্টি গোলে আসে স্বস্তির জয়। আর ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে খেলেছেন জামাল ভূঁইয়ারা। ১০ জনের দল নিয়েও জয়ের সমান এক ড্র নিয়ে মাঠ ছাড়েন ইয়াসিন আরাফাতরা। এই পরিস্থিতিতে বাংলাদেশের পরের ম্যাচগুলো নিয়েও প্রবাসী বাংলাদেশিদের বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। টিকিট নিয়েও চলছে হাহাকার।
ভারতের বিপক্ষে ম্যাচে জামালদের প্রাণপণ লড়াইয়ের প্রশংসা মিলছে চারদিক থেকে। এই ম্যাচের পর জামাল-ইয়াসিনদের নিয়ে মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের আগ্রহের পারদও চূড়ায় উঠেছে। বাংলাদেশের পরের ম্যাচ স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে। এই ম্যাচে মাঠে বসে জামালদের খেলা দেখতে উন্মুখ হয়ে আছেন প্রবাসী বাংলাদেশিরা।
আগামী বুধবার মালেতে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগেই টিকিট নিয়ে শুরু হয়েছে হাহাকার। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে জানিয়েছে, মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্বাগতিকদের বিপক্ষে পরের ম্যাচের টিকিটের জন্য হাহাকার চলছে। আজ মালেতে অবস্থিত মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে ভোররাত থেকে প্রবাসী বাংলাদেশিদের ভিড় লেগে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে।
তবে প্রয়োজন অনুযায়ী টিকিট পাচ্ছেন না প্রবাসী বাংলাদেশিরা। এ নিয়ে আয়োজকদের ওপর ক্ষোভ ঝেড়েছেন তারা। টিকিট নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে শেষ পর্যন্ত পুলিশ মোতায়েন করা হয়। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষিপ্ত কিছু সংঘর্ষের খবরও পাওয়া গেছে। স্থানীয় এক প্রবাসী জানান, আয়োজকেরা বাংলাদেশিদের কাছে যথেষ্ট টিকিট বিক্রি না করায় ক্ষোভ সৃষ্টি হয়। সাড়ে ৭ হাজার টিকিট এর মধ্যে বাংলাদেশিদের কাছে মাত্র ২০০-৩০০ টিকিট বিক্রি করেছে বলেও অভিযোগ উঠেছে।

সাফে শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তপু বর্মণের পেনাল্টি গোলে আসে স্বস্তির জয়। আর ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে খেলেছেন জামাল ভূঁইয়ারা। ১০ জনের দল নিয়েও জয়ের সমান এক ড্র নিয়ে মাঠ ছাড়েন ইয়াসিন আরাফাতরা। এই পরিস্থিতিতে বাংলাদেশের পরের ম্যাচগুলো নিয়েও প্রবাসী বাংলাদেশিদের বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। টিকিট নিয়েও চলছে হাহাকার।
ভারতের বিপক্ষে ম্যাচে জামালদের প্রাণপণ লড়াইয়ের প্রশংসা মিলছে চারদিক থেকে। এই ম্যাচের পর জামাল-ইয়াসিনদের নিয়ে মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের আগ্রহের পারদও চূড়ায় উঠেছে। বাংলাদেশের পরের ম্যাচ স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে। এই ম্যাচে মাঠে বসে জামালদের খেলা দেখতে উন্মুখ হয়ে আছেন প্রবাসী বাংলাদেশিরা।
আগামী বুধবার মালেতে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগেই টিকিট নিয়ে শুরু হয়েছে হাহাকার। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে জানিয়েছে, মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্বাগতিকদের বিপক্ষে পরের ম্যাচের টিকিটের জন্য হাহাকার চলছে। আজ মালেতে অবস্থিত মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে ভোররাত থেকে প্রবাসী বাংলাদেশিদের ভিড় লেগে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে।
তবে প্রয়োজন অনুযায়ী টিকিট পাচ্ছেন না প্রবাসী বাংলাদেশিরা। এ নিয়ে আয়োজকদের ওপর ক্ষোভ ঝেড়েছেন তারা। টিকিট নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে শেষ পর্যন্ত পুলিশ মোতায়েন করা হয়। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষিপ্ত কিছু সংঘর্ষের খবরও পাওয়া গেছে। স্থানীয় এক প্রবাসী জানান, আয়োজকেরা বাংলাদেশিদের কাছে যথেষ্ট টিকিট বিক্রি না করায় ক্ষোভ সৃষ্টি হয়। সাড়ে ৭ হাজার টিকিট এর মধ্যে বাংলাদেশিদের কাছে মাত্র ২০০-৩০০ টিকিট বিক্রি করেছে বলেও অভিযোগ উঠেছে।

৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চলছে নানা রকম জটিলতা। ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার ব্যাপারেও চলছে নানারকম কথাবার্তা।
১৩ মিনিট আগে
মোহাম্মদ নবি তাঁর বাড়িতে টিভি সেটের সামনে বসে আছেন কি না জানা নেই। যদি সত্যিই টিভি সেটের সামনে থাকেন, তাহলে এই মুহূর্তে তাঁর চেয়ে বেশি খুশি আর কেউ হবেন না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ তাঁর ছেলে করেছেন সেঞ্চুরি।
১ ঘণ্টা আগে
জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসেখেলে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
বুলাওয়েতে গতকাল বিকেলে টসের সময় হাত মেলাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই তখন গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
৩ ঘণ্টা আগে