
রিয়াল মাদ্রিদের হয়ে খেলার স্বপ্ন তাঁর বহু দিনের। স্বপ্নটা প্রায় পূরণও হয়ে গিয়েছিল এবার। কিন্তু কিলিয়ান এমবাপ্পের বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) আকাশচুম্বী দাম হাঁকিয়ে বসায় দলবদলের শেষ মুহূর্তে তাঁর আশা ছেড়ে দিয়েছে রিয়াল। আপাতত তাই প্যারিসেই থেকে যেতে হচ্ছে এমবাপ্পেকে।
এর আগে পুরো আগস্ট মাস পিএসজি-রিয়ালকে ব্যতিব্যস্ত রেখেছেন এমবাপ্পে। বলতে গেলে, দুপক্ষের ঘরে আগুন লাগিয়ে দিয়েছেন তিনি। রিয়াল যেমন ফরাসি তারকাকে ছাড়িয়ে নিতে আপ্রাণ চেষ্টা চালিয়েছে, পিএসজিও তেমন তাঁকে ধরে রাখতে মরিয়া ছিল। সেটা করতে গিয়ে এমবাপ্পের দামটা রিয়ালের নাগালের বাইরে নিয়ে গেছে প্যারিসের ক্লাবটি। দরদাম ঠিক করতেই পেরিয়ে গেছে গোটা মাস। তবু সমঝোতা হয়নি।
এর মধ্যেই আগামীকাল থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক ফুটবলের সূচি। সেদিনই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার মুখোমুখি হবে ফ্রান্স। দেশের হয়ে খেলতে গতকাল ক্যাম্পে যোগ দিয়েছেন এমবাপ্পে। সেখানেই এক সাংবাদিক প্রশ্ন করেন, এত গুঞ্জনের মধ্যে কেমন বোধ করছেন আপনি? জবাবে বিশ্বকাপ জয়ী তারকা বলেন, ‘আমি দারুণ আছি, শান্তিতেই আছি।’
এমবাপ্পে যে শান্তিতে আছেন, সেটা পিএসজির হয়ে সাম্প্রতিক পারফরম্যান্সই বলে দেয়। পরশু রাতে ফরাসি লিগ ওয়ানে রেঁসের বিপক্ষে জোড়া গোল করেছেন তিনি। গত ২১ আগস্ট ব্রেস্তের বিপক্ষেও একবার জালের দেখা পেয়েছেন ২০১৮ রাশিয়া বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়।
যদিও ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর দাবি, রেঁসের বিপক্ষে নতুন মৌসুমে সেরা পারফর্ম করেও নিজের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারেননি এমবাপ্পে। পরতে চেয়েছিলেন ছোটবেলার স্বপ্ন রিয়ালের জার্সি। এবার না হলেও আগামী মৌসুমে তাঁকে পেতে হয়তো আরও বড় বাজেট নিয়েই নামবে রিয়াল।

রিয়াল মাদ্রিদের হয়ে খেলার স্বপ্ন তাঁর বহু দিনের। স্বপ্নটা প্রায় পূরণও হয়ে গিয়েছিল এবার। কিন্তু কিলিয়ান এমবাপ্পের বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) আকাশচুম্বী দাম হাঁকিয়ে বসায় দলবদলের শেষ মুহূর্তে তাঁর আশা ছেড়ে দিয়েছে রিয়াল। আপাতত তাই প্যারিসেই থেকে যেতে হচ্ছে এমবাপ্পেকে।
এর আগে পুরো আগস্ট মাস পিএসজি-রিয়ালকে ব্যতিব্যস্ত রেখেছেন এমবাপ্পে। বলতে গেলে, দুপক্ষের ঘরে আগুন লাগিয়ে দিয়েছেন তিনি। রিয়াল যেমন ফরাসি তারকাকে ছাড়িয়ে নিতে আপ্রাণ চেষ্টা চালিয়েছে, পিএসজিও তেমন তাঁকে ধরে রাখতে মরিয়া ছিল। সেটা করতে গিয়ে এমবাপ্পের দামটা রিয়ালের নাগালের বাইরে নিয়ে গেছে প্যারিসের ক্লাবটি। দরদাম ঠিক করতেই পেরিয়ে গেছে গোটা মাস। তবু সমঝোতা হয়নি।
এর মধ্যেই আগামীকাল থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক ফুটবলের সূচি। সেদিনই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার মুখোমুখি হবে ফ্রান্স। দেশের হয়ে খেলতে গতকাল ক্যাম্পে যোগ দিয়েছেন এমবাপ্পে। সেখানেই এক সাংবাদিক প্রশ্ন করেন, এত গুঞ্জনের মধ্যে কেমন বোধ করছেন আপনি? জবাবে বিশ্বকাপ জয়ী তারকা বলেন, ‘আমি দারুণ আছি, শান্তিতেই আছি।’
এমবাপ্পে যে শান্তিতে আছেন, সেটা পিএসজির হয়ে সাম্প্রতিক পারফরম্যান্সই বলে দেয়। পরশু রাতে ফরাসি লিগ ওয়ানে রেঁসের বিপক্ষে জোড়া গোল করেছেন তিনি। গত ২১ আগস্ট ব্রেস্তের বিপক্ষেও একবার জালের দেখা পেয়েছেন ২০১৮ রাশিয়া বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়।
যদিও ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর দাবি, রেঁসের বিপক্ষে নতুন মৌসুমে সেরা পারফর্ম করেও নিজের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারেননি এমবাপ্পে। পরতে চেয়েছিলেন ছোটবেলার স্বপ্ন রিয়ালের জার্সি। এবার না হলেও আগামী মৌসুমে তাঁকে পেতে হয়তো আরও বড় বাজেট নিয়েই নামবে রিয়াল।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১২ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১৩ ঘণ্টা আগে