
২০২০ থেকে ২০২৩—তিন বছরে স্পেনের হয়ে কম বয়সে গোলের রেকর্ড ভেঙেছে তিনবার। তিনবারই রেকর্ড ভেঙেছে বার্সেলোনার ‘ফুটবল খামার’ খ্যাত লা মাসিয়া থেকে উঠে আসা ফুটবলাররা। গতকাল এই রেকর্ড নিজের করে নিয়েছে ল্যামিন ইয়ামাল। ইয়ামালের রেকর্ড গড়ার দিনে বিশাল জয় পেয়েছে স্পেন।
বোরিস পাইচেজ ডায়মানো এরিনায় ইউরো বাছাইয়ের ম্যাচে গত রাতে জর্জিয়ার বিপক্ষে খেলেছে স্পেন। ম্যাচে খেলতে নেমেই রেকর্ড গড়ে ইয়ামাল। ১৬ বছর ৫৭ দিন বয়সে খেলতে নেমে স্পেনের কনিষ্ঠতম ফুটবলার হিসেবে অভিষেক হয় ইয়ামালের। এই রেকর্ডটা সে পরে আরও সমৃদ্ধ করেছে। ৭৪ মিনিটে নিকো উইলিয়ামসের পাস থেকে গোল করে ইয়ামাল। স্পেনের কনিষ্ঠতম ফুটবলার হিসেবে গোলের রেকর্ড নিজের করে নেয় সে।
ইয়ামালের রেকর্ড গড়ার দিনে জর্জিয়াকে ৭-১ গোলে হারিয়েছে স্পেন। রেকর্ড গড়ার সুযোগ করে দেওয়ায় স্পেন দলের কোচ লুইস দে লা ফুয়েন্তেকে ধন্যবাদ জানিয়েছে সে। স্পেনের টেলিভিশন চ্যানেল টেলিডিপোর্টিকে ইয়ামাল বলে, ‘মনে হচ্ছে এখন স্বপ্ন দেখছি। আমি বেশ খুশি এবং সতীর্থদের ও কোচকে ধন্যবাদ জানাতে চাই যে তাঁরা আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছেন। আমার পথচলায় তাঁরা অনেক সাহায্য করেছেন।’
২০২০ সালে রেকর্ডটি গড়েন আনসু ফাতি। ১৭ বছর ৩১১ দিন বয়সে উয়েফা নেশনস লিগ ‘এ’র ম্যাচে ইউক্রেনের বিপক্ষে গোল করেন ফাতি। দুই বছর পর এই রেকর্ড ভেঙে দেন গাভি। ২০২২ সালে উয়েফা নেশনস লিগ ‘এ’র ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে গোল করেন তিনি। স্প্যানিশ মিডফিল্ডারের তখন বয়স ছিল ১৭ বছর ৩০৪ দিন। আর ফাতি, গাভিকে ছাড়িয়ে গতকাল রেকর্ডটি নিজের করে নিয়েছে ইয়ামাল।
স্পেনের জার্সিতে কম বয়সে গোলের রেকর্ড:
খেলোয়াড় বয়স প্রতিপক্ষ সাল
ল্যামিন ইয়ামাল ১৬ বছর ৫৭ দিন জর্জিয়া ২০২৩
গাভি ১৭ বছর ৩০৪ দিন চেক প্রজাতন্ত্র ২০২২
আনসু ফাতি ১৭ বছর ৩১১ দিন ইউক্রেন ২০২০

২০২০ থেকে ২০২৩—তিন বছরে স্পেনের হয়ে কম বয়সে গোলের রেকর্ড ভেঙেছে তিনবার। তিনবারই রেকর্ড ভেঙেছে বার্সেলোনার ‘ফুটবল খামার’ খ্যাত লা মাসিয়া থেকে উঠে আসা ফুটবলাররা। গতকাল এই রেকর্ড নিজের করে নিয়েছে ল্যামিন ইয়ামাল। ইয়ামালের রেকর্ড গড়ার দিনে বিশাল জয় পেয়েছে স্পেন।
বোরিস পাইচেজ ডায়মানো এরিনায় ইউরো বাছাইয়ের ম্যাচে গত রাতে জর্জিয়ার বিপক্ষে খেলেছে স্পেন। ম্যাচে খেলতে নেমেই রেকর্ড গড়ে ইয়ামাল। ১৬ বছর ৫৭ দিন বয়সে খেলতে নেমে স্পেনের কনিষ্ঠতম ফুটবলার হিসেবে অভিষেক হয় ইয়ামালের। এই রেকর্ডটা সে পরে আরও সমৃদ্ধ করেছে। ৭৪ মিনিটে নিকো উইলিয়ামসের পাস থেকে গোল করে ইয়ামাল। স্পেনের কনিষ্ঠতম ফুটবলার হিসেবে গোলের রেকর্ড নিজের করে নেয় সে।
ইয়ামালের রেকর্ড গড়ার দিনে জর্জিয়াকে ৭-১ গোলে হারিয়েছে স্পেন। রেকর্ড গড়ার সুযোগ করে দেওয়ায় স্পেন দলের কোচ লুইস দে লা ফুয়েন্তেকে ধন্যবাদ জানিয়েছে সে। স্পেনের টেলিভিশন চ্যানেল টেলিডিপোর্টিকে ইয়ামাল বলে, ‘মনে হচ্ছে এখন স্বপ্ন দেখছি। আমি বেশ খুশি এবং সতীর্থদের ও কোচকে ধন্যবাদ জানাতে চাই যে তাঁরা আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছেন। আমার পথচলায় তাঁরা অনেক সাহায্য করেছেন।’
২০২০ সালে রেকর্ডটি গড়েন আনসু ফাতি। ১৭ বছর ৩১১ দিন বয়সে উয়েফা নেশনস লিগ ‘এ’র ম্যাচে ইউক্রেনের বিপক্ষে গোল করেন ফাতি। দুই বছর পর এই রেকর্ড ভেঙে দেন গাভি। ২০২২ সালে উয়েফা নেশনস লিগ ‘এ’র ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে গোল করেন তিনি। স্প্যানিশ মিডফিল্ডারের তখন বয়স ছিল ১৭ বছর ৩০৪ দিন। আর ফাতি, গাভিকে ছাড়িয়ে গতকাল রেকর্ডটি নিজের করে নিয়েছে ইয়ামাল।
স্পেনের জার্সিতে কম বয়সে গোলের রেকর্ড:
খেলোয়াড় বয়স প্রতিপক্ষ সাল
ল্যামিন ইয়ামাল ১৬ বছর ৫৭ দিন জর্জিয়া ২০২৩
গাভি ১৭ বছর ৩০৪ দিন চেক প্রজাতন্ত্র ২০২২
আনসু ফাতি ১৭ বছর ৩১১ দিন ইউক্রেন ২০২০

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
২৪ মিনিট আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
১ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
১ ঘণ্টা আগে