
সাফে শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তপু বর্মণের পেনাল্টি গোলে আসে স্বস্তির জয়। আর ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে খেলেছেন জামাল ভূঁইয়ারা। ১০ জনের দল নিয়েও জয়ের সমান এক ড্র নিয়ে মাঠ ছাড়েন ইয়াসিন আরাফাতরা। এই পরিস্থিতিতে বাংলাদেশের পরের ম্যাচগুলো নিয়েও প্রবাসী বাংলাদেশিদের বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। টিকিট নিয়েও চলছে হাহাকার।
ভারতের বিপক্ষে ম্যাচে জামালদের প্রাণপণ লড়াইয়ের প্রশংসা মিলছে চারদিক থেকে। এই ম্যাচের পর জামাল-ইয়াসিনদের নিয়ে মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের আগ্রহের পারদও চূড়ায় উঠেছে। বাংলাদেশের পরের ম্যাচ স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে। এই ম্যাচে মাঠে বসে জামালদের খেলা দেখতে উন্মুখ হয়ে আছেন প্রবাসী বাংলাদেশিরা।
আগামী বুধবার মালেতে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগেই টিকিট নিয়ে শুরু হয়েছে হাহাকার। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে জানিয়েছে, মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্বাগতিকদের বিপক্ষে পরের ম্যাচের টিকিটের জন্য হাহাকার চলছে। আজ মালেতে অবস্থিত মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে ভোররাত থেকে প্রবাসী বাংলাদেশিদের ভিড় লেগে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে।
তবে প্রয়োজন অনুযায়ী টিকিট পাচ্ছেন না প্রবাসী বাংলাদেশিরা। এ নিয়ে আয়োজকদের ওপর ক্ষোভ ঝেড়েছেন তারা। টিকিট নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে শেষ পর্যন্ত পুলিশ মোতায়েন করা হয়। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষিপ্ত কিছু সংঘর্ষের খবরও পাওয়া গেছে। স্থানীয় এক প্রবাসী জানান, আয়োজকেরা বাংলাদেশিদের কাছে যথেষ্ট টিকিট বিক্রি না করায় ক্ষোভ সৃষ্টি হয়। সাড়ে ৭ হাজার টিকিট এর মধ্যে বাংলাদেশিদের কাছে মাত্র ২০০-৩০০ টিকিট বিক্রি করেছে বলেও অভিযোগ উঠেছে।

সাফে শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তপু বর্মণের পেনাল্টি গোলে আসে স্বস্তির জয়। আর ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে খেলেছেন জামাল ভূঁইয়ারা। ১০ জনের দল নিয়েও জয়ের সমান এক ড্র নিয়ে মাঠ ছাড়েন ইয়াসিন আরাফাতরা। এই পরিস্থিতিতে বাংলাদেশের পরের ম্যাচগুলো নিয়েও প্রবাসী বাংলাদেশিদের বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। টিকিট নিয়েও চলছে হাহাকার।
ভারতের বিপক্ষে ম্যাচে জামালদের প্রাণপণ লড়াইয়ের প্রশংসা মিলছে চারদিক থেকে। এই ম্যাচের পর জামাল-ইয়াসিনদের নিয়ে মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের আগ্রহের পারদও চূড়ায় উঠেছে। বাংলাদেশের পরের ম্যাচ স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে। এই ম্যাচে মাঠে বসে জামালদের খেলা দেখতে উন্মুখ হয়ে আছেন প্রবাসী বাংলাদেশিরা।
আগামী বুধবার মালেতে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগেই টিকিট নিয়ে শুরু হয়েছে হাহাকার। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে জানিয়েছে, মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্বাগতিকদের বিপক্ষে পরের ম্যাচের টিকিটের জন্য হাহাকার চলছে। আজ মালেতে অবস্থিত মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে ভোররাত থেকে প্রবাসী বাংলাদেশিদের ভিড় লেগে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে।
তবে প্রয়োজন অনুযায়ী টিকিট পাচ্ছেন না প্রবাসী বাংলাদেশিরা। এ নিয়ে আয়োজকদের ওপর ক্ষোভ ঝেড়েছেন তারা। টিকিট নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে শেষ পর্যন্ত পুলিশ মোতায়েন করা হয়। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষিপ্ত কিছু সংঘর্ষের খবরও পাওয়া গেছে। স্থানীয় এক প্রবাসী জানান, আয়োজকেরা বাংলাদেশিদের কাছে যথেষ্ট টিকিট বিক্রি না করায় ক্ষোভ সৃষ্টি হয়। সাড়ে ৭ হাজার টিকিট এর মধ্যে বাংলাদেশিদের কাছে মাত্র ২০০-৩০০ টিকিট বিক্রি করেছে বলেও অভিযোগ উঠেছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১৩ মিনিট আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১৬ মিনিট আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
৪৪ মিনিট আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
১ ঘণ্টা আগে