Ajker Patrika

‘বার্সাতেই ফিরবে মেসি’

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১১: ২৮
‘বার্সাতেই ফিরবে মেসি’

ক্লাব ফুটবল ক্যারিয়ারে পিএসজিতে যোগ দেওয়ার আগে কোথাও খেলেননি লিওনেল মেসি। প্রথমবারের মতো বার্সেলোনা ছেড়ে অন্য ক্লাবের হয়ে খেলতে গেছেন এই আর্জেন্টাইন তারকা। এরই মধ্যে ফরাসি ক্লাবটির হয়ে অভিষেক হয়েছে তাঁর। আর্জেন্টিনা জাতীয় দল ও বার্সেলোনায় মেসির পূর্বসূরি হুয়ান রিকুয়েলমের মনে করেন, পিএসজিতে গেলেও বার্সাতেই ক্যারিয়ারের ইতি টানবেন মেসি। 

আগামী দুই মৌসুম পিএসজিতে থাকছেন মেসি। ফ্রান্সে দলটির সাফল্যের কমতি নেই। কিন্তু গত কয়েক মৌসুম ধরে ইউরোপ সেরা হওয়াকে শুরু থেকে পাখির চোখ করে আসছে ক্লাবটি। সেই কাঙ্ক্ষিত ইউরোপ শ্রেষ্ঠত্বের শিরোপাটাই এখনো অধরাই রয়ে গেছে। এই শিরোপার জন্যই একের পর এক তারকাকে দল ভিড়িয়েছে তারা। এবার সে তালিকায় যুক্ত হয়েছেন মেসি। মেসির স্বদেশি রিকুয়েলমের বিশ্বাস, ‘মেসি মাধ্যমেই পিএসজির চ্যাম্পিয়নস লিগের হাহাকার শেষ হবে।’ 

সর্বশেষ ২০১৪-১৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা মেসিও যে আরেকবার শিরোপাটার স্বাদ নিতে চান। তবে শঙ্কার কথাও শুনিয়েছেন ৪৩ বছর বয়সী রিকুয়েলমে। বর্তমানে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের সহসভাপতির দায়িত্বে থাকা রিকুয়েলমে বলেছেন, ‘মেসিকে পেয়েও পিএসজি যদি চ্যাম্পিয়নস লিগ না জেতে, তাহলে আর কখনোই পারবে না।’ 

 ২০১৯-২০ মৌসুমে ইউরোপ-সেরার এই শিরোপা জয়ের কাছাকাছি গিয়েছিল পিএসজি। লিসবনের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল নেইমারদের। গত মৌসুমে স্বপ্নভঙ্গ হয়েছে সেমিফাইনালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির বিপক্ষে হেরে। এবার মেসিকে দিয়ে ইউরোপ-সেরা হওয়ার স্বপ্ন বুনছে ফরাসি জায়ান্টরা। 

বার্সার হয়ে ২১ বছরের দুর্দান্ত ক্যারিয়ারে সবকিছুই জিতেছেন মেসি। ক্লাব ও ব্যক্তিগত পুরস্কার মিলিয়ে কোনো শিরোপার কমতি নেই আর্জেন্টাইন অধিনায়কের ট্রফি শোকেসে। সর্বশেষ আর্জেন্টিনার হয়ে শিরোপার আক্ষেপ ঘুচিয়েছেন কোপা আমেরিকার শিরোপা জিতে। মেসিকে তাই সেরার মুকুটও পরিয়ে দিয়েছেন রিকুয়েলমে। বলেছেন, ‘মেসি সবার সেরা। সে বল নিয়ে খেলতে ভালোবাসে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত